India vs Australia: বড় ধাক্কা ভারতের জন্য। শুভমান গিলের পর পার্থ টেস্টের আগে চোট পেলেন টিম ইন্ডিয়ার আরেক সুপারস্টার। মঙ্গলবার, ১৯ নভেম্বর পার্থের ডব্লিউএসিএ-তে নেট অনুশীলনের সময় ওপেনার যশস্বী জয়সওয়াল ঘাড়ে চোট পেলেন। ভারত ইতিমধ্যেই শুভমান গিলের বুড়ো আঙুলের চোট নিয়ে নাজেহাল। আবার অধিনায়ক রোহিত শর্মা ২২ নভেম্বর থেকে শুরু হতে চলা হাই-ভোল্টেজ পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের উদ্বোধনী ম্যাচে থাকছেন না। এই পরিস্থিতিতে ভারতকে অস্ট্রেলিয়ায় ইনজুরির ধাক্কা সামলাতে হচ্ছে।
ভারতীয় দল সূত্রে খবর, ডব্লিউএসিও (WACA)-তে নেট অনুশীলন চলাকালীন ফিল্ডিং করার সময় যশস্বী জয়সওয়াল পিঠে বলের আঘাত পান। তবে, তাতে যশস্বীর কোনও ক্ষতি হয়নি। বাঁহাতি ব্যাটার পার্থের মাঠে তারপরও ব্যাটিং অনুশীলন চালিয়েছেন। ডব্লিউএসিও মাঠে পিঠে বলের আঘাত পাওয়ার পরও ভারতীয় ওপেনার ৩৫ মিনিটেরও বেশি ব্যাটিং করেছেন। যা দেখে টিম ম্যানেজমেন্টের ধারণা, যশস্বী পার্থের অপটাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে নামার আগেই ফিট হয়ে যাবেন।
শুভমান গিল চোট পাওয়ার পর, সিরিজের বাকি ম্যাচগুলো খেলতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে, এটা এখনও পর্যন্ত ঠিক আছে যে যশস্বী জয়সওয়াল ওপেন করবেন। অস্ট্রেলিয়ার মাটিতেই ক্যাঙারুদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের হ্যাটট্রিক করাই এখন টিম ইন্ডিয়ার লক্ষ্য। টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, শুভমান গিল ম্যাচ সিমুলেশনের সময় বুড়ো আঙুলে চোট পেয়েছেন। স্লিপে ফিল্ডিংয়ের সময় গিল চোট পান।
সূত্রের খবর, শুধু পার্থই নয়। অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট খেলা নিয়েও সংশয় রয়েছে গিলের। টিম ইন্ডিয়ার সমস্যা আরও বাড়িয়ে অধিনায়ক রোহিত শর্মাও প্রথম টেস্ট খেলছেন না। ১৫ নভেম্বর তাঁর ছেলে হয়েছে। রোহিত দ্বিতীয়বার বাবা হয়েছেন। এই মুহূর্তে তাঁর পরিবারের পাশে থাকা দরকার। তবে, রোহিত অ্যাডিলেড টেস্ট খেলবেন। ওই টেস্ট ম্যাচ হবে গোলাপি বলে। রোহিতের অনুপস্থিতিতে পার্থ টেস্টে ভারতের অধিনায়কত্ব করবেন জসপ্রীত বুমরা।
আরও পড়ুন- রোহিত কি কোহলির মত নেতা নাকি! বড় মন্তব্য, ভারতীয় শিবিরে অশান্তি লাগানোর ধান্দা ইংল্যান্ড গ্রেটের
অস্ট্রেলিয়ায় আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ভারতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইংল্যান্ডে আগামী বছর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC)-এর ফাইনালে উঠতে গেলে ভারতকে অস্ট্রেলিয়ায় অন্তত চারটি টেস্ট জিততেই হবে। না-হলে, সিরিজ জিতলেও অন্য দেশের খেলার ফলাফলের ওপর ভারতের ফাইনালে ওঠা নির্ভর করবে।