India travel Champions Trophy 2025: 'হাইব্রিড মডেল'-এ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সম্ভাবনা নাকচ করে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারত প্রস্তাব দিয়েছিল, যাতে কয়েকটি ম্যাচ পাকিস্তানের বাইরে কোনও নিরপেক্ষ দেশে হয়। কিন্তু, পালটা পাকিস্তান জানিয়েছে যে এমনটা সম্ভব নয়। পাশাপাশি, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-র কাছে চিঠি দিয়ে পিসিবি জানতে চেয়েছে, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে কেন পাকিস্তানে সফর করবে না?
চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ আয়োজনের নিরপেক্ষ জায়গা হিসেবে যেসব জায়গার নাম নিয়ে আলোচনা হচ্ছিল, তার মধ্যে ছিল শ্রীলঙ্কা, দুবাই এবং দক্ষিণ আফ্রিকা। সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে অবশ্য দাবি করা হয়েছে যে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ আয়োজনের জায়গা হিসেবে বেছে নেওয়া নিয়ে সম্প্রতি কোনও আলোচনা হয়নি।
তার মধ্যেই এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে বিসিসিআই আলোচনা করছে, পাকিস্তান হাইব্রিড মডেলে রাজি না হলে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে রাজি হতে পারে। ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে পাকিস্তান যদি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম প্রত্যাহার করে তবে আইসিসিকে সম্প্রচারকারীদের বিশাল ক্ষতিপূরণ দিতে হতে পারে। কারণ ভারত-পাকিস্তান ম্যাচ থেকেই আইসিসির সবচেয়ে বেশি আয় হয়।
আরও পড়ুন- শুক্রবার জিতলেই সিরিজ ভারতের! বড় অভিষেকে বিরাট পরিবর্তন টিম ইন্ডিয়া একাদশে, জানুন প্ৰথম ১১
ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, গোটা আলোচনাটি প্রাথমিক পর্যায়ে আছে। এখনও কিছুই চূড়ান্ত হয়নি। এর মধ্যে আবার এমনটাও শোনা যাচ্ছে যে, গোটা সমস্যার নিষ্পত্তিতে আইসিসি আরও সক্রিয়তা দেখাতে পারে। নামপ্রকাশে অনিচ্ছুক আইসিসির এক কর্তাই সংবাদমাধ্যমকে এমনটা জানিয়েছেন। পাকিস্তানে ভারতের খেলতে না যাওয়া নতুন কিছু না। কূটনৈতিক সমস্যার কারণে বহুদিন ধরেই ভারত পাকিস্তান সফর করছে না।
যখন চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি শেয়ার করা হয়েছিল, সেই সময় অবশ্য কেউ আপত্তি তোলেনি। পিসিবির অভিযোগ, সূচি প্রকাশের পর থেকে আইসিসি বোর্ডের ১২টি বৈঠক হয়েছে। কিন্তু, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিসিসিআইয়ের প্রতিনিধি কোনও বৈঠকেই আনুষ্ঠানিক আপত্তি প্রকাশ করেনি। ফলে, তারা ধরে নিয়েছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফির সমস্ত ম্যাচ পাকিস্তানের মাটিতেই হবে।