India vs Australia: বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম ম্যাচ পার্থ টেস্টে রবিচন্দ্রন অশ্বিনকে খেলানো হোক। এমনটাই সওয়াল করলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, অশ্বিন ভারতের সেরা স্পিনার। তাই তাঁকে, 'পার্থে খেলানো নিয়ে কোনও বিতর্ক থাকাই উচিত না।' এই ব্যাপারে রীতিমতো জোর দিয়েই সৌরভ বলেছেন, অশ্বিন অভিজ্ঞ স্পিনার। তাঁকে অবশ্যই পার্থ টেস্টে, 'খেলানো উচিত।'
শুক্রবার, ২২ নভেম্বর থেকে পার্থে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকার ট্রফি। পাঁচ ম্যাচের সিরিজে পার্থেই প্রথম টেস্ট। এই সিরিজের জন্য কয়েক মাস ধরে অপেক্ষা করছে ভারত-অস্ট্রেলিয়া। তবে, শেষ মুহুর্তের ইনজুরি এবং খেলোয়াড়দের ফর্মের সমস্যা ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম টেস্ট-এ হোয়াইটওয়াশের পর অস্ট্রেলিয়া সিরিজ জিততে মরিয়া টিম ইন্ডিয়া।
অশ্বিনকে ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল-সহ বিভিন্ন সিরিজে ঠিকমতো ব্যবহার না করা নিয়ে তাঁর অনুরাগীদের সঙ্গে টিম ম্যানেজমেন্টের বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছে। এবার, কার্যত সেই বিতর্কে যোগ দিলেন সৌরভও। তবে, পার্থের পিচ পেসার সহায়ক। সেই কারণে অশ্বিনের বাদ পড়ার সম্ভাবনা প্রবল। এই ইস্যুতেই এবার মুখ খুলেছেন সৌরভ। তবে, অশ্বিনের মূল সমস্যা তাঁর ফিল্ডিংয়ে দুর্বলতা। সেই কারণে, তাঁর জায়গায় রবীন্দ্র জাদেজা অথবা ওয়াশিংটন সুন্দরের মধ্যে একজনকে খেলাতে চাইছে টিম ম্যানেজমেন্ট।
তবে প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ চান, অশ্বিনই খেলুন। তিনি মনে করেন যে, অশ্বিনকে বাছাই করা নিয়ে কোনও বিতর্ক থাকা উচিত নয়। কিন্তু, বর্তমান পারফরম্যান্স বিচার করলে ওয়াশিংটন সুন্দর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালো খেলেছিলেন। আর, ৩৮ বছর বয়সি রবীন্দ্র জাদেজার বিস্তর অভিজ্ঞতা। এটাই মাথায় রাখছে টিম ম্যানেজমেন্ট।
সে প্রসঙ্গে সৌরভ বলেছেন, 'অশ্বিনকে বাছাই করা নিয়ে কোনও বিতর্ক থাকাই উচিত নয়। অশ্বিনকে অবশ্যই খেলাতে হবে। আপনার সেরা স্পিনারকে অবশ্যই খেলানো উচিত। টেস্ট ক্রিকেটে, বিশেষজ্ঞদেরই খেলানো দরকার। এছাড়াও, অস্ট্রেলিয়ান লাইন আপে বাঁ-হাতিদের থামাতে অশ্বিন কার্যকর হতে পারেন।'
হোম সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অবশ্য অশ্বিন চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। তিনি মাত্র ৯টি উইকেট নিয়েছেন। সেখানে ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা ১৬টি করে উইকেট পেয়েছেন। সবচেয়ে বড় কথা, অশ্বিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম এবং তৃতীয় টেস্ট ম্যাচে উইকেট নিতে পারেননি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ইনিংস আর ওয়াংখেড়েতে শেষ টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে তিনি উইকেট পাননি। উলটোদিকে নিউজিল্যান্ড স্পিনারদের দৌলতেই জয়ী হয়েছে। সিরিজে একতরফাভাবে ভারতকে হারিয়েছে। এই ব্যাপারটি মাথায় রেখেও সৌরভ বলেছেন, 'রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর ভালো। কিন্তু, প্রথম টেস্ট ম্যাচে সেরা স্পিনারকেই খেলানো উচিত। বিশেষজ্ঞ হিসেবে তাই আমার অশ্বিনকেই পছন্দ।'
আরও পড়ুন- নকল নিলামে ক্যাপ্টেন শ্রেয়স, স্টার্ককে ফের কিনল KKR! নিলামের আগেই নাইটদের বড় আপডেট সরাসরি
বর্ডার-গাভাসকার সিরিজে ভারতের স্কোয়াড: রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, অভিমন্যু ঈশ্বরন, শুভমান গিল, রবীন্দ্র জাদেজা, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, সরফরাজ খান, বিরাট কোহলি, প্রসিদ্ধ কৃষ্ণা, ঋষভ পন্থ, কেএল রাহুল, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর।
বর্ডার-গাভাসকার সিরিজে অস্ট্রেলিয়া স্কোয়াড: প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেরি, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, উসমান খাজা, মার্নাস লাবুসচেন, নাথান লিয়ন, মিচ মার্শ, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক।