India vs Australia: পার্থ টেস্টের আগে ভারতের অনুশীলন সম্ভাব্য প্লেয়িং ইলেভেন সম্পর্কে ইঙ্গিত দিচ্ছে। শুভমান গিল ও রোহিত শর্মা না থাকায়, ইনিংসের অর্ডারের মাথায় কারা থাকবেন, সেই মুখ বাছাই করছে টিম ইন্ডিয়া। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা অনুশীলনের ছবি ইঙ্গিত দিচ্ছে, দেবদত্ত পারিক্কল ও ধ্রুব জুরেল খেলতে পারেন।
অধিনায়ক রোহিত শর্মা ছেলে হয়েছে, তাই পার্থ টেস্ট খেলবেন না। তিন নম্বরে নামা ব্যাটার শুভমান গিল আহত। তিনিও বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম ম্যাচে থাকছেন না। এই অবস্থায় পার্থ স্টেডিয়ামে মঙ্গলবারের নেট অনুশীলনে দেখা গেল- অভিমন্যু ইশ্বরন, দেবদত্ত পারিক্কল ও ধ্রুব জুরেল স্লিপে। যা পার্থ টেস্টে ভারতের সম্ভাব্য বিকল্প খেলোয়াড়রা কারা হতে যাচ্ছেন, তা স্পষ্ট করে দিয়েছে বলেই অনুরাগীদের ধারণা।
বিরাট কোহলি, কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল ও দেবদত্ত পারিক্কলকে অনুশীলনের সময় স্লিপে দেখা গিয়েছে। ধ্রুব জুরেলকে দেখা গিয়েছে গালিতে। এই অনুশীলন পার্থের অপটাস স্টেডিয়ামে পারিক্কাল ও জুরেলের প্রতি টিম ইন্ডিয়ার আস্থার প্রতীক বলেই সমর্থকদের বিশ্বাস। তার ওপর, উভয় খেলোয়াড়ই অনুশীলন ম্যাচগুলোয় বেশ ভালো খেলেছেন। যা দেখে মনে করা হচ্ছে, ভারতের একাদশে শুভমান গিল ও রোহিত শর্মার জায়গায় পারিক্কল আর জুরেলই খেলবেন।
গিলের ইনজুরি ও রোহিতের অনুপস্থিতি ভারতকে তাদের ব্যাটিং অর্ডারে রদবদল করতে বাধ্য করেছে। যার জন্য জয়সওয়ালের একজন নতুন ওপেনিং পার্টনার দরকার। পাশাপাশি, তিন এবং ছয় নম্বরেও খেলোয়াড় প্রয়োজন। কেএল রাহুল, এক সিমুলেশন ম্যাচ এবং অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ওপেন করেছেন। তাঁকে রোহিতের জায়গায় ধরা হচ্ছে। প্রসিধ কৃষ্ণের বলে রাহুল অবশ্য কনুইতে সামান্য আঘাত পেয়েছেন। কিন্তু, তারপরও তিনি নেটে ফিরেছেন।
India's slip cordon in the practice sessions! ⚡️
— IPLnCricket: Everything about Cricket (@IPLnCricket) November 19, 2024
Padikkal at first slip, Virat second, Rahul third slip, Jaiswal at gully while Dhruv Jurel is taking catches at silly-point! 👀 pic.twitter.com/ystbguTXMv
আলোচনায় রুতুরাজ গায়কোয়াড় ও অভিমন্যু ঈশ্বরনের মত খেলোয়াড়দের নামও উঠে এসেছে। তবে টিম ম্যানেজমেন্ট সম্ভবত পারিডিক্কল ও জুরেলের ওপরই ভরসা রাখছে। মিডল অর্ডারে ব্যাট করে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দুটি হাফ সেঞ্চুরি করেছেন জুরেল। ঋষভ পন্থ খেলবেন উইকেটকিপার হিসেবে। আর, জুরেল খেলবেন একজন বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে।
আরও পড়ুন- ১ বছরে আগেই ঘরের মাঠে বুক ভেঙেছিল টিম ইন্ডিয়ার! মাঠেই কেঁদে ফেলেছিলেন কোহলি-রোহিতরা
পারিক্কল, সম্প্রতি অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ৩৬, ৮৮, ২৬ ও ১ রান করেছেন। অস্ট্রেলিয়ার কন্ডিশনে পারিক্কলের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি, ইংল্যান্ডের বিরুদ্ধে আগের টেস্টে পারিক্কলের অভিজ্ঞতা তাঁকে নির্ভরযোগ্য ব্যাকআপ বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই পরিস্থিতি পারিক্কল এবং জুরেলকে বর্ডার-গাভাসকার সিরিজে নিজেদেরকে তুলে ধরার সুযোগ এনে দিয়েছে।