KKR IPL auction likely buys: আইপিএল মক অকশনে কলকাতা নাইট রাইডার্স ৪.৪ কোটি টাকায় ফিরলেন শ্রেয়স আইয়ার। আর, মিচেল স্টার্ক ফিরলেন ৮.৪ কোটি টাকায়। আইয়ার ২০২৪ আইপিএল-জয়ী কেকেআরের অধিনায়ক। কিন্তু, তাঁকে এবার রিটেনশনে রাখেনি নাইট টিম। শ্রেয়স অবশ্য কেকেআরেই থাকতে চেয়েছিলেন। তবে, গুজব ছিল যে আইয়ার আইপিএল শিরোপা জয়ের পর কেকেআর ছাড়তে পারেন। কেকেআর তাঁকে রিটেনশনে না রাখায় সেই অভিযোগ কার্যত সত্যি বলে প্রমাণিত হয়েছে।
আইয়ার আইপিএল ২০২২ মেগা-নিলামে ১২.২৫ কোটি টাকায় কেকেআর-এ যোগ দিয়েছিলেন। তাঁকে অধিনায়ক করা হয়। কিন্তু, ইনজুরির জন্য তিনি ২০২৩ মরশুমে খেলতে পারেননি। ইনজুরি কাটিয়ে আইয়ার ২০২৪ সালে কেকেআর-এর অধিনায়ক হিসেবে ফিরে আসেন। আর, ফ্র্যাঞ্চাইজিকে ট্রফি দিয়েছেন। এই কারণে, মুম্বই মুস্তাক আলি ট্রফিতে আইয়ারকে অধিনায়ক করেছে। আইপিএল নিলামেও ভালো দর পেতে পারেন শ্রেয়স। যদিও মক নিলামে তেমন কিছুই দেখা গেল না।
তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর তাদের ইউটিউব চ্যানেলে একটি মক নিলামের আয়োজন করেছিল। সেই ইভেন্ট লাইভ-স্ট্রিমও করেছে। শোনা গিয়েছিল, আইয়ার কেকেআরের কাছে বিপুল পারিশ্রমিক দাবি করেছেন। সেই পারিশ্রমিকই তাঁর ফ্র্যাঞ্চাইজি ছাড়ার মূল কারণ বলে খবর। কিন্তু, মক নিলামে দেখা গিয়েছে যে, কেকেআর আইয়ারকে মাত্র ৪.৪ কোটি টাকায় দলে সই করিয়েছে।
যদিও বাস্তবে মেগা নিলামে আইয়ারের বেস প্রাইস ১৫ কোটি টাকা। পঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতো দলগুলোর অধিনায়ক দরকার। তারা আইয়ারকে দলে চাইতে পারে। এই জন্য বিপুল অর্থ খরচ করতেও দলগুলো পিছপা হবে না। দিল্লিতে তো আইয়ার একবার অধিনায়কও ছিলেন। সেটা ২০০০ সাল। সেবার দিল্লি আইপিএল ফাইনালে উঠেছিল।
আরও পড়ুন- মাঠে কাঁধ ভেঙে দেব, সিরিজ শুরুর আগেই অস্ট্রেলীয় তারকার কুৎসিত হুঙ্কার কিং কোহলিকে
আইয়ারকে পুনরায় সই করানো ছাড়াও, কেকেআর মক নিলামে মিচেল স্টার্ককেও সই করিয়েছে। তাঁকে মাত্র ৮.৪ কোটি টাকায় মক নিলামে দলে নিয়েছে কেকেআর। স্টার্ক, আইপিএল ২০২৪ মিনি-নিলামে ২৪.৭৫ কোটি টাকায় কেকেআর-এ যোগ দিয়েছিলেন। লিগ পর্বে সেভাবে কিছু করতে না পারলেও ফাইনালে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন।