Advertisment

Virat Kohli injury scare: প্রস্তুতির মধ্যেই সোজা হাসপাতালে কোহলি! প্ৰথম টেস্টের আগেই অস্ট্রেলিয়ায় বিরাট দুর্ভাবনায় টিম ইন্ডিয়া

Border Gavaskar Trophy: কোহলিকে নিয়ে প্ৰথম টেস্টের আগে ভয়াবহ আপডেট, ঝড় উঠে গেল এক নিমেষে। প্রস্তুতির মধ্যেই সোজা হাসপাতালে ছুটতে হল ভারতীয় কিংবদন্তিকে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Virat Kohli, Australia, বিরাট কোহলি, অস্ট্রেলিয়া,

Virat Kohli-Australia: বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটের অন্যতম স্তম্ভ। (ছবি- আইসিসি/টুইটার)

India vs Australia: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকার ট্রফি (বিজিটি) শুরুর আগেই ভারতের কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলির চোট নিয়ে ধোঁয়াশা তৈরি হল। পার্থ টেস্ট দিয়ে শুরু হবে বিজিটি। পার্থ টেস্ট হবে ২২ নভেম্বর। তার আগেই ভারতের কিংবদন্তি ক্রিকেটারকে ছুটতে হল চোট খোঁজার জন্য স্ক্যান করাতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে বিরাট কোহলি ভারতের বড় ভরসা। ৩৬ বছর বয়সি এই ক্রিকেটার দীর্ঘদিন ধরেই ফর্মে নেই। তারপরও ট্রফিতে তাঁর ভূমিকা নিয়ে বিরাট প্রত্যাশা বিশেষজ্ঞদের। কারণ, তিনি অতীতে এই ট্রফি খেলতে গিয়ে নজির গড়েছেন। কিন্তু, সেই প্রত্যাশা ধাক্কা খেল, বিরাট চোটের জন্য স্ক্যান করাতে বাধ্য হওয়ায়। 

Advertisment

নিউজিল্যান্ডের কাছে ঘরের মাটিতে সিরিজে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর অস্ট্রেলিয়ায় পৌঁছেছে টিম ইন্ডিয়া। পার্থ-এর অপটাস স্টেডিয়ামে প্রথম ম্যাচ। সেই কথা মাথায় রেখে সিরিজ শুরুর বেশ কিছুদিন আগেই পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে অস্ট্রেলিয়ায় চলে এসেছেন টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা। তার মধ্যেই বৃহস্পতিবার খবর পাওয়া যায়, বিরাট চোটের জন্য স্ক্যান করাতে বাধ্য হয়েছেন। শুক্রবার পার্থ-এর ডব্লিউএসিএ (WACA)-তে আন্তঃস্কোয়াড ম্যাচ খেলেছেন টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা। সেখানেই স্পষ্ট বোঝা যায় যে বিরাট চোটে ভুগছেন। এমনটাই দাবি সংবাদমাধ্যমের।   

আরও পড়ুন- বিশ্বের অন্য কোনও দেশে নয়, ভারতেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি! পাকিস্তানকে ধাক্কা দিয়ে বড় সিদ্ধান্তের পথে ICC

এই পরিস্থিতিতে চাপ বাড়ছে কোহলির ওপর। কারণ, সম্প্রতি তাঁর কোনও বড় রান নেই। আবার কেএল রাহুলও কনুইয়ে চোটের জন্য মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন। পার্থ-এর প্রথম টেস্ট-এ রোহিত শর্মা অনিশ্চিত। এমনটা আগেই জানা গিয়েছিল। এই পরিস্থিতিতে বলাই যায়, সিরিজের প্রথম টেস্ট ম্যাচে প্রথম একাদশ গড়তে কিছুটা হলেও বেগ পেতে হতে পারে টিম ইন্ডিয়াকে। অস্ট্রেলিয়ার মাটিতে বিরাটের গড় ৫৪.০৮। তিনি প্রথম ম্যাচে না খেললে সমস্যায় পড়তে হতে পারে টিম ইন্ডিয়াকে। ভারত বিজিটিতে যশস্বী জয়সওয়াল, হর্ষিত রানা, নীতীশ রেড্ডির মত কয়েকজন খেলোয়াড়কে স্কোয়াডে রেখেছে। এই সব খেলোয়াড়দের বিজিটিতে আন্তর্জাতিক অভিষেক হবে। 

অস্ট্রেলিয়া সফরে ভারতের টেস্ট স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রিত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ইশ্বরন, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশকুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর।

রিজার্ভ থাকছেন:- 
মুকেশ কুমার, নবদীপ সাইনি, খলিল আহমেদ

Cricket Australia Test cricket Cricket News Virat Kohli Border-Gavaskar Trophy Indian Cricket Team Team India Australia Cricket Team
Advertisment