Advertisment

Ind vs Ban 1st Test: কোহলি আউট হতেই চাপা ক্ষোভ রোহিতের, চেন্নাই টেস্টে দুই মহারথীকে ঘিরে বিতর্কের ঝড়, দেখুন ভিডিও

Rohit Sharma reacts after Virat Kohli dismissal: চেন্নাইয়ে প্ৰথম টেস্টে কোহলি, রোহিত দুজনেই হাসান মাহমুদের শিকার। প্ৰথম সেশনে দুই মহারথীই আউট হয়ে গিয়েছিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma, Virat Kohli, রোহিত শর্মা, বিরাট কোহলি,

Rohit Sharma-Virat Kohli: দৃশ্যটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। (ছবি- টুইটার)

India vs Bangladesh 1st Test, Rohit Sharma, Virat Kohli: বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ছয় রানে বিরাট কোহলি আউট হওয়ায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। অন্তত, কোহলি প্যাভিলিয়নে ফিরে আসার পথে রোহিতের বডি ল্যাংগুয়েজ তেমনটাই বলেছে। 

Advertisment

কিংবদন্তি ব্যাটার বিরাট বেশ কিছুদিন ধরেই ফর্মে নেই। তবে, তাই বলে বিরাটের কাছ থেকে টিম ইন্ডিয়া বা ভারতীয় দলের অধিনায়কের প্রত্যাশা নেহাত কম ছিল না। সেই বিরাটের আউটে বৃহস্পতিবার রোহিত যেভাবে হতাশা প্রকাশ করলেন, সেই প্রত্যাশার কথা আরও একবার যেন স্পষ্ট হয়ে গেল। চেন্নাইয়ের দর্শকরাও এদিন বিরাটের ব্যাটিংয়ের ক্যারিশমা দেখার জন্য যেন মুখিয়ে ছিলেন। এমনকী, এজন্য শুভমান গিল আউট হওয়ার পর তাঁরা হর্ষধ্বনিও করে ওঠেন। শুধুমাত্র বিরাটকে ক্রিজে দেখা যাবে, সেই জন্য। কিন্তু, মাত্র ছয় রানে আউট হয়ে দর্শকদের সেই আশায় জল ঢেলে দেন কিংবদন্তি ব্যাটার নিজেই।

এদিন বাংলাদেশের হয়ে দুর্দান্ত বল করেছেন হাসান মেহমুদ। তাঁর বলেই উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন কোহলি। তিনি দীর্ঘদিন অবশ্য টেস্ট ফরম্যাটে নেই। সেসব জেনেও কোহলির প্রতি রোহিত বা দর্শকদের বিশ্বাস এদিন ছিল অটুট। যা ভেঙে দেয় কিংবদন্তি ব্যাটারের আউট। এদিন ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। প্রাথমিকভাবে সেই সিদ্ধান্ত কাজেও দেয়। বাংলাদেশ পেস ব্যাটারির সামনে কার্যত আত্মসমর্পণ করেন ভারতের প্রথমসারির ব্যাটাররা। ম্যাচের প্রথম ১০ ওভারেই রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলিকে হারায় টিম ইন্ডিয়া। 

এদিন আট মাস পরে টেস্ট ক্রিকেটে ফিরলেন কোহলি। তিনি যখন আউট হয়ে ডাগআউটের পথে, সেই সময় ক্যামেরাগুলো যথারীতি ভারত অধিনায়ক রোহিত শর্মার মুখের দিকে ঘুরে গিয়েছিল। রোহিতের অভিব্যক্তি সেই সময় বুঝিয়ে দেয়, সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটারের এই অপ্রত্যাশিত আউটে তিনি ঠিক কতটা হতাশ! তবে, কোহলির আউটে অসন্তুষ্ট হলেও রোহিত এদিন নিজেও কিছু করতে পারেননি। হাসান মেহমুদের বলেই তিনি ব্যক্তিগত ৬ রানের মাথায় স্লিপে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ তুলে দেন। শুভমান গিলকে হাসান মেহমুদ ফিরিয়ে দেন শূন্য রানে। 

আরও পড়ুন- বাংলাদেশের বিরুদ্ধে ইতিহাস! অশ্বিন-জাদেজার পার্টনারশিপে ধুয়েমুছে গেল সমস্ত রেকর্ড, জানুন

দলের মাত্র ৩৪ রানে তিন শীর্ষস্তরের ব্যাটার আউট হওয়ার পর টিম ইন্ডিয়ার হাল ধরেন যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্থ। পঞ্চম উইকেটে তাঁরা ৬২ রানের জুটি গড়েন। যা টিম ইন্ডিয়ার হাল কিছুটা হলেও ফেরায়। কিন্তু, হাসান মেহমুদ ব্যক্তিগত ৩৯ রানে ঋষভ পন্থকে আউট করায় জুটি ভেঙে যায়। 

 

Virat Kohli Rohit Sharma Test cricket Indian Cricket Team Bangladesh Cricket Team
Advertisment