Advertisment

Shivam Dube ruled out: বাংলাদেশের বিপক্ষে টি২০'র আগেই দুঃসংবাদ! নেই সেরার সেরা অলরাউন্ডার, শক্তি হারিয়ে দুর্বল টিম ইন্ডিয়া

IND vs BAN 1st t20: রবিবার সন্ধ্যা ৭ টায় গোয়ালিয়রে বাংলাদেশের বিপক্ষে প্ৰথম টি২০-তে খেলতে নামছে টিম ইন্ডিয়া। ছিটকে গেলেন শিভম দুবে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
IND vs BAN 3rd T20 Highlights: জিতল ভারত, চোখ ধাঁধালেন চাহার!

IND vs BAN: রবিবার শুরু হচ্ছে প্ৰথম টি২০ (টুইটার)

Tilak Varma replaces injured Shivam Dube in Team India t20 squad against Bangladesh:  ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজে খেলতে নামার ঠিক কয়েক ঘন্টা আগেই দুঃসংবাদ। গোয়ালিয়রে প্ৰথম টি২০ ম্যাচে খেলতে নামার আগে জানা গেল, শিভম দুবে গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন।

Advertisment

বিসিসিআইয়ের প্রেস বিবৃতিতে বলা হয়েছে, "পিঠে চোটের কারণে ভারত-বাংলাদেশ তিন ম্যাচের টি২০ সিরিজ থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার শিভম দুবে।" সেই বিবৃতিতে আরও বলা হয়েছে, জাতীয় দলের সঙ্গে রবিবার সকালেই যোগ দেবেন তিলক ভার্মা।

দক্ষিণ আফ্রিকাকে চরম রুদ্ধশ্বাস ফাইনালে হারিয়ে যে ভারতীয় দল টি২০ বিশ্বকাপ জিতেছে সেই স্কোয়াডের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শিভম দুবে। তাঁকে ছাড়াই এবার টিম কম্বিনেশন সাজাতে হবে ভারতকে।

আরও পড়ুন: বাংলাদেশের হাওয়া ফেলতে সেরার সেরা ১১ নামাচ্ছে ভারত! মাঠে নামার আগেই কাঁপুনি শুরু টাইগারদের

তিলক ভার্মা শেষবার টি২০ স্কোয়াডে ছিলেন বছরের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে। বিশ্বকাপের আগে একমাত্র আন্তর্জাতিক টি২০ সিরিজ হিসাবে আফগানদের বিপক্ষে খেলতে নেমেছিল ভারত। সেই স্কোয়াডে তিলক ছিলেন ভারতীয় স্কোয়াডে। যদিও বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিতে পারেননি তিনি।

১৬টি টি২০ ম্যাচে ভারতের হয়ে এখনও পর্যন্ত তিলক দুটো হাফসেঞ্চুরি সমেত করেছেন ৩৩৬ রান। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে প্ৰথমবার জাতীয় দলের হয়ে আত্মপ্রকাশ হয় তিলকের। হাংঝৌ এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতীয় দলের স্কোয়াডে ছিলেন তিনি। সোনা জেতার পথে একটি ফিফটিও করেন তিনি।

ভারতের সংশোধিত স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিংহ, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, তিলক ভার্মা, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, আরশদীপ সিংহ, হর্ষিত রানা এবং মায়াঙ্ক যাদব।

READ THE FULL ARTICLE IN ENGLISH

Indian Cricket Team Indian Team India Cricket Team Shivam Dube Team India
Advertisment