Mohammed Shami in Ranji Trophy: প্রত্যাবর্তনের ম্যাচেই খেল দেখালেন মহম্মদ শামি। মধ্যপ্রদেশের বিরুদ্ধে চার উইকেট নেওয়ার পরই তাঁকে নিয়ে প্রবল হইচই শুরু হয়েছিল। শেষ পর্যন্ত তিনি এই ম্যাচে বাংলার হয়ে সাত উইকেট নিলেন। আর, তাঁর দৌলতে রঞ্জির এই ম্যাচে বাংলা ১১ রানে মধ্যপ্রদেশকে পরাজিত করল। বাংলার হয়ে শামি এই ম্যাচেই সর্বোচ্চ রানও করলেন। ১৫৬ রানে ৭ উইকেট নেওয়ার পাশাপাশি তিনি ৩৬ বলে দ্রুতগতিতে ৩৭ রান তোলেন।
ইন্দোরের হোলকার স্টেডিয়ামে প্রথম ইনিংসে বাংলার এই পেসার প্রথম ইনিংসে তাঁর দলকে ৬১ রানের লিড পেতে সাহায্য করেছিলেন। মধ্যপ্রদেশের টেল এন্ডারদের উইকেট দ্রুতগতিতে তুলে নিয়ে তিনি তাদের ইনিংসের ইতি টেনে দিয়েছিলেন। এরপর গত সন্ধ্যায় বাংলা মধ্যপ্রদেশের সামনে ২৮৭ রানের লক্ষ্যমাত্রা রাখে। শনিবার নাইট-ওয়াচম্যান অনুভব আগরওয়ালকে শামি ২ রানে ফিরিয়ে দেন।
তবে, মধ্যপ্রদেশ চেষ্টার ত্রুটি রাখেনি। অধিনায়ক শুভম শর্মা ও ভেঙ্কটেশ আইয়ার দ্রুত হাফ সেঞ্চুরি করেন। তার মধ্যেই শামি ফর্মে থাকা রজত পাতিদারকে ৩২ রানে আউট করেন। অষ্টম উইকেটে মধ্যপ্রদেশের সারাংশ জৈন ও আর্য পাণ্ডে ৬২ রানের পার্টনারশিপ গড়েন। কিন্তু, বাঁ-হাতি স্পিনার শাহবাজ আহমেদ তাঁদের ফিরিয়ে দেন।
Scorecard: https://t.co/54IeDz9fWu pic.twitter.com/sxKktrQJbL
— BCCI Domestic (@BCCIdomestic) November 14, 2024
শেষ পর্যন্ত মধ্যপ্রদেশের দরকার ছিল ১৪ রান। কিন্তু, শামি কুমার কার্তিকেয়কে ফিরিয়ে দিয়ে মধ্যপ্রদেশের জেতার আশায় জল ঢেলে দেন। বর্ডার-গাভাসকার ট্রফির ১৮ সদস্যের দলে শামির নাম নেই। কিন্তু, তাঁর ছেলেবেলার কোচ মহম্মদ বদরুদ্দিন আশাবাদী যে, সিরিজ চলাকালীনই শামি অস্ট্রেলিয়া সফরে ডাক পেতে পারেন।
আরও পড়ুন- ভারতের পারথ টেস্ট চলার সময়েই IPL মেগা নিলাম! একই চ্যানেলে কীভাবে দেখবেন দুই মেগা ইভেন্ট
এই ব্যাপারে বদরুদ্দিন ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, 'ও অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের পর ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে পারে। এখন যেহেতু ও ফিরে এসেছে, নিজের ফিটনেস প্রমাণ করেছে, উইকেট নিচ্ছে, সফরের দ্বিতীয়ার্ধে দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।'
যদিও বিসিসিআইয়ের তরফে এমন কোনও সম্ভাবনার কথা সরাসরি জানানো হয়নি। তবে, বিসিসিআই যে শামির পারফরম্যান্সে নজর রাখছে, তা পরিষ্কার। বিসিসিআইয়ের ক্লিপে শামির সেরা পারফরম্যান্স তুলে ধরা হয়েছে। বোঝানোর চেষ্টা হয়েছে যে তাঁকে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ড সিরিজে কীভাবে মিস করেছিল।