Advertisment

Morne Morkel hails Mohammed Siraj: সিরাজ লেজেন্ড বোলার, চুমু খেয়ে বললেন কোচ মর্কেল! অস্ট্রেলিয়ায় হুলুস্থুল কাণ্ডে হৈচৈ

Border Gavaskar Trophy: সিরাজকে নিয়ে বড় কাণ্ড ঘটিয়ে ফেললেন মর্কেল। বর্ডার-গাভাসকার ট্রফিতে খেলছেন সিরাজ। ২২ নভেম্বর শুরু হতে চলেছে পাঁচ টেস্ট ম্যাচের এই সিরিজ।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Morne Morkel, Mohammed Siraj, মর্নি মর্কেল, মহম্মদ সিরাজ,

Morne Morkel-Mohammed Siraj: মর্নি মর্কেল ও মহম্মদ সিরাজ। (ছবি- টুইটার)

India vs Australia: বর্ডার-গাভাসকার সিরিজের আগে মহম্মদ সিরাজকে চুমু দিলেন মর্নি মর্কেল। এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে আবার বিসিসিআই। ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল। মহম্মদ সিরাজ ভারতের পেস বোলার। শুক্রবার, ২২ নভেম্বর পার্থের অপটাস স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের উদ্বোধনী ম্যাচ। ওই ম্যাচ দিয়েই অস্ট্রেলিয়ায় ২০২৪-২৫ সালের বর্ডার-গাভাসকার ট্রফি শুরু হচ্ছে। তার আগে বর্তমানে অস্ট্রেলিয়ার মাটিতে অনুশীলন করছে ভারতীয় দল। আর, সেই সূত্রেই সিরাজকে মর্কেলের চুমু দেওয়ার ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলেছে।

Advertisment

ভারতীয় ক্রিকেট দল পার্থের ডব্লিউএসিএ (WACA)-তে অনুশীলন চালাচ্ছে। নেট অনুশীলনের পাশাপাশি চলছে ম্যাচ সিমুলেশনও। তার মধ্যে মহম্মদ সিরাজ মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে মর্কেলকে তোপ দেগেছিলেন। আর, তারপরই দেখা গেল বিসিসিআই তার অফিসিয়াল ওয়েবসাইটে একটি ভিডিও শেয়ার করেছে। যে ভিডিওতে দেখা গিয়েছে, ভারতের বোলিং তাঁর প্রশিক্ষণে থাকা সিরাজকে চুমু দিচ্ছেন। শুধু চুমু দেওয়াই নয়, সিরাজের নেতৃত্ব দেওয়ার গুণ এবং আক্রমণাত্মক মনোভাবেরও প্রশংসা করেছেন মর্কেল।

প্রাক্তন দক্ষিণ আফ্রিকান পেসার মর্কেল সিরাজকে একজন কিংবদন্তি বোলার বলে দাবি করেছেন। তিনি  আশা প্রকাশ করছেন যে, ভারতীয় স্পিডস্টার অস্ট্রেলিয়ায় আসন্ন বর্ডার-গাভাসকার ট্রফিতে দুর্দান্ত খেলবে। বিসিসিআইয়ের ওই ভিডিওতে মর্কেল বলেছেন, 'সিরাজ একজন কিংবদন্তি। ওঁর মন খুব বড়। ওঁর মধ্যে একটা আক্রমণাত্মক মনোভাব আছে; ওঁর মধ্যে নেতা হওয়ার গুণ আছে। ও এই সফরে কী করে, আমি সেটা দেখার জন্য উদগ্রীব হয়ে বসে আছি। গত সফরে ও কঠিন পরিস্থিতিতে একজন সাধারণ সদস্য হিসেবে ভূমিকা পালন করেছে। এবার সিনিয়র হিসেবে কী ভূমিকা নেয়, সেটাই দেখতে চাই।'

ভারত-অস্ট্রেলিয়া হাই-ভোল্টেজ আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে জসপ্রীত বুমরার নেতৃত্বে টিম ইন্ডিয়া প্রথম ম্যাচে খেলবে। বুমরা থাকবেন বোলিং আক্রমণের দায়িত্বে। সিরাজকে তাঁর সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। তবে, এই সিরিজের জন্য ভারতের প্রস্তুতি ইতিমধ্যে ধাক্কা খেয়েছে। কারণ, টপ-অর্ডার ব্যাটার শুভমান গিল ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছেন। যার ফলে তিনি পার্থে প্রথম টেস্ট খেলতে পারবেন না।

আরও পড়ুন- বর্ডার গাভাসকার ট্রফিতে অবশেষে কনফার্ম পূজারা, গিল চোট পাওয়ার পরই এল বিরাট আপডেট

কেএল রাহুল অনুশীলনের সময় কনুইয়ে আঘাত পেয়েছেন। রবিবার (১৭ নভেম্বর) তিনি নেটে ফিরেছেন। তাঁর দলে ফেরা ভারতীয় দলকে স্বস্তি দিয়েছে। আশা করা হচ্ছে, অভিজ্ঞ ব্যাটার এখন প্রথম টেস্টে খেলবেন। তবে, ভারতের স্থায়ী টেস্ট অধিনায়ক রোহিত শর্মা পার্থ টেস্টে খেলতে পারবেন না। তিনি অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচের আগে স্কোয়াডে যোগ দিতে পারেন। রোহিতের স্ত্রী রিতিকা সাজদেহ সম্প্রতি মা হয়েছেন। ১৫ নভেম্বর মুম্বইতে শর্মা দম্পতির ছেলে হয়েছে। তার জন্যই রোহিত প্রথম টেস্টে থাকতে পারছেন না বলেই খবর।

Cricket News Border-Gavaskar Trophy BCCI Morne Morkel Mohammed Siraj Viral Video Indian Cricket Team Australia Cricket Team
Advertisment