Virat Kohli sledging in IND vs BAN 1st Test: ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের দ্বিতীয় দিনে সাকিব আল হাসানের সঙ্গে বিরাট কোহলির চ্যাট সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল। ওই চ্যাটে শোনা গিয়েছে, সাকিবকে বিরাট বলছেন, 'মালিঙ্গা বানা হুয়া!' তারপর সাকিবকে আরও কিছু কথা বলেন বিরাট। যা সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। অবশ্য চ্যাটে আলোড়ন তৈরি করলেও ব্যাটিংয়ে তেমন কিছুই করতে পারেননি কোহলি। প্রথম ইনিংসে ৬ রান আউট হয়েছিলেন। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে আউট হলেন ১৭ রানে। ৩৭ বল খেলে দুটি চার মারা ছাড়া ওই ১৭ রানে বিশেষ কোনও কোহলিয়ানা ধরা পড়েনি। স্পিনার মেহেদি হাসান মিরাজ ভারতীয় দলের অফ ফর্মে থাকা কিংবদন্তি ব্যাটারকে ফিরিয়ে দেন।
চেন্নাইয়ের চিপকে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট হল। তারই দ্বিতীয় দিনে, অর্থাৎ শুক্রবার কোহলি আর সাকিবের ওই চ্যাট শুনে অনেকেরই মনে হয়েছে ইনিংসের ফাঁকে আড্ডা দিচ্ছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। ওই দিন খেলার তৃতীয় এবং শেষ সেশনে ব্যাট করতে নেমেছিলেন কিংবদন্তি ভারতীয়। তার আগেই উইকেটের পিছনে ওঁত পেতে থাকা বাংলাদেশের উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফিরে গিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। নাহিদ রানার বলে যশস্বী ফিরতেই চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন বিরাট।
সেই সময় দিল্লির ব্যাটার সাকিবের সঙ্গে কথা বলতে শুরু করেন। সাকিবের পালটা কথা শোনা না গেলেও প্রকাশিত ক্লিপ অনুযায়ী কোহলিকে বলতে শোনা যায়, 'পুরো মালিঙ্গার মত বল করছে। একের পর এক ইয়র্কার দিচ্ছে।' ভিডিওতে দেখা গিয়েছে, সাকিব ওই সময় ফিল্ডিং সাজাতে দলকে সাহায্য করছিলেন। কোহলির এই সব কথা শুনে নিজের জায়গা থেকে সরে গেলেন। ওই দিন শেষ পর্যন্ত শুভমান গিল অপরাজিত ৩৩ এবং ঋষভ পন্থ অপরাজিত ১২ রানে ক্রিজে ছিলেন। আর, তাঁদের দৌলতেই টিম ইন্ডিয়া দ্বিতীয় দিনে দ্বিতীয় ইনিংসের ২৩ ওভারে ৩ উইকেটে ৮১ করেছিল। শেষ পর্যন্ত বড় ব্যবধানে টাইগারদের হারিয়ে প্রথম টেস্ট ভারতই জিতেছে। যাতে বিশেষ অবদান রেখেছেন গিল এবং পন্থ।
Virat Kohli to Shakib: Malinga bana hua, yorker pe yorker de raha hai 😭🤣#INDvBAN #ViratKohli #India #TirupatiLaddus pic.twitter.com/UElgvfkcfZ
— Rayan Ahmed (@MirRayan18) September 20, 2024
বাংলাদেশ একাদশ: শাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।
আরও পড়ুন- ভারতে এসে তাঁকেই 'হুমকি'! 'দই খাওয়া' শান্তকে ভয়াবহ আক্রমণ সিরাজের, আগুন ২২ গজ, দেখুন ভিডিও
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রিত বুমরাহ, আকাশ দীপ, মহম্মদ সিরাজ।