IND vs BAN, Virat Kohli: গত ইংল্যান্ড সিরিজে খেলেননি। চলতি বছরে প্ৰথমবার দেশের মাটিতে টেস্ট খেলতে নেমেছিলেন বিরাট কোহলি। তবে চেন্নাই টেস্টে হতাশ-ই করলেন তারকা। হাসান মাহমুদের অফস্ট্যাম্পের বাইরের বল তাড়া করে প্যাভিলিয়নে ফিরলেন মাত্র ৬ রান করে।
ফার্স্ট সেশনে ভারত ৩৪ রান তোলার ফাঁকেই ৩ উইকেট হারায়। রোহিত এবং গিল আউট হওয়ার পর যশস্বীর সঙ্গে ক্রিজে টিকে থেকে দলকে ভালো স্কোরে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল কোহলির কাছে। তবে পারেননি। হাসান মাহমুদের সুইংয়েই নিজের উইকেট ছুড়ে দিয়ে আসেন তিনি। অফস্ট্যাম্পের বাইরের বল হালকা মুভ করেছিল। নিজের শরীরের থেকে অনেক দূরে ব্যাট নিয়ে গিয়ে ড্রাইভ করতে গিয়েই বিপত্তি। সরাসরি উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ তুলে ফিরতে হয় তাঁকে।
তবে কোহলি আউট হওয়ার পরই অবাক দৃশ্যের জন্ম দিয়ে যায় চিপক। কোহলি যখন সাজঘরে ফিরছেন সেই সময়েই চেন্নাইয়ের দর্শকদের আনন্দে ফেটে পড়তে দেখা যায়। সেই ভিডিও রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। স্বভাবতই প্রশ্ন উঠে গিয়েছে, তাহলে কোহলির আউট হতেই কি চিয়ার করলেন সমর্থকরা?
Virat kohli got out & the crowd is still cheering. 😭 Walking ❤️
— Mateen khan MKJW (@Mateenkhan786s) September 19, 2024
Reason :#RishabhPant #ViratKohli𓃵 #IndVsBan pic.twitter.com/yb0QaRQMQG
বিষয়টি যদিও সেরকম নয়। আসলে ভারতের তিন উইকেট পতনের সঙ্গে সঙ্গেই ব্যাটিং অর্ডারে প্রমোট করা হয়েছিল ঋষভ পন্থকে। তিনি ক্রিজে নামার সময় এবং কোহলি মাঠ ছাড়ার সময়েই দর্শকদের এই চিয়ার করা থেকেই অনেকেই বিষয়টি নিয়ে ভুল বুঝেছেন। ঋষভ পন্থ-ও বহুদিন পরে আন্তর্জাতিক টেস্ট খেলতে নামলেন। দিনের হিসেব ধরলে প্রায় ৬৩২ দিন।
আরও পড়ুন: মাঠেই পন্থের সঙ্গে লেগে গেল লিটনের, তুমুল ঝামেলায় উত্তপ্ত চেন্নাইয়ের চিপক, দেখুন গরম ভিডিও
গত বাংলাদেশ সিরিজের পরেই ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন পন্থ। তারপর অস্ত্রোপচার এবং দীর্ঘদিন ধরে রিকভারির কারণে জাতীয় দলে খেলতে পারেননি। এরপরে আইপিএল, টি২০ এবং ওয়ানডেতে আন্তর্জাতিক ম্যাচ খেললেও টেস্ট ক্রিকেটে এই প্রথমবার। সেই জন্যই দর্শকরা হাততালি দিয়ে পন্থকে স্বাগত জানিয়েছিলেন।
পন্থ হাসান মাহমুদের শিকার হওয়ার আগে দলকে ভরসা জাগিয়ে ৩৯ করে যান। শুরুটা ভালো হয়েও বড় রানে যদিও পন্থ নিজের ইনিংস টানতে পারেননি। প্ৰথম সেশনে ওপেনার যশস্বী জয়সওয়ালের বিপক্ষে হাফসেঞ্চুরি পার্টনারশিপ গড়ে অপরাজিত ছিলেন। তবে দ্বিতীয় সেশনের শুরুতেই হাসান মাহমুদের বলে লিটন দাসের হাতে ক্যাচ তুলে বিদায় নেন তিনি।