India vs Bangladesh 1st Test Match: পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানকে দুই টেস্ট-এর সিরিজে দুরমুশ করে বিরাট স্বপ্নের আশা বুনতে শুরু করেছিল বাংলাদেশ। টাইগাররা হুমকি দিয়ে বলেছিল, ভারতেও তারা পাকিস্তানে জয়ের পুনরাবৃত্তি করবে। ভারতের মাটিতে ভারতকে দুই টেস্ট-এ হারিয়ে সিরিজ জিতে নেবে বলেও হুমকি দিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারানোয় বাংলাদেশের এই হুমকিকে হালকাভাবে নেয়নি টিম ইন্ডিয়া। যদিও ভারতের মাটি দূর, এখনও পর্যন্ত ভারতের বিরুদ্ধে টেস্ট জয়ের নজিরই বাংলাদেশ তৈরি করতে পারেনি। সেই ধারা অটুট রেখে চেন্নাইয়ের মাটি রবিবার স্পষ্ট করে দিল, বাংলাদেশ যে হুমকি দিয়েছিল, সেটা তাদের স্বপ্ন। আর, সেই স্বপ্ন সম্পূর্ণ বাস্তববর্জিত। জয় দূর, চলতি ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট-এ চেন্নাইয়ে টিম ইন্ডিয়া বিরাট (২৮০ রান) ব্যবধানে বাংলাদেশকে পরাজিত করল।
যথারীতি হারের পর তীব্র কটাক্ষের মুখে পড়তে হল বাংলাদেশকে। নেটিজেনরা তো টাইগারদের সোজাসুজি প্রশ্ন ছুড়ে দিলেন, 'পাকিস্তান ভেবেছ নাকি?' এই টেস্ট জয়েই অবশ্য আত্মতুষ্ট হতে নারাজ টিম ইন্ডিয়া। ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট। সেই টেস্ট নিয়ে ইতিমধ্যেই ভাবতে শুরু করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। চেন্নাই টেস্ট-এর স্কোয়াড অপরিবর্তিত রেখেছে। তবে, সেসব টিম ম্যানেজমেন্টের ব্যাপার। নেটিজেনরা বাংলাদেশকে কটাক্ষে ভরিয়ে প্রথম টেস্ট জয়ের আনন্দ নিজেরাই কয়েকগুণ বাড়িয়ে তুললেন। তাঁরা ঘুরিয়ে ফিরিয়ে টাইগারদের একটাই প্রশ্ন করে গেলেন, 'পাকিস্তান ভেবেছিলে নাকি?'
এই সিরিজে টিম ইন্ডিয়ার অভিজ্ঞ খেলোয়াড় রবিচন্দ্রন অশ্বিন প্রথম ইনিংসে ব্যাটিংয়ে ঝড় তুলেছিলেন। দ্বিতীয় ইনিংসে এই অলরাউন্ডার অফ-স্পিনে ভেলকি দেখালেন। ছয় টাইগারকে ক্রিজে ধরাশায়ী করলেন। যার সুবাদে পাঁচ সেশন বাকি থাকতেই ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া। সিরিজের লড়াইয়ে ১-০ ব্যবধানে বাংলাদেশের থেকে এগিয়ে গেল।
আরও পড়ুন- বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিয়েছিলেন কেন, টেস্ট জিতেই আসল রহস্য ফাঁস করলেন পন্থ
বাংলাদেশ শুরুটা অবশ্য একেবারে খারাপ করেনি। চার উইকেটে ১৫৮ রান করেছিল। কিন্তু, এরপরই অশ্বিনের জাদুতে তারা ৮৮ রানে ৬ উইকেট হারায়। রবীন্দ্র জাদেজাও ৫৮ রানে ৩ উইকেট নেন। ফলে, ২৩৪ রানেই গুটিয়ে যায় টাইগাররা। এই নিয়ে টেস্ট ম্যাচে চতুর্থবার অশ্বিন পাঁচ বা তার বেশি উইকেট নিলেন। পাশাপাশি, সব ফরম্যাটে তিনি ৩৭ বার পাঁচ উইকেট নিলেন। স্পর্শ করলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নকে। ছাপিয়ে গেলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি রিচার্ড হ্যাডলির ৩৬ বার পাঁচ উইকেট শিকারের রেকর্ডও।