Advertisment

IND vs BAN, 1st T20I: টি২০তে হাডুডু বাংলাদেশের! গোয়ালিয়রে টাইগারদের ছেলেখেলা করে হারালেন বরুণ-হার্দিকরা

India vs Bangladesh, 1st T20I 2024: বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং দুজনেই তিনটে করে উইকেট দখল করে যান। ব্যাট হাতে ভারতীয়দের তান্ডব এল দ্বিতীয় ইনিংসে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India vs Bangladesh, IND vs BAN, ভারত বনাম বাংলাদেশ

IND vs BAN 1st two: সহজেই প্ৰথম ম্যাচ জিতল টিম ইন্ডিয়া (বিসিসিআই)

বাংলাদেশ: ১২৭/১০

Advertisment

ভারত: ১৩১/৩ 

India vs Bangladesh, 1st T20I 2024, Match Report: তৃতীয় সারির দল নামিয়েছিল ভারত। গোয়ালিয়রে জোড়া অভিষেক ঘটানো হয় টিম ইন্ডিয়ার তরফে। আর আন্তর্জাতিক ক্রিকেটে অনভিজ্ঞতায় বোঝাই দলের কাছেই দুরমুশ হল বাংলাদেশ।

টেস্ট সিরিজে পাড়ার দল বানিয়ে বাংলাদেশকে কচুকাটা করেছিলেন রোহিতরা। আর টি২০-তে প্ৰথম ম্যাচেই অনভিজ্ঞ আগুনে ভারতীয় দলের কাছে স্রেফ ঝলসে গেল বাংলাদেশ। টসে হেরে প্ৰথমে ব্যাট করতে বাধ্য হয়েছিল বাংলাদেশ। পুরো ২০ ওভার-ও ব্যাট করতে পারেনি টাইগাররা।

১২৭ রানে অলআউট হয়ে যাওয়ার পর ভারত সেই টার্গেট চেজ করল মাত্র ১১.৫ ওভারে। হাতে ৪৯ বল এবং ৭ উইকেট নিয়ে। পাওয়ার প্লের মধ্যেই তাসকিন-শরিফুলদের তছনছ করে টিম ইন্ডিয়া ৭১ তুলে ফেলেছিল। অভিষেক শর্মা সাইক্লোন মেজাজে শুরু করেছিলেন তাসকিনকে চার-ছক্কা হাঁকিয়ে। রান আউট না হলে আরও দুঃখ ছিল বাংলাদেশের কপালে।

 

সূর্যকুমার যাদব (১৪ বলে ২৯), সঞ্জু স্যামসন (১৯ বলে ২৯) তুচ্ছ তাচ্ছিল্য ভরা ব্যাটিং মেজাজে বাংলাদেশকে তুলোধোনা করে যান। চরম আগ্রাসী ক্রিকেটে ভারত ৮০ রানে ৩ উইকেট হারালেও হার্দিক পান্ডিয়া (১৬ বলে ৩৯) এবং নীতিশ রেড্ডি হাসতে হাসতে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। সূর্যকুমার-সঞ্জু-অভিষেক আউট হয়ে যাওয়ার পরও বাংলাদেশের বোলারদের স্বস্তি দেননি হার্দিক। পাঁচটা বাউন্ডারি, জোড়া ছক্কায় ম্যাচ ছেলেখেলার পর্যায়ে নামিয়ে আনেন হার্দিক।

আরও পড়ুন: সবাই তো বলেছিল রোহিতের সামনে পারব না! 'কোহলি বিদ্বেষী' সাকিবের মুখে ফের বিতর্কের বিস্ফোরণ

ভারতের বিরুদ্ধে প্ৰথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই সমস্যায় পড়ে গিয়েছিল অর্শদীপের সামনে পাওয়ার প্লেতে। টেস্টে বাংলাদেশের সামনে ত্রাস হিসাবে আবির্ভাব হয়েছিলেন আকাশ দীপ। আর টি২০-র শুরুর ম্যাচেই শান্তর দলকে অশান্ত করলেন অর্শদীপ। নিজের প্ৰথম দু-ওভারে অর্শদীপ লিটন এবং ঈমনকে তুলে নেওয়ার পর মাঝের ওভারে বাংলাদেশ ভড়কে যায় বরুণ চক্রবর্তীর স্পিনে।

দীর্ঘ তিন বছর পর জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তন ঘটেছিল তামিল স্পিনারের। আর তিনিই ঘূর্ণির জাল নিয়ে গোয়ালিয়রের পিচে স্পিনের প্রশ্নমালা নিয়ে হাজির হলেন। পাওয়ার প্লে শেষ হওয়ার ঠিক আগেই বরুণকে আক্রমণে এনেছিলেন ক্যাপ্টেন সূর্যকুমার।

তাওহীদ হৃদয়ের ক্যাচ স্কোয়ার লেগে মিস না করলে প্ৰথম ওভারেই উইকেটের দেখা পেতে পারতেন তিনি। যাইহোক, প্ৰথম ওভারে ১৫ রান খরচ করার পর দ্বিতীয় ওভারেই বরুণ দারুণভাবে ফিরে আসেন সেই হৃদয়কেই আউট করে। নিজের তিন নম্বর ওভারে কেকেআর স্পিনার দুরন্ত ঘূর্ণিতে ফেরান জাকের আলিকে।

নিজের শেষ ওভারে বরুণের শিকার রিশাদ হোসেন। এর মধ্যেই অভিষেক ঘটানো মায়াঙ্ক যাদব নজর কেড়ে গেলেন। টি২০ আন্তর্জাতিকের অভিষেকই হল মেডেন ওভারের মাধ্যমে। একের পর এক বল গতিতে পরাস্ত করলেন বাংলাদেশি ব্যাটারদের। তাঁকে তুলে হাঁকাতে গিয়েই মিড অনে ক্যাচ তুলে বিদায় নেন মাহমুদুল্লাহ রিয়াদ। তাঁর বিরুদ্ধে অতি সতর্ক হয়ে ব্যাটিং করায় ১-এর বেশি উইকেট পাননি তিনি। ৪ ওভারে ২১ রানের বিনিময়ে তাঁর নামের পাশে শেষমেশ ১ উইকেট।

পাওয়ার প্লেতে জোড়া উইকেট নেওয়ার পর বাংলাদেশি ইনিংসের খতমও হয় অর্শদীপ সিংয়ের বলে। ২০তম ওভারের পঞ্চম বলে মুস্তাফিজুর রহমানকে বোল্ড করে ম্যাচে নিজের তৃতীয় শিকার করে যান। মেহেদি মিরাজ (৩২ বলে ৩৫) এবং ক্যাপ্টেন নাজমুল শান্ত (২৫ বলে ২৭) বাদে কেউই ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেননি।ল

Bangladesh Cricket Indian Cricket Team Indian Team Bangladesh Cricket Team India Cricket Team Team-India Team India
Advertisment