Advertisment

Suryakumar Yadav: IPL-এর আগেই মুম্বইয়ে নেতৃত্ব ছাঁটাইয়ে হার্দিক! বিস্ফোরক ইঙ্গিতে চরম বয়ান টিম ইন্ডিয়া ক্যাপ্টেনের

IND vs BAN 1st t20I: রোহিতকে নেতৃত্ব থেকে ছেঁটে ফেলার পর মোটেই ভালো ফল করতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলে গত সিজনে শোচনীয় হাল হয়েছে হার্দিকের অধিনায়কত্বে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Hardik Pandya, Rohit Sharma, GT vs MI, Mumbai Indians

Mumbai Indians captaincy: হার্দিক নেতা হওয়ার পরই টালমাটাল মুম্বই ইন্ডিয়ান্স-এর দশা (টুইটার)

IND vs BAN 1st t20I, Suryakumar Yadav on Mumbai Indians captaincy change: বাংলাদেশের বিরুদ্ধে প্ৰথম টি২০ ম্যাচে নামার আগেই আইপিএল নেতৃত্ব নিয়ে জল্পনার আগুন দাউদাউ করে জ্বালিয়ে দিলেন স্বয়ং সূর্যকুমার যাদব।

Advertisment

হার্দিক পান্ডিয়াকে সরিয়ে যিনি বর্তমানে ভারতের টি২০ দলের নেতা। আইপিএল ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন ভেসে আসতেই সাংবাদিকদের সূর্যকুমার যাদব বলে দিলেন, "আপনি তো গুগলি ফেলে দিলেন। দেখা যাক আগে কী হয়! পরে তো আপনাদের কাছে খবর চলেই আসবে। তোমরা সকলেই জানতে পেরে যাবে।"

৩৪ বছরের সূর্যকুমারের টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হিসাবে এটা চতুর্থ সিরিজ। ম্যাচের একদিন আগে বলে দিয়েছেন, "নতুন ভূমিকা বেশ উপভোগ করছি। রোহিত ভাইয়ের অধীনে যখন মুম্বই ইন্ডিয়ান্সে খেলতাম সেই সময় নিজের মতামত জানাতাম। শ্রীলঙ্কার বিরুদ্ধে এর আগে টি২০ সিরিজে নেতৃত্ব দিয়েছি। অতীতে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছি। অন্য অধিনায়কদের অধীনে খেলার সময় শিখেছি কীভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে হয়।"

আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে টি২০'র আগেই দুঃসংবাদ! নেই সেরার সেরা অলরাউন্ডার, শক্তি হারিয়ে দুর্বল টিম ইন্ডিয়া

গত আইপিএল সিজনের শুরুতেই রোহিত শর্মাকে নেতৃত্বের দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে হার্দিককে নিয়ে আসে মুম্বই টিম ম্যানেজমেন্ট। গুজরাট টাইটান্স থেকে রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে দলের পুরোনো সৈনিককে নেতা করতেই মুম্বই বিতর্কের সূত্রপাত ঘটিয়ে যায়।

পরবর্তীতে হার্দিকের নেতৃত্বে শোচনীয় ফলাফল করে মুম্বই। টুর্নামেন্টের প্ৰথম দল হিসেবে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া নিশ্চিত করেছিল হেভিওয়েট দল। তারপরেই আগামী সিজনের শুরুতে আরও একবার মুম্বইয়ের নেতৃত্ব বদল এবং রোহিতের সম্ভাব্য দলবদল নিয়ে জল্পনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এর মধ্যেই সূর্যকুমারের ইঙ্গিত জল্পনা আরও বাড়িয়ে দিল বলেই মনে করছে ক্রিকেট মহল।

এদিকে, রবিবার বাংলাদেশের বিপক্ষে প্ৰথম টি২০-তেই অভিষেক ঘটতে পারে স্পিডস্টার মায়াঙ্ক যাদবের। ফিটনেস নিয়ে ক্যাপ্টেন সূর্যকুমার বলে দিয়েছেন, "মায়াঙ্কের মধ্যে একটা এক্স ফ্যাক্টর রয়েছে। ওঁর বলে অতিরিক্ত গতি রয়েছে। ওঁকে নেটে এখনও খেলিনি। তবে ও ভীষণই স্পেশ্যাল। মায়াঙ্কের মত তরুণ প্রতিভাদের কাছে এই সিরিজ বড় সুযোগ হিসাবে হাজির হয়েছে। ওঁর মত প্ৰতিভাদের এখন থেকেই পরিচর্যা করা প্রয়োজন। মায়াঙ্ক এখন পুরোপুরি ফিট এবং খেলার জন্য প্রস্তুত।"

সঞ্জু স্যামসন যে অভিষেক শর্মার সঙ্গে বাংলাদেশের বিপক্ষে ওপেন করবেন, সেই বিষয়টিও স্পষ্ট করেছেন স্কাই। বলে দিয়েছেন, "ও তিনটে ম্যাচেই ওপেন করবে। সিরিজে ওঁকে ওপেনার হিসাবে খেলানো হবে।"

গোয়ালিয়রের মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামের নতুন পিচ ব্যাটিং সহায়ক হবে, এমনটাই বলছেন টিম ইন্ডিয়ার দলনেতা। "এখনও পর্যন্ত উইকেট দেখে ভালোই মনে হচ্ছে। আমরা অনুশীলনের জন্য বরাদ্দ পিচে প্র্যাকটিস করেছি। সব পিচই ব্যাটিং স্বর্গ মনে হয়েছে। মনে হয় না, মূল পিচ বাকি পিচ গুলোর থেকে আলাদা হবে। প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হবে, এমনই পিচ আশা করছি।"

READ THE FULL ARTICLE IN ENGLISH

Suryakumar Yadav Suryakumar Yadav
Advertisment