Advertisment

IND vs AUS Live Streaming: ঘুম থেকে ওঠার আগেই চালু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া মেগা টেস্ট! শুক্রবার কখন, কোন চ্যানেলে চোখ রাখবেন

IND vs AUS Test Series Live Cricket Score Streaming, Telecast Info: পাঁচ টেস্টের হাড্ডাহাড্ডি সিরিজে মুখোমুখি হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া। এই সিরিজের ওপরেই নির্ভর করছে দুই দলের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ভাগ্য।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India vs Australia live streaming

India vs Australia live streaming: বর্ডার গাভাসকার ট্রফি নিয়ে উত্তেজনা শুরু হয়ে গিয়েছে (বিসিসিআই)

India vs Australia, Border Gavaskar trophy 2024-2025 Live Cricket Score Streaming, Telecast Info: শুক্রবার থেকেই শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া ব্লকবাস্টার বর্ডার গাভাসকার ট্রফি। ২০১৪/১৫ সিজনে শেষবার ঘরের মাঠে বর্ডার গাভাসকার ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়া। তারপর টানা দুবার ভারতের কাছে ঘরের মাঠে পর্যুদস্ত হতে হয়েছে প্যাট কামিন্সের দলকে।

Advertisment

ভারত আবার রোহিত শর্মার অনুপস্থিতিতে টানা তৃতীয়বারের মত বিদেশে বর্ডার গাভাসকার ট্রফি জিততে মরিয়া থাকবে। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে হোয়াইটওয়াশের জ্বালা জুড়োনোর আদর্শ মঞ্চ হিসাবে হাজির হেভিওয়েট সিরিজ।

রোহিত শর্মার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরা। ভারতীয় একাদশে বেশ কিছু অদলবদলের সম্ভবনা প্রকট।

Livestreaming details of India vs Australia 1st Border-Gavaskar Trophy Test

কোন স্টেডিয়ামে হবে ভারত অস্ট্রেলিয়া বর্ডার গাভাসকার ট্রফির প্ৰথম টেস্ট?

ভারত বনাম অস্ট্রেলিয়া বর্ডার গাভাসকার ট্রফির প্ৰথম টেস্ট হবে পারথের অপটাস স্টেডিয়ামে।

আরও পড়ুন: ওয়ার্নারের জায়গায় এই তারকা! ভারতের ১১-য় একসঙ্গে জোড়া অভিষেক! দুই দলই নামাচ্ছে সেরার সেরা একাদশ

ভারত অস্ট্রেলিয়া বর্ডার গাভাসকার ট্রফির প্ৰথম টেস্ট কোন সময়ে শুরু হবে?

নভেম্বর ২২, শুক্রবার ভারত অস্ট্রেলিয়া বর্ডার গাভাসকার ট্রফির প্ৰথম টেস্ট শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী ৭.৫০-এ। টস হবে ৭.২০-এ (IST)।

ভারত অস্ট্রেলিয়া বর্ডার গাভাসকার ট্রফির প্ৰথম টেস্ট কোন চ্যানেলে সম্প্রচারিত হবে?

ভারত অস্ট্রেলিয়া বর্ডার গাভাসকার ট্রফির প্ৰথম টেস্ট সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং ডিডি স্পোর্টস চ্যানেল-এ।

Squads

ভারতীয় স্কোয়াড: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, দেবদূত পাডিক্কল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), ধ্রুব জুরেল, নীতীশ রেড্ডি, রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, জসপ্রিত বুমরা  (ক্যাপ্টেন), মহম্মদ সিরাজ, সরফরাজ খান, প্রসিধ কৃষ্ণ, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর, অভিমন্যু ঈশ্বরন।

অস্ট্রেলিয়া স্কোয়াড: উসমান খোয়াজা, নাথান ম্যাকসুইনি, মারনাস লাবুসচেন, স্টিভেন স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স কেরি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (ক্যাপ্টেন), নাথান লিয়ন, জশ হ্যাজলউড, জশ ইংলিশ, স্কট বোল্যান্ড

Cricket Australia Australia Indian Cricket Team Indian Team Australia Cricket Team India Cricket Team Team-India Team India Team India Border-Gavaskar Trophy
Advertisment