Border Gavaskar Trophy 2025, India vs Australia: বর্ডার-গাভাসকার ট্রফি শুরুর আগে, এই ট্রফি নিয়ে চরম উদ্দীপনা দেখা দিয়েছে অস্ট্রেলিয়ায়। যার প্রতিফলন ঘটল সেদেশের সংবাদমাধ্যমে। অস্ট্রেলিয়ান প্রথমসারির সংবাদপত্রের কভারের সামনে বিরাট কোহলি ও কভারের পিছনের পাতায় যশস্বী জয়সওয়ালের ঝকঝকে ছবি ছাপা হয়েছে। তাতে ক্যাপশন করা হয়েছে, 'যুগের লড়াই'। ইংরেজি, হিন্দি এবং পঞ্জাবি ভাষায় ওই শিরোনাম লেখা হয়েছে।
বর্ডার-গাভাসকার ট্রফি শুরু হচ্ছে ২২ নভেম্বর পার্থ-এ। তারই প্রতিফলন পড়েছে সংবাদমাধ্যমের পাতায়। অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় মিডিয়ার প্রথম পৃষ্ঠাগুলোয় বিরাট কোহলির ছবি তারই দৌলতে ছড়িয়ে পড়েছে। তারই মধ্যে ডেইলি টেলিগ্রাফ হিন্দি শিরোনামে লিখেছে, 'যুগো কি লড়াই' (যুগের লড়াই)। সঙ্গে আসন্ন সিরিজকে সামনে রেখে কোহলির বিরাট ছবি সেখানে ছেপেছে। হেরাল্ড সান ভারতীয় লাইনআপের গল্প ছেপেছে। পাশাপাশি টেস্ট, ওয়ানডে এবং টি২০ ফরম্যাটে কোহলির পরিসংখ্যান তুলে ধরেছে।
কোহলির পাশাপাশি অস্ট্রেলীয় মিডিয়ার প্রথম পাতায় জায়গা পেয়েছেন যশস্বী জয়সয়ালও। দ্য হেরাল্ড সান তো আমবার একটা গোটা পৃষ্ঠা যশস্বীকে নিয়ে লিখেছে। তাতে ইংরেজি এবং পঞ্জাবিতে শিরোনাম দিয়েছে: 'দ্য নিউ কিং'। ডেইলি টেলিগ্রাফ আবার বীরেন্দ্র শেওয়াগের পর জয়সওয়ালকে ভারতের সবচেয়ে আক্রমণাত্মক ওপেনার বলে দাবি করেছে।
পাঁচ ম্যাচের বর্ডার-গাভাসকার সিরিজ নিয়েই, দ্য ডেইলি টেলিগ্রাফ তাদের আট পৃষ্ঠা ব্যয় করেছে। তাতে ইংরেজি, হিন্দি এবং পঞ্জাবি ভাষায় লেখা আছে। প্রায় একই পথে হেঁটেছে দ্য ডেইলি টেলিগ্রাফ (সিডনি), হেরাল্ড সান (মেলবোর্ন), কুরিয়ার-মেইল (ব্রিসবেন)-এর মত অন্য সংবাদমাধ্যমগুলোও।
টেস্ট ক্রিকেটের 'সর্বশ্রেষ্ঠ প্রতিযোগিতা' হিসেবে এখন এই 'বর্ডার-গাভাসকার' ট্রফিকেই দেখছে অস্ট্রেলিয়া। ২০১৫ থেকে তারা এই ট্রফি জিততে পারেনি। সেজন্য এবার জিততে মরিয়া। অধিনায়ক প্যাট কামিন্স-সহ সিনিয়র অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা এজন্য উঠেপড়ে লেগেছেন। ঘরের মাটিতে ভারতের কাছে টানা দুটো সিরিজ হারা অস্ট্রেলিয়া এবার শিরোপা জয়ে মরিয়া।
অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকার ট্রফির সময়সূচি
প্রথম টেস্ট: ২২-২৬ নভেম্বর: পার্থ স্টেডিয়াম | দ্বিতীয় টেস্ট: ৬-১০ ডিসেম্বর: অ্যাডিলেড ওভাল |
তৃতীয় টেস্ট: ১৪-১৮ ডিসেম্বর: গাব্বা, ব্রিসবেন | চতুর্থ টেস্ট: ২৬-৩০ ডিসেম্বর: এমসিজি, মেলবোর্ন |
পঞ্চম টেস্ট: ৩-৭ জানুয়ারি: এসসিজি, সিডনি |
অস্ট্রেলীয় স্কোয়াড (শুধুমাত্র প্রথম টেস্ট): প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইঙ্গলিস, উসমান খাজা, মারনাস লাবুসচেন, নাথান লিয়ন, মিচ মার্শ, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক
আরও পড়ুন- পাকিস্তানের কাছ থেকে কাড়া হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি! ভারতের রাজনীতিতে এই দেশে হবে মেগা টুর্নামেন্ট
ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ইশ্বরন, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পান্ত, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর।