Advertisment

IND vs AUS 5th Test Match Live Score Streaming: রোহিতকে ছাড়া সম্মান রক্ষার লড়াইয়ে ভারত! কখন, কোথায়, কোন চ্যানেলে দেখবেন পঞ্চম টেস্ট

India vs Australia 5th Test Live Score Streaming Online and Telecast Channel: ভোরবেলা কখন, কোথায়, কোন চ্যানেলে চোখ রাখবেন, জেনে নিন বিস্তারিত।

author-image
IE Bangla Sports Desk
New Update
Team India playing XI perth test

India-Australia: সিরিজ শুরু হয়েছিল পার্থে। (ফাইল ছবি)

IND vs AUS Sydney Test Live Score Streaming: ভারতের অস্ট্রেলিয়া সফর ২০২৪-২৫-এর সমাপ্তি ঘটবে চলতি সিরিজের ৫ম এবং শেষ টেস্ট ম্যাচে। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচটি শুক্রবার (৩ জানুয়ারি) থেকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চলবে। মেলবোর্নে চতুর্থ টেস্টে পরাজয়ের পর ভারত বর্তমানে সিরিজে পিছিয়ে আছে। মেলবোর্নে অস্ট্রেলিয়া ভারতকে ১৮৪ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে লিড নিয়েছে।

Advertisment

উভয় দল এখন সিডনিতে চূড়ান্ত টেস্টের জন্য প্রহর গুণছে। মেলবোর্ন ভারত হারলেও, তাদের ত্রাস ট্রাভিস হেডকে উভয় ইনিংসেই রান তুলতে দেয়নি।। বাঁ-হাতি ব্যাটসম্যান হেড, দ্বিতীয় এবং তৃতীয় টেস্টে শতরান করেছিলেন। চতুর্থ টেস্টে সেই তিনিই ডবল ডিজিটেও পৌঁছতে পারেননি। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে মাত্র ১ রানে ফিরে যান প্যাভেলিয়নে। দুই ইনিংসেই হেডের উইকেট নেন বুমরা। সিডনিতেও ভারত আশা করবে যে তাদের তারকা পেসার শুরুতেই হেডকে ফিরিয়ে দেবে।

এই পরিস্থিতিতে দুই দলই সিরিজের আসন্ন শেষ ম্যাচে নিজেদের সবটুকু উজাড় করে দেবে। কারণ, অস্ট্রেলিয়া জিতলে বর্ডার-গাভাসকার ট্রফির ফাইনালে উঠবে। আর, ভারত জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সামান্য হলেও আশা দেখবে। এই কারণে, সিরিজের ৫ম তথা শেষ টেস্ট নিয়ে অস্ট্রেলীয় এবং ভারতীয়দের মধ্যে বিপুল আগ্রহ। সিডনি ক্রিকেট মাঠে আয়োজিত এই টেস্ট কোথায় কীভাবে দেখা যাবে? লাইভ স্কোর স্ট্রিমিংই বা কীভাবে জানা যাবে? এটাই এখন ক্রিকেটপ্রেমীদের অনেকেরই প্রশ্ন। 

ম্যাচ কোথায় হবে?
ম্যাচটি হবে, সিডনির সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (SCG)।

Advertisment

কখন শুরু হবে?
শুরু হবে ভারতীয় সময় ভোর ৫টায়। শুক্রবার ৩ জানুয়ারি টস হবে ভারতীয় সময় ভোর ৪টা ৩০-এ।

ম্যাচ কোথায় দেখাবে?
ভারতের স্টার স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচার করা হবে।

ওটিটিতে কোথায় দেখা যাবে?
ভারতের ডিজনি+হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে লাইভ-স্ট্রিমিং হবে। 

আরও পড়ুন- টিম ইন্ডিয়া থেকে নিজেকে সরিয়ে নিলেন রোহিত! সিডনি টেস্টে নতুন নেতা ভারতের

ভারতীয় স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), সরফরাজ খান, বিরাট কোহলি, প্রসিধ কৃষ্ণ, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), কেএল রাহুল, হর্ষিত রানা, অভিমন্যু ইশ্বরন, শুভমান গিল, নীতীশকুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, তনুশ কোটিয়ান।

অস্ট্রেলিয়া স্কোয়াড
প্যাট কামিন্স (অধিনায়ক), ট্র্যাভিস হেড, উসমান খাজা, স্যাম কনস্টাস, মারনাস লাবুসেন, স্টিভ স্মিথ, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, স্কট বোল্যান্ড, শন অ্যাবট, ঝিয়ে রিচার্ডসন ও বিউ ওয়েবস্টার।

Team-India Team India Test cricket Cricket News cricket Border-Gavaskar Trophy Indian Cricket Team Australia Cricket Team
Advertisment