Advertisment

Ind vs Ban 1st Test playing 11 toss updates: টসে জিতে বোলিং বাংলাদেশের, বিরাট চমক দিয়ে চেন্নাই টেস্টে ভারতের একাদশে ঝড়

India vs Bangladesh, playing 11, toss update: ভারতের বিরুদ্ধে টস জিতে চমক দিয়ে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন বাংলাদেশি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশও ভারতের মত তিন পেসার নিয়ে দল সাজিয়েছে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India vs Bangladesh, IND vs BAN, ভারত বনাম বাংলাদেশ

India vs Bangladesh 1st Test: চেন্নাই টেস্টে টসে জিতলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (টুইটার)

India vs Bangladesh 1st Test, playing XI: টসে জিতল বাংলাদেশ। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বোলিং করার সিদ্ধান্ত নিলেন। অর্থাৎ, বাংলাদেশ চতুর্থ ইনিংসে ব্যাট করার চ্যালেঞ্জ নিল চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে।

Advertisment

ভারত প্রথম একাদশ বেশ চমক। তিন প্লাস দুই ফর্মুলায় সাজিয়েছে দল সাজিয়েছে টিম ইন্ডিয়া। ভাবা হয়েছিল দুই পেসারের সঙ্গে থাকছেন তিন স্পিনার থাকবে। তবে চেন্নাইয়ের স্পিন সহায়ক পিচে তিন সিমার খেলাচ্ছে ভারত। বুমরা, সিরাজের সঙ্গেই তৃতীয় পেসার হিসাবে থাকছেন বাংলার আকাশ দীপ। দুই স্পিনার হিসাবে বাছাই অশ্বিন এবং জাদেজা। অর্থাৎ কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল দুই তারকা স্পিনারকেই বাইরে বসতে হচ্ছে।

আরও পড়ুন: শচীনের মতই মুশফিকুর... কিংবদন্তির সঙ্গে অবাক তুলনায় বিতর্কের ঝড় তুললেন বাংলাদেশ কোচ

টসের সময় ক্যাপ্টেন রোহিত শর্মা বলে গেলেন পিচ একটু নরম। এবং দুই দলের কাছেই তা চ্যালেঞ্জের হয়ে উঠবে। আরও বললেন, প্রস্তুতি ভালভাবেই সারা হয়েছে। নিজেদের স্ট্র্যাটেজিকেই তাঁরা ব্যাক করবেন। সামনে টানা ১০ টেস্ট খেলতে হবে। এই টেস্ট ম্যাচের ফলাফলই নির্ধারিত হবে ভারতের আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করতে পারার বিষয়টি। তার আগে রোহিত জানাচ্ছেন, ম্যাচ বাই ম্যাচ ধরে এগোনোর পরিকল্পনা করেছেন তাঁরা।

এদিকে বাংলাদেশ টসে জিতে কেন বোলিং নিল, ব্যাখ্যা দিতে গিয়ে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, পিচের আর্দ্রতার সদ্ব্যবহার করার জন্য শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত। ভারতের মতই তিন সিমারে দল সাজিয়েছে বাংলাদেশ। নাহিদ রানা, তাসকিন আহমেদের সঙ্গেই জুড়ে দেওয়া হচ্ছে হাসান মাহমুদকে। ক্যাপ্টেন শান্ত জানালেন, চেন্নাইয়ে প্ৰথম সেশনে পেসাররা সাহায্য পাবে।

ভারতের প্রথম একাদশ:  রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ

বাংলাদেশ প্রথম একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মোমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা

Bangladesh Cricket Indian Cricket Team Indian Team Bangladesh Cricket Team India Cricket Team Team India
Advertisment