Advertisment

Mayank Yadav debut: মায়াঙ্কের গতিতে গেঁথে রক্তাক্ত বাংলাদেশ, অভিষেকেই শুরুতেই বিশ্বরেকর্ড যাদব এক্সপ্রেসের

Mayank Yadav maiden over record on debut: মায়াঙ্ক যাদব এবং নীতিশ রেড্ডিকে ম্যাচ শুরুর আগেই অভিষেক টুপি দিয়ে দিয়েছিলেন প্রাক্তন তারকা মুরলি কার্তিক।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Mayank Yadav, Record, মায়াঙ্ক যাদব, রেকর্ড,

Mayank Yadav-Record: বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচেই আন্তর্জাতিক টি২০ টুর্নামেন্টে মায়াঙ্ক যাদবের অভিষেক হল। (ছবি- টুইটার)

Mayank Yadav maiden over record on debut: টি২০ আন্তর্জাতিকে অভিষেক ম্যাচে প্রত্যাশা অনুযায়ীই রবিবার বাংলাদেশের বিরুদ্ধে বল করলেন গতিদানব মায়াঙ্ক যাদব। অভিষেক ম্যাচেই ২২ বছর বয়সি এই পেসার ভারতীয় ক্রিকেটের নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকারের ১৮ বছর পুরোনো এক রেকর্ড ভাঙলেন। রবিবার গোয়ালিয়রে বাংলাদেশের বিরুদ্ধে তিনি প্রথম ওভারেই মেডেন নিলেন। ১৮ বছর আগে এই রেকর্ডই গড়েছিলেন আগরকার।  

Advertisment

মায়াঙ্ক এমনিতে ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করেন। তবে, প্রথম দিন বাংলাদেশের বিরুদ্ধে গতি কমিয়েছেন। ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বল করলেন। তাতেই নাজেহাল অবস্থা হল বাংলাদেশের ব্যাটারদের। অভিজ্ঞ মাহমুদউল্লাহও মায়াঙ্কের ভয়াবহ বোলিংয়ের সামনে টিকতে পারলেন না। লেগ সাইডের দিকে সরে এসে মায়াঙ্ককে ওভার বাউন্ডারি মারার চেষ্টা করেছিলেন মাহমুদ। কিন্তু, সেটা ক্যাচ হয়ে সোজা গিয়ে জমা হল বাউন্ডারি লাইনের কাছে দাঁড়ানো ওয়াশিংটন সুন্দরের হাতে।  

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই তিনি যা প্রতিভার ঝলক দেখালেন, তা বজায় থাকলে ভবিষ্যতে মায়াঙ্কের গতি এবং লেংথ সেরা ব্যাটারদেরও সমস্যা তৈরি করবে। এমনটাই অন এয়ারে জানালেন ধারাভাষ্যকাররাও। মায়াঙ্ক-সহ ভারতের অন্যান্যদের বোলিং ফ্রন্টে এই আধিপত্য রবিবারের ম্যাচে বাংলাদেশের মোট রানের পরিমাণ কমিয়ে দিল। শেষ পর্যন্ত ১০ উইকেটে ১২৭ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। 

ঘরোয়া ক্রিকেটে মায়াঙ্ক ইতিমধ্যেই প্রতিপক্ষের ব্যাটারদের কাছে আতঙ্ক হয়ে উঠেছেন। আইপিএলে তিনি এখনই এক বড় নাম। ভারতের মরা পিচেই যদি তাঁর বলের এই নমুনা থাকে, তবে বিদেশের পেস সহায়ক পিচে তিনি যে ব্যাটারদের চোখে সর্ষের ফুল দেখাবেন, তা বলার অপেক্ষা রাখে না। 

আরও পড়ুন- টি২০তে হাডুডু বাংলাদেশের! গোয়ালিয়রে টাইগারদের ছেলেখেলা করে হারালেন বরুণ-হার্দিকরা

বাংলাদেশ ইতিমধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতের কাছে গোহারান হেরেছে। টি২০ সিরিজে রবিবার দেখাল, সংক্ষিপ্ততম ক্রিকেট ফরম্যাটে বাংলাদেশ ভারতের থেকে আরও পিছিয়ে। মাত্র ১১.৫ ওভারেই টিম ইন্ডিয়া রবিবার তার লক্ষ্যরান পূরণ করে ফেলল। তার মধ্যেই অবশ্য বাংলাদেশের মেহেদি মিরাজ ৩২ বলে ৩৫ রান এবং নাজমুল হোসেন শান্ত ২৫ বলে ২৭ রান করে দলের মর্যাদা রক্ষার চেষ্টা করেছেন।

Bangladesh Cricket T20 Indian Cricket Team Indian Team Bangladesh Cricket Team India Cricket Team Team-India Mayank Yadav
Advertisment