/indian-express-bangla/media/media_files/HkJWj7Q8PG9iLCwxOc4T.jpg)
Jasprit Bumrah-Bangladesh: বাংলাদেশের ব্যাটাররা ভারতীয় বোলারদের সামনে কার্যত আত্মসমর্পণ করেছেন। (ছবি- টুইটার)
Jasprit Bumrah in IND vs BAN: চেন্নাইয়ের প্রথম টেস্ট ফের একবার ভারতীয় কিংবদন্তি বোলার জসপ্রিত বুমরাহর জাত চেনাল। টাইগারদের তারকা ব্যাটার শাদমান ইসলামকে রীতিমতো পরিকল্পনা ছকে আউট করলেন ভারতীয় বোলার। যা নিয়ে আলোচনায় ডুব দিয়েছে নেট দুনিয়া। আর, আলোচনা হওয়ারই মত। কারণ, বুমরাহর বলটা বুঝতেই পারেননি শাদমান। জাজমেন্ট দিতে গিয়ে উইকেট খুইয়েছেন।
চেন্নাইয়ে প্রথম টেস্টের ২য় দিনে বুমরাহর এই অনবদ্য ডেলিভারি ভারতীয় বোলিংকে প্রথম ইনিংসে সাফল্য এনে দেয়। ওপেনার শাদমান ইসলামকে মাত্র ২ রানে ফিরিয়ে টাইগারদের ওপর বড় আঘাত হানেন ভারতীয় বোলার। শাদমান ভেবেছিলেন বলটা বেরিয়ে যাবে। কিন্তু, সেটা সুইং করে ঢুকে স্ট্যাম্প উড়িয়ে দেয়। এই বলটাই ছিল বুমরাহর প্রথম ওভারের শেষ ডেলিভারি। যা শাদমন ছেড়ে দেওয়ার পর গিয়ে অফস্ট্যাম্পে লাগে।
বুমরাহ ওভারের এই শেষ ডেলিভারির জন্য নিজের বল করার কোণ বদলে নিয়েছিলেন। তার আগের ৫টি বল তিনি স্ট্যাম্পের অন্য দিক থেকে করেছিলেন। শেষ বলটা ওইরকমই হবে, ভেবে জাজমেন্ট দিতে গিয়েছিলেন শাদমান। কিন্তু, সেই বলেরই বিষাক্ত ছোবলে তিনি উইকেট হারান। যা গড়ে দিল ইতিহাস।
Boom Boom Bumrah 🎇
— BCCI (@BCCI) September 20, 2024
Cleans up Shadman Islam with a peach of a delivery.
Live - https://t.co/jV4wK7BgV2… #INDvBAN@IDFCFIRSTBank | @Jaspritbumrah93pic.twitter.com/RYi9AX30eA
What a peach by Jasprit Bumrah to remove Shadman Islam 🥶
— Farid Khan (@_FaridKhan) September 20, 2024
This is how you set up a batter in the first over of the innings 🇮🇳🔥#INDvBAN#tapmad#DontStopStreamingpic.twitter.com/9UtDrb0AJg
এর আগে, রবিচন্দ্রন অশ্বিনের সেঞ্চুরি এবং রবীন্দ্র জাদেজার তাল ঠোকায় ১৯৯ রানের জুটি গড়ে টিম ইন্ডিয়া। শুক্রবার শেষ পর্যন্ত প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ভারত ৩৭৬ রানে অলআউট হয়। তবে ইনিংসে শুরুর মতই ভারতের ব্যাটিংয়ের শেষটাও ভালো হয়নি। মাত্র ৩৭ রানে শুক্রবার বাকি চার উইকেট হারায় টিম ইন্ডিয়া। উইকেট পতনের লাইনটা শুরু করেন রবীন্দ্র জাদেজা। তিনি ৮৬ রানে আউট হন। তার আগে গতকালই ৬ উইকেটে ৩৩৯ রান তুলেছিল টিম ইন্ডিয়া।
আরও পড়ুন- সুযোগ পেয়েও বাংলাদেশকে ফলো-অন করাল না ভারত! কেন, ক্যাপ্টেন রোহিতের তুখোড় স্ট্র্যাটেজি জেনে নিন
অশ্বিন গতকালই করেছিলেন ১০২ রান। শুক্রবার আর মাত্র ১১ রান যোগ করেই আউট হয়ে যান। ৫৫ রানে দলের তিন উইকেট জাদেজা, অশ্বিন, আকাশদীপকে হারায় ভারতীয় দল। বাংলাদেশের পেসার হাসান মেহমুদ প্রথম ইনিংসে ৮৩ রানে ৫ উইকেট নিয়েছেন। এরপর টাইগারদের ফলো-অন না করিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত। কিন্তু, সেখানে বিরাট একটা সুবিধা করতে পারেনি। ব্যক্তিগত ১০ রান করে নাহিদ রানার বলে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন যশস্বী জয়সওয়াল। তাসকিন আহমেদের বলে জাকির হাসানের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৫ রানে আউট হন রোহিত শর্মা। মেহদি হাসানের বলে ব্যক্তিগত ১৭ রানে এলবিডব্লিউ হন বিরাট কোহলি। নৈশপ্রহরি শুভমান গিল ৩৩ এবং ঋষভ পন্থ ১২ রানে অপরাজিত আছেন। শনিবার তাঁরাই শুরু করবেন ভারতীয় দলের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং।