India vs Bangladesh 1st Test, Mushfiqur Rahim, Sachin Tendulkar: মুশফিকুর রহিমকে শচীন তেণ্ডুলকারের সঙ্গে তুলনা করে বিরাট বিতর্কের জন্ম দিলেন বাংলাদেশি কোচ চন্ডিকা হাতুরুসিংহে। ভারত- বাংলাদেশ টেস্ট সিরিজে বাংলাদেশ তাদের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের অভিজ্ঞতা এবং প্রস্তুতির ওপর অনেকটাই নির্ভরশীল। মুশফিকুর, একজন ভালো স্পিন খেলোয়াড় হিসেবে পরিচিত। ১৯ সেপ্টেম্বর, চেন্নাইয়ে সিরিজের উদ্বোধনী ম্যাচ। কিন্তু, তার আগে, বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাতুরুসিংহে মুশফিকুরের প্রশংসা করতে গিয়ে তাঁকে ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন তেণ্ডুলকারের সঙ্গে তুলনা করে বসেন। যাতে শুরু হয়েছে বিতর্ক।
বাংলাদেশ আপাতত ভারতের বিরুদ্ধে তাদের গুরুত্বপূর্ণ দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে। বৃহস্পতিবার থেকে সিরিজের প্রথম ম্যাচ শুরু। দর্শকরা রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার স্পিন জুটিকে বাংলাদেশ কীভাবে মোকাবিলা করবে, সেদিকে এখন তাকিয়ে। কারণ, হোম টার্ফে এই দুই ভারতীয় স্পিনার রীতিমতো ভয়ংকর।
এই পরিস্থিতিতেই বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের অভিজ্ঞতা এবং প্রস্তুতি সম্পর্কে বলতে গিয়ে চন্ডিকা হাতুরুসিংহে মুশফিকের ব্যাপক প্রশংসা করেছেন। তিনি তাঁকে শচীনের সঙ্গে তুলনা টেনে বলেন, 'ফ্লাইটে ভারতে যাওয়ার পথে মুশফিক আমার কাছে তাঁর রেকর্ডের কথা বলেছে। ও আমাকে বলেছে কোচ, আমার রানের গড় ৫৫, এটা আপনি ভুলে যান। ও সত্যিই একজন অসাধারণ খেলোয়াড়। দীর্ঘ সময় ধরে ও নিজেকে প্রস্তুত করেছে। আমি কাউকে এতটা ভালোভাবে প্রস্তুতি নিতে দেখিনি। আমি যাঁকে এত ভালভাবে প্রস্তুতি নিতে দেখেছি তিনি সম্ভবত শচীন তেণ্ডুলকার। তাঁকে নিয়ে যতগুলো রিপোর্ট পড়েছি, মুশফিক যেন ওঁরই কাছাকাছি। ক্রিকেটের ক্ষেত্রে ও অত্যন্ত পেশাদার।'
আরও পড়ুন- বল হাতে একাই ৫ উইকেট! সৌরভের আগুন বোলিংয়ে বিদেশে কেঁদে ফেলেছিল পাকিস্তান
মুশফিকুর চেন্নাইয়ে তাঁর খেলার জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছেন। বিশেষ করে অফ-স্পিন এবং বাঁ-হাতি স্পিনারদের বিরুদ্ধে তাঁর সুইপ এবং শট কীভাবে খেলতে হবে, সেদিকে মনোনিবেশ করছেন। তিনি জানেন যে, অশ্বিন ও জাদেজাকেই বাংলাদেশের বিরুদ্ধে স্পিন-সহায়ক উপমহাদেশের পিচে ভারত এগিয়ে দেবে। সেই কথা মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছেন বাংলাদেশের এই ব্যাটার। সেই কারণে সিরিজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে, বাংলাদেশ অনেকাংশেই মুশফিকের ওপর নির্ভর করবে। বিশেষ করে ভারতের স্পিন আক্রমণ সামলানোর ক্ষেত্রে মুশফিকই হবে বাংলাদেশের বাজি।