Advertisment

Rishabh Pant setting field: বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিয়েছিলেন কেন, টেস্ট জিতেই আসল রহস্য ফাঁস করলেন পন্থ

Rishabh Pant setting field for Bangladesh: ঋষভ পন্থের টিপস মেনে নিয়ে ফিল্ডিং সাজাতে দেখা গিয়েছিল বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল শান্তকে, তা ঝড় তুলে দিয়েছিল।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Rishabh Pant, Bangladesh, ঋষভ পন্থ, বাংলাদেশ,

Rishabh Pant-Bangladesh: এক নতুন ভূমিকায় দেখা গেল পন্থকে। (ছবি- টুইটার)

IND vs BAN, Rishabh Pant: ভারতের হয়ে অনবদ্য ব্যাট করে দলকে জেতালেন। আবার সেই ম্যাচেই বাংলাদেশের ফিল্ডিংও সাজাতে দেখা গেল ঋষভ পন্থকে। এরকমই এক নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকল ভারত-বাংলাদেশ চেন্নাই টেস্ট। দুই ম্যাচের সিরিজের এই প্রথম ম্যাচ টিম ইন্ডিয়া রবিবার ২৮০ রানে জিতেছে। ম্যাচটি ভারতের উইকেটরক্ষক-ব্যাটারের জন্য অন্য কারণেও স্মরণীয়। ২৬ বছর বয়সি পন্থ বছর দুয়েক আগে ভয়াবহ সড়ক দুর্ঘটনার মুখে পড়েছিলেন। 

Advertisment

১৫ মাস আগের সেই দুর্ঘটনা পন্থের জীবন থেকে ক্রিকেট কেড়ে নিয়েছিল। এবছরের আইপিএলেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন। বাংলাদেশের বিরুদ্ধে এই চেন্নাই টেস্ট তাঁর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনের ম্যাচ হয়ে থাকল। যে ম্যাচকে স্মরণীয় করে রাখল পন্থের অনবদ্য সেঞ্চুরি। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ২৮০ বলে ১৩টি চার এবং ৪টি ছক্কা-সহ ধৈর্যশীল ১০৯ রান করে ভারতের উইকেটরক্ষক-ব্যাটার বুঝিয়ে দিলেন, তিনি এখন আরও পরিণত।

সেসবের মধ্যেই তিনি এই ম্যাচে নজর কাড়লেন ব্যাটিং করতে এসে বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিয়ে। যে দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম সাক্ষী থাকল, প্রথম টেস্টের তৃতীয় দিনে পন্থের সাজানো ফিল্ডিং নিয়ে পরামর্শ মেনে নিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পন্থ আঙুল দিয়ে মিড-উইকেটের দিকে ইশারা করে কিছু বললেন। স্টাম্পের মাইকে শোনা গেল, পন্থ বলছেন, 'এখানে একজন ফিল্ডার (লাগবে)।' অমনি শান্ত সেখানে ফিল্ডার মোতায়েন করলেন।

যথারীতি সকলেরই জানার ইচ্ছা ছিল, পন্থ আচমকা কেন প্রতিপক্ষ দলের অধিনায়কের মত আচরণ করতে শুরু করলেন? ভারত এই ম্যাচ জেতার পর প্রাক্তন ক্রিকেটার সাবা করিম যথারীতি পন্থকে ব্যাপারটা জিজ্ঞাসা করেছেন। সাবা প্রশ্ন করেন, 'দ্বিতীয় ইনিংসে তাসকিন আহমেদ যখন বল করতে আসছিলেন, আপনি ফিল্ডিং সাজাচ্ছিলেন কেন? বাংলাদেশের অধিনায়কটা কে, শান্ত নাকি পন্থ?' 

জবাবে পন্থ জানিয়েছেন, তিনি নাকি ম্যাচকে আরও আকর্ষণীয় করতে, প্রতিযোগিতামূলক করতে বাংলাদেশকে সাহায্য করেছেন। পন্থের কথায়, 'অজয় (জাদেজা) ভাই আর আমি ক্রিকেটের ব্যাপারে হামেশাই কথা বলি। কীভাবে আরও ভালো কিছু করা যায়, সেই সব ব্যাপারে। সেটা শুধু নিজেদের দলই না। অন্য দলের ব্যাপারেও কথা বলি। বাংলাদেশের ওইখানে একজন ফিল্ডার ছিল না। দু'জন ফিল্ডার একই জায়গায় দাঁড়িয়ে ছিল। তাই আমি ওকে ওখানে একজন ফিল্ডার দিতে বলেছিলাম!' সাবা করিম, জাদেজা আর সম্প্রচার দলের অন্যান্য সদস্যরা পন্থের এই জবাব শুনে রীতিমতো হাঁ হয়ে যান। 

আরও পড়ুন- সাকিবকে বিদেশি ক্রিকেটারের নামে চরম অপমান কোহলির! মাঠেই চলল বিরাট কাণ্ড, দেখুন ভিডিও

যাই হোক, এই অদ্ভুত আচরণটুকু বাদ দিলে ম্যাচটা ভারতের উইকেটরক্ষক-ব্যাটার খুব ভালোই খেলেছেন। শুভমান গিল এই ম্যাচে অপরাজিত ১১৯ রান করেছেন। পন্থ আর গিল মিলে চতুর্থ উইকেটের জুটিতে তোলেন ১৬৭ রান। যার ফলে ভারতের মোট রান ৫০০ ছাড়িয়ে যায়। যথারীতি এই বিরাট রানের সামনে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ। চতুর্থ দিনের খেলার সকালের সেশনে ২৩৪ রানেই অলআউট হয়ে যায় টাইগাররা।  

 

 

Rishabh Pant Test cricket Indian Cricket Team Bangladesh Cricket Team
Advertisment