Shakib Al Hasan in IND vs BAN: ভারতের বিরুদ্ধে চেন্নাই টেস্ট-এ ব্যাটিংয়ের সময় নিজের হেলমেটের ফিতে চিবোতে দেখা গেল বাংলাদেশ দলের অন্যতম স্তম্ভ শাকিব অল হাসানকে। যা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। শাকিব বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার শুধু নন। আন্তর্জাতিক ক্রিকেটেও বড় নাম। সবচেয়ে বড় কথা, বাংলাদেশ দল সম্প্রতি পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারিয়ে এসেছে। সেই দলের অন্যতম মাথাকে এভাবে হেলমেটের ফিতে কামড়াতে দেখে স্বভাবতই দর্শকরা বিস্মিত হয়ে যান।
অনেকেই অবশ্য মনে করেছেন শাকিব মানসিক চাপে ওই কাজ করেছেন। কারণ, সেই সময় বাংলাদেশের টপ অর্ডার কার্যত ভেঙে পড়েছিল। ৩৬ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল। সেই সময় শাকিব দাঁতে দাঁত চিপে লড়াই করছিলেন। সেই লড়াইয়েরই যেন প্রতিচ্ছবি হয়ে থাকল তাঁর দাঁত দিয়ে হেলমেটের ফিতে চিবোনোর দৃশ্যে। ক্যামেরাগুলো যথারীতি এমন উপাদেয় ছবি লেন্সছাড়া করেনি। শাকিবের মুখের দিকে ঘুরে গিয়েছিল। ফলে, ব্যাপারটা আরও বেশি দর্শকদের নজরে পড়ে।
দর্শকদের একাংশের অবশ্য দাবি, এটা নাকি শাকিবের একটা অভ্যাস। এর আগেও দেখা গিয়েছে যে তিনি ব্যাটিং করার সময় হেলমেটের সঙ্গে লাগানো ফিতে দাঁত দিয়ে চিবোচ্ছেন। এনিয়ে লাইভ সম্প্রচার চলাকালীন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার দীনেশ কার্তিককেও মুখ খুলতে দেখা যায়। এই সিরিজে বাংলাদেশের তামিল ইকবালও ধারাভাষ্যকার হিসেবে রয়েছেন। কার্তিকের দাবি, তিনি সেই ইকবালের থেকেই জেনেছেন যে এভাবে হেলমেটের ফিতে চিবোনো শাকিবের একটা কায়দা। যার সাহায্যে শটের সময় তাঁর মাথা যাতে লেগ সাইডের দিকে না ঝুঁকে যায়, সেটা বাংলাদেশি তারকা নিশ্চিত করেন। মানে, খেলার ঝোঁকে মাথা যদি খুব বেশি কাত হয়ে যায় তবে, দাঁত দিয়ে টেনে রাখা হেলমেটের ফিতে মাথাটাকে সঠিক জায়গায় পৌঁছে দেয়। এতে শাকিবের শরীরের ভারসাম্য রাখতে সুবিধা হয়।
এমনিতে বিভিন্ন খেলোয়াড়ের নিজস্ব কিছু আচার-আচরণ রয়েছে। যা তাঁদের একেবারেই নিজস্ব। সেগুলো খেলার মাঠে দর্শকদের বেশ নজর টানে। শাকিবের এই আচরণটাও অনেকটা তেমনই বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। কারণ, অন্য কোনও ক্রিকেটারকে কিন্তু তাঁর শরীরের ভারসাম্য রাখতে এমনটা করতে দেখা যায় না। তবে, বাংলাদেশের ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের দাবি, এতে নাকি শাকিবের খেলার প্রতি মনোযোগ বজায় রাখতেই সুবিধা হয়।
আরও পড়ুন- বাংলাদেশি ওপেনারের আউটে চরম মাস্টার প্ল্যান বুমরার, কেঁপে গেল স্ট্যাম্প, দেখুন দুরন্ত ভিডিও
যাই হোক এ তো গেল শাকিবের কথা। শুক্রবার কিন্তু বাংলাদেশের টস অর্ডারে রীতিমতো ধস নামিয়ে দিয়েছিলেন ভারতীয় বোলাররা। ইনিংসের শুরুতেই জসপ্রিত বুমরাহ বাংলাদেশের ওপর বড় আঘাত হানেন। ২ রানে তিনি শাদমান ইসলামকে ফিরিয়ে দেন। আকাশদীপ এরপর পরপর ডেলিভারিতে ফিরিয়ে দেন জাকির হাসান ও মমিনুল হককে। যা বাংলাদেশের ওপর চাপ বাড়ায়। লাঞ্চের পর বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহমানও ফিরে যান। শেষ পর্যন্ত ১৪৯ রানে গুটিয়ে যায় চেন্নাই টেস্ট-এ টাইগারদের প্রথম ইনিংস।