Advertisment

R Ashwin-Ravindra Jadeja: বাংলাদেশের বিরুদ্ধে ইতিহাস! অশ্বিন-জাদেজার পার্টনারশিপে ধুয়েমুছে গেল সমস্ত রেকর্ড, জানুন

India vs Bangladesh 1st Test Day 1: ১৪৪/৬ হয়ে যাওয়ার পর বাংলাদেশের বিরুদ্ধে ১৯৫ রানের পার্টনারশিপ গড়লেন অশ্বিন-জাদেজা। দুজনে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন দিন শেষে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rabichandran Ashwin, Ravindra Jadeja, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা

Rabichandran Ashwin-Ravindra Jadeja: খাদ থেকে দলকে উদ্ধার করলেন অশ্বিন-জাদেজা। (ছবি- টুইটার)

R Ashwin-Ravindra Record Partnership, Ind vs Ban 1st Test Day 1: চেন্নাই টেস্টের প্রথম দিনে বাংলাদেশের বিরুদ্ধে ১৯৫ রানে জুটি গড়ে রেকর্ড করলেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। আর, তাঁদের ব্যাটিংয়ে ভর দিয়েই বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে খাদ থেকে ফিরে এল টিম ইন্ডিয়া। এই জুটি যখন দলের হাল ধরেন, সেই সময় টিম ইন্ডিয়া ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে। রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল, ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়াল, কেএল রাহুলের মত প্রথমসারির ব্যাটাররা তখন ব্যাক টু প্যাভেলিয়ন। সেখান থেকে অশ্বিন আর জাদেজা মিলে ভারতকে দিনের শেষে ৬ উইকেটে ৩৩৯ রানে পৌঁছে দেন। আর, তাঁদের এই লম্বা জুটি বৃহস্পতিবার বেশ কয়েকটি রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল।

Advertisment

এবারই প্রথম নয়। অশ্বিন আর জাদেজা এর আগেও সপ্তম উইকেট এবং তার পরে ব্যাট করতে নেমে বড় পার্টনারশিপ গড়েছেন। যার দৌলতে ১৪ ম্যাচে তাঁদের রান পৌঁছে গেল ৫০০-র ওপরে। যা ভারতে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে সপ্তম উইকেট এবং তার নীচে ব্যাট করতে নেমে ভারতের মাটিতে সবচেয়ে বেশি রানের নজির আছে কপিল দেব ও সৈয়দ কিরমানি জুটির। দুই কিংবদন্তি ১৪ ম্যাচে করেছিলেন ৬১৭ রান। বৃহস্পতিবার অশ্বিন-জাদেজার জুটি দ্বিতীয় সর্বোচ্চ হওয়ার পথে ভাঙেন ৩ ম্যাচে ৪৮৬ রান করা এমএস ধোনি-ভিভিএস লক্ষ্মণ, ৮ ম্যাচে ৪৬২ রান করা সৈয়দ কিরমানি-রবি শাস্ত্রী এবং ৯ ম্যাচে ৪২১ রান করা জাদেজা-ঋদ্ধিমান সাহা জুটির রেকর্ড।

শুধু তাই নয়, বৃহস্পতিবার অশ্বিন-জাদেজার ১৯৫ রান তাঁদের বাংলাদেশের বিরুদ্ধে এখনও পর্যন্ত ৭ম উইকেটে ভারতের সর্বোচ্চ রানের জুটি বানাল। টেস্ট ক্রিকেটে ৭ম উইকেটে ভারতের ৮ম সর্বোচ্চ রানের জুটির আসনে বসাল। বৃহস্পতিবার অশ্বিন-জাদেজার জন্য ভারতের মুখরক্ষা হলেও দিনের শুরুটা কিন্তু টিম ইন্ডিয়ার ছিল না। ওপেনার যশস্বী জয়সওয়াল ৫৬ রান করেছেন। তাছাড়া প্রথমসারির ব্যাটাররা কেউ তেমন বলার মত রান করতে পারেননি। মধ্যাহ্নভোজের পর ভারত আরও তিন উইকেট হারিয়ে ৬ উইকেটে ১৭৬-এ পৌঁছয়। 

আরও পড়ুন- গিল আউট হতেই হাততালির বন্যা চেন্নাইয়ে, আসল রহস্য ফাঁস পরক্ষণেই, জানুন, দেখুন ভিডিও

এই সময়ই দলকে বিপদের হাত থেকে রক্ষা করেন অশ্বিন আর জাদেজা। রবিচন্দ্রন অশ্বিন করেন অপরাজিত ১০২ রান। রবীন্দ্র জাদেজা অপরাজিত ৮৬। ২২৭ বলে তাঁদের এই অপরাজিত ১৯৫ বাংলাদেশ কেন, টিম ইন্ডিয়াও বোধহয় প্রত্যাশা করেনি। বাংলাদেশের হয়ে বল হাতে রীতিমতো ভেলকি দেখান পেসার হাসান মেহমুদ। ৫৮ রানে ৪ উইকেট নিয়েছেন। শুধু ৪ উইকেটই নয়। ভারতের সেরা ব্যাটারদের ধরাশায়ী করেছেন মেহমুদ। তিনিই রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলিকে পরপর ফিরিয়েছেন। পরে, ঋষভ পন্থের উইকেটটাও নিয়েছেন। বাংলাদেশের হয়ে নাহিদ রানা ৮০ রানে ১ উইকেট নিয়েছেন। মেহেদি হাসান মিরাজ নিয়েছেন ৭৭ রানে ১ উইকেট।  

 

 

Ravindra Jadeja Ravichandran Ashwin Indian Cricket Team Bangladesh Cricket Team
Advertisment