Rohit Sharma Rested for Sydney Test: টিম ইন্ডিয়া থেকে নিজেকে সরিয়ে নিলেন রোহিত! সিডনি টেস্টে নতুন নেতা ভারতের

India vs Australia Border Gavaskar Trophy: ভারতীয় ক্রিকেটে অতীত হয়ে গেলেন রোহিত শর্মা, নিজেকে সরিয়ে নিলেন জাতীয় ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক।

India vs Australia Border Gavaskar Trophy: ভারতীয় ক্রিকেটে অতীত হয়ে গেলেন রোহিত শর্মা, নিজেকে সরিয়ে নিলেন জাতীয় ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক।

author-image
IE Bangla Sports Desk
New Update
Cullinan comments on Rohit Sharma

Rohit Sharma: রোহিত শর্মা। (ফাইল ছবি)

Rohit Sharma Rested for Sydney Test: পার্থের পর বর্ডার-গাভাসকর ট্রফির ফের আরেকটি ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরা। পার্থ টেস্টে ভারতকে বুমরা নেতৃত্ব দিয়েছিলেন। দুর্দান্ত খেলে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল টিম ইন্ডিয়া। বিপুল রানে হারিয়ে তৈরি করেছিল ইতিহাস। এবার চলতি সিরিজের শেষ তথা অন্তিম টেস্টেও সেই বুমরাই ভারতকে নেতৃত্ব দিতে চলেছেন। শুভমান গিল প্রথম একাদশে ফিরছেন। ইনিংস ওপেন করবেন কেএল রাহুল। আর চোট পাওয়া আকাশদীপের জায়গায় প্রথম একাদশে ঢুকছেন প্রসিধ কৃষ্ণ।   

Advertisment

রোহিত তাঁর বিশ্রাম নেওয়ার কথা ইতিমধ্যেই নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর ও ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরকে জানিয়েছেন। ফর্মে না থাকা রোহিতের সিদ্ধান্ত মেনেও নিয়েছেন আগরকর ও গম্ভীর। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) শুক্রবার সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টে তাই রোহিতের বদলে টস করতে দেখা যাবে বুমরাকে। 

ইতিমধ্যেই একথা রটে গিয়েছে যে মেলবোর্নে বক্সিং ডে টেস্টই ভারতের জন্য রোহিতের শেষ টেস্ট হয়ে গিয়েছে। গ্রীষ্মে পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের ইংল্যান্ড সফরে তিনি ভারতীয় দলে না-ও থাকতে পারেন। আর, সিডনি টেস্ট জিততে পারলেও বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারত ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে না। এটা একপ্রকার নিশ্চিত।

সিডনিতে মেলবোর্ন টেস্ট থেকে বাদ পড়া শুভমান গিল রোহিতের জায়গায় প্রথম একাদশে ফিরছেন। গিল তিন নম্বরে ব্যাট করবেন। কেএল রাহুল যশস্বী জয়সওয়ালের সঙ্গে ইনিংস শুরু করতে চলেছেন। কথা চলছিল ধ্রুব জুরেলকে ৫ম টেস্ট খেলানোর। কিন্তু, ঋষভ যেহেতু লাগাতার রানের মধ্যে আছেন, সেই কারণে তাঁকেই চলতি সিরিজে ৫ম টেস্ট খেলানো হবে। তবে প্রসিধ কৃষ্ণ ঢুকছেন আহত আকাশদীপের জায়গায়। ফলে, শুক্রবার থেকে শুরু হতে চলা সিডনি টেস্টে আকাশদীপের জায়গায় কৃষ্ণ খেলবেন। এমনটাই কথা আছে।

Advertisment

আরও পড়ুন- ড্রেসিংরুমে শাসন, ঘুরিয়েছেন ছড়ি! বিস্ফোরক সাংবাদিক সম্মেলনে প্রকাশ্য স্বীকারোক্তি গম্ভীরের

ম্যাচের জন্য প্রশিক্ষণের সময় বৃহস্পতিবার, ফিল্ডিং অনুশীলন চলাকালীন গম্ভীরকে বুমরার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গিয়েছে। রোহিত নেটেও নাম কা ওয়াস্তে গা ঘামিয়েছেন।  সাইড-আর্ম বোলারদের সঙ্গে ব্যাটিং প্র্যাকটিস করেছেন। অনুশীলনে হেঁটে সবার পিছনে ঢুকেছেন। নিয়মিত স্লিপ অনুশীলনের সময়ও ছিলেন না। আগের দিন, গম্ভীরকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন, রোহিত প্রথম একাদশে থাকছেন কি না? জবাবে গম্ভীর স্পষ্ট করে কিছুই জানাননি। শুধু বলেছিলেন, 'উইকেট দেখে জানাব।' রোহিত চলতি সিরিজের প্রথম ম্যাচ খেলেননি। তিনটি টেস্ট খেলেছেন, গড় ৬.২। শেষ ৯টি টেস্টে রোহিতের গড় ১০.৯৩। ঘরোয়া সিরিজে তাঁর নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডের কাছে পর্যুদস্ত হয়েছে।

আর, বুমরার নেতৃত্বে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থে প্রথম টেস্ট ম্যাচ জিতে গিয়েছে। যার জেরে রোহিতের অধিনায়কত্ব এখন কাঠগড়ায়। এই পরিস্থিতিতে ভারতকে টেস্টে নেতৃত্ব দেওয়ার আরেকটা সুযোগ তৈরি হয়েছে বুমরার কাছে। এটিই সিরিজের ৫ম তথা শেষ টেস্ট। এই টেস্ট ভারত জিতলে সিরিজ ২-২ হবে। আর, বর্ডার গাভাসকার ট্রফিও ভারতের হাত থেকে ফসকে যাবে না।

cricket Rohit Sharma Cricket News Indian Cricket Team Jasprit Bumrah Australia Cricket Team Team-India Team India Border-Gavaskar Trophy