Hardik Pandya no look shot during IND vs BAN 1st t20: টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া রবিবার গোয়ালিয়রে প্রথম টি২০ ম্যাচে বাংলাদেশকে তাঁর দুর্দান্ত ফর্মের কিছু ভেলকি দেখালেন। বল হাতে অবশ্য তেমন দাগ তিনি কাটতে পারেননি। বছর ৩০ এর পান্ডিয়া চার ওভারে ২৬ রান দিয়ে এক উইকেট নিয়েছেন। কিন্তু, অসাধারণ পারফরম্যান্সের সেই অভাব পান্ডিয়া পূরণ করলেন ব্যাটে। যা দর্শকদের মন ছুঁয়ে গেল। আর, তার দৌলতে সাত উইকেট ৪৯ বল বাকি থাকতেই ভারত জয় নিশ্চিত করল।
ম্যাচের ১২তম ওভারে পান্ডিয়া টানা তিনবার বলকে বাউন্ডারির ওপারে পাঠান। যা তাঁর ম্যাচ ফিনিশিং দক্ষতাকে এক অন্যমাত্রায় তুলে ধরল। তাসকিন আহমেদের বলে একটা অচেনা শট দিয়ে তিনি তাঁর এই দুর্দান্ত ফিনিশিং শুরু করেন। যা উইকেটরক্ষকের মাথার ওপর দিয়ে উড়ে যায়। এরপরে একটা জোরে পুল-শট মারেন। যা পয়েন্টের দিকে বাউন্ডারি টপকায়। টি২০ বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মিড-উইকেটের ওপর দিয়েও জোরে একটা পুল-শট মারেন। যা ওভার বাউন্ডারি তো বটেই, ভারতের জয় নিশ্চিত করে। এই ম্যাচে জয়ের ফলে টিম ইন্ডিয়া তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।
Hardik Pandya seals victory in style! 🔥#INDvBAN #IDFCFirstBankT20ITrophy #JioCinemaSports pic.twitter.com/YANovCd1in
— JioCinema (@JioCinema) October 6, 2024
গোয়ালিয়রে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের জয়ের মধ্যে অনেক কিছু উঠে এল। যেমন, বরুণ চক্রবর্তী কেরিয়ার-সেরা পারফরম্যান্স দেখালেন। গতিদানব মায়াঙ্ক যাদবের দুর্দান্ত অভিষেক, সঞ্জু স্যামসনের অসাধারণ পারফরম্যান্স। আর, তার সঙ্গে জুড়ল হার্দিক পান্ডিয়ার জমকালো ইনিংস। যার মাধ্যমে দ্য মেন ইন ব্লু বুঝিয়ে দিল, তারা এখন বিশ্ব ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী দলগুলোর একটি। ভারতের এই দুর্দান্ত পারফরম্যান্সের সঙ্গে যথারীতি টেস্ট ক্রিকেটের মতই তাল মেলাতে ব্যর্থ হল বাংলাদেশ।
আরও পড়ুন- মায়াঙ্কের গতিতে গেঁথে রক্তাক্ত বাংলাদেশ, অভিষেকেই শুরুতেই বিশ্বরেকর্ড যাদব এক্সপ্রেসের
৯ অক্টোবর, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টি২০। জয়ের আনন্দ সরিয়ে সোমবার থেকেই তার প্রস্তুতি নিতে শুরু করবে টিম ইন্ডিয়া। ১২ অক্টোবর হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনাল। টেস্ট-এর মত টি২০ সিরিজও টিম ইন্ডিয়া বিনা পরাজয়ে পকেটে পুরতে পারে কি না, সেটাই এখন দেখার জন্য মুখিয়ে দর্শকরা।