ICC Cricket World Cup Final 2023: গত বছর একদিনের বিশ্বকাপে দুর্দান্ত খেলে গোটা টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালে উঠেছিল টিম ইন্ডিয়া। আর, তারপরই যখন টিম ইন্ডিয়ার পারফরম্যান্স দেখে সবাই ধরেই নিয়েছে যে ভারত ট্রফি জিতবে, তখনই ফাইনালে সেই স্বপ্ন ভেঙে যায়। প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হয় রোহিতের বাহিনী। আহমেদাবাদের সেই হৃদয়বিদারক ঘটনার পর, ভারত ২০২৪ সালের জুনে টি২০ বিশ্বকাপ জিতেছে। কিন্তু, আহমেদাবাদের সেই দুঃস্বপ্নের স্মৃতি আজও টিম ইন্ডিয়ার ভক্তদের পিছু ছাড়েনি।
২০০৩ সালের ২৩ মার্চ, ভারত অস্ট্রেলিয়ার কাছে একদিনের বিশ্বকাপের ফাইনালে হেরেছিল। ঠিক তেমনই ২০২৩ সালের ১৯ নভেম্বর আরেকটি একদিনের বিশ্বকাপের ফাইনালে ভারত অস্ট্রেলিয়ার কাছে হারে। দুটোই ঘটেছিল ঘরের মাঠে। টি২০ বিশ্বকাপ আইসিসি ট্রফির খরা কাটালেও, সেই যন্ত্রণা আজও জেগে রয়েছে টিম ইন্ডিয়ার সদস্যদের মনে।
অথচ, তেমনটা হওয়ার কথা ছিল না। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশাল জনতার সামনে ট্রফি ঘরে তোলার জন্য রোহিত শর্মা অ্যান্ড কোং যেন তৈরি হয়েই বসেছিল। দর্শকরা ভারতের জন্য গলা ফাটাচ্ছিলেন। তার আগে টিম ইন্ডিয়া টানা ১০টি ম্যাচ জিতেছে। আর, ফাইনালে ওঠার আগে অস্ট্রেলিয়া তাদের প্রথম দুটি ম্যাচে ভারত এবং দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল।
অস্ট্রেলিয়া তাদের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের আগে অধিনায়ক প্যাট কামিন্স বলেছিলেন, 'ভারত অবশ্যই এই বিশ্বকাপে খুব ভালো খেলেছে। দর্শকরাও একতরফা হবে। তবে, তাঁদের থামিয়ে দেওয়াটা সন্তোষজনক ব্যাপার হবে।' প্রথম ব্যাট করে, কেএল রাহুল ও বিরাট কোহলি অর্ধশতক করেছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ান বোলাররা ভারতকে ২৪০-এর নীচে আটকে দেয়। পাটা পিচে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা ৩১ বলে ৪৭ রান করে শুরুটা দুর্দান্ত করেছিলেন। কিন্তু, অস্ট্রেলিয়া সেই গতিটা কমিয়ে ভারতের একের পর এক উইকেট ফেলে দেয়। তিন উইকেটে ইন্ডিয়ার রান দাঁড়ায় ৮১।
আরও পড়ুন- গিলের পর আবারও দুর্ঘটনার শিকার ভারতীয়! প্ৰথম টেস্টের সগেই ছিন্নভিন্ন ইন্ডিয়া সুপারস্টার
কোহলি ৫৪ ও রাহুল ৬৬ রান করে ভারতকে চাগিয়ে তোলার চেষ্টা চালান। কিন্তু, বাকিরা সেভাবে কিছুই করতে পারেননি। ৪১ রানের মধ্যে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শকে টিম ইন্ডিয়া ফিরিয়ে দিলেও ট্রাভিস হেড সেঞ্চুরি করেন। মারনাস লাবুসচেন হাফ সেঞ্চুরি করেন। আর, এসবের দৌলতেই অস্ট্রেলিয়া গত বিশ্বকাপের ফাইনালে ভারতকে পরাস্ত করে।