Advertisment

Varun Chakravarthy: বাংলাদেশকে হারানো বরুণের বোলিংয়ে অখুশি কোচ গম্ভীর! ম্যাচ শেষ হতেই বিস্ফোরক চিত্র প্রকাশ্যে

Varun Chakravarthy against Bangladesh: প্ৰথম ওভারে বরুণ ৩ উইকেট নিলেও পরে দারুণভাবে ফিরে আসেন। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ওভারে একটি করে উইকেট নেন কেকেআর স্পিনার।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Varun Chakravarthy, Bangladesh, বরুণ চক্রবর্তী, বাংলাদেশ,

Varun Chakravarthy-Bangladesh: বরুণ চক্রবর্তীর সঙ্গে কথা বলছেন গৌতম গম্ভীর। (ছবি- টুইটার)

Varun Chakravarthy performance during IND vs BAN 1st t20: ভারত-বাংলাদেশ প্রথম টি২০ ম্যাচের পর বরুণ চক্রবর্তীর সঙ্গে কোচ গৌতম গম্ভীরের অ্যানিমেটেড চ্যাট নতুন জল্পনার জন্ম দিল। ১৪ ইনিংসে ২১ উইকেট নিয়ে আইপিএল ২০২৪ চ্যাম্পিয়ন কেকেআর-এর অংশ ছিলেন বরুণ। পেয়েছিলেন সবচেয়ে বেশি উইকেট। তিন বছর পর সেই বরুণ জাতীয় দলে ফেরায়, স্বভাবতই তাঁকে নিয়ে ছিল বিরাট জল্পনা। দিনের শেষে তিন উইকেট নিয়ে বরুণ বুঝিয়ে দিলেন, নির্বাচকরা যোগ্য ব্যক্তিকেই বেছে নিয়েছেন। কিন্তু, ম্যাচ শেষে গম্ভীরের সঙ্গে তাঁর কথাবার্তার যে অ্যানিমেটেড চ্যাট রবি শাস্ত্রী বোঝানোর চেষ্টা করলেন, তা জন্ম দিল নতুন জল্পনার। 

Advertisment

বরুণ জাতীয় দলে ১০৬৬ দিন পরে ফিরলেন। ২০২১ টি২০ বিশ্বকাপে তিনি শেষবার খেলেছিলেন। রবিবার গোয়ালিয়রে তিন ম্যাচের সিরিজের প্রথম টি২০ ম্যাচে তিনি মেন-ইন-ব্লু তে ফিরলেন। এই ম্যাচে ভারত সাত উইকেটে জিতেছে। স্পিনার বরুণ ৩১ রানে তিন উইকেট নিয়েছেন। যা তাঁর কেরিয়ারের সেরা পারফরম্যান্স। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পঞ্চম ওভারে বল করতে আসেন বরুণ। দ্বিতীয় বলে, তিনি তৌহিদ হৃদয়কে আউটের পরিস্থিতি তৈরি করেন। ডিপ স্কোয়ার লেগে নীতীশ রেড্ডির দিকে গুগলি দেন। কিন্তু, বলটি বাউন্ডারির ​দিকে চলে যায়। বরুণ প্রথম ওভারে ১৫ রান দেন। এরপর দ্বিতীয় ওভারে তিনি হৃদয়কে আউট করেন। তৃতীয় ওভারে আউট করেন জাকের আলিকে। এইসব আউট করার মাধ্যমে আন্তর্জাতিক ফরম্যাটে বরুণ তাঁর সেরা পারফরম্যান্স উপহার দিলেন।

ম্যাচের পরে, ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরকে বরুণের সঙ্গে টানা চ্যাট করতে দেখা গেছে। ভারতের জয়ের পরে প্রথা মেনে তাঁর সঙ্গে হ্যান্ডশেকের পরে, বরুণের সঙ্গে এই চ্যাট করেন গম্ভীর। আইপিএল জয়ী কেকেআরে গম্ভীর আর বরুণ একসঙ্গে কাজ করেছেন। আইপিএল ২০২৪-এ গম্ভীর কেকেআরের পরামর্শদাতা ছিলেন। তাঁদের রবিবারের চ্যাটে বোলিং কোচ মর্নি মরকেলও যোগ দিয়েছিলেন। ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী অন-এয়ারে সেই কথাবার্তা অনুমান করার চেষ্টা করেন।

ধারাভাষ্যকার শাস্ত্রী ব্যাপারটা বোঝার চেষ্টা চালান। তিনি বলেন, 'আপনারা বরুণ চক্রবর্তীকে গৌতম গম্ভীরের সঙ্গে চ্যাট করতে দেখতে পাচ্ছেন। বরুণ তিন উইকেট নিয়েছে। কেকেআর-এও গৌতমের সঙ্গে বরুণ কাজ করেছে। গৌতম সম্ভবত বরুণকে বলের গতি নিয়ে কিছু বলছে। বোলিং কোচ মর্নি মরকেলও আছেন। তিনি সম্ভবত বরুণের বোলিংয়ের স্টাইল কিছুটা বদলানোর চেষ্টা করবেন।'

এই ম্যাচে যেন বরুণের পুনর্জন্ম হল। কেকেআরের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর অগাস্টে তিনি অশ্বিনের নেতৃত্বে দিন্দিগুল ড্রাগনসের হয়ে খেলেন। দিন্দিগুল ড্রাগনস তামিলনাড়ু প্রিমিয়ার লিগ জিতেছে। সেখানে বরুণ ১২ উইকেট নিয়েছেন। যা তাঁর দলে যৌথভাবে সর্বোচ্চ। আর, এই সব পারফরম্যান্সই বরুণকে ভারতীয় দলে ফিরতে সাহায্য করল।  

আরও পড়ুন- বলের দিকে না তাকিয়েই অবিশ্বাস্য শট, হার্দিকের একটা শটেই ঝাঁঝরা বাংলাদেশ, দেখুন ভিডিও

ভারতের জয়ের পর প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মুরলি কার্তিককে বরুণ বলেন, 'দীর্ঘ তিন বছর পর ভারতীয় দলে ফিরলাম। এটা একটা বিরাট আবেগের ব্যাপার। মনে হল যেন পুনর্জন্ম হল। অনেকগুলো চ্যালেঞ্জ ছিল। একবার কেউ ভারতীয় দল থেকে বাদ পড়লে, ঢোকাটা কঠিন হয়ে যায়। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে ভালো পারফরম্যান্স করতে হয়। বারবার চেষ্টা চালাতে হয়। সেটাই করেছি। এবার সুযোগ পেয়েছি। আশা করি, আরও ভালো খেলতে পারব।'

Bangladesh Gautam Gambhir T20 Varun Chakaravarthy
Advertisment