Advertisment

Yashasvi Jaiswal-Rishabh Pant: হয়ে গিয়েছিল বিরাট ভুল, পন্থের কাছে হাত জোড় করে ক্ষমা যশস্বীর, দেখুন বেনজির ঘটনার ভিডিও

India vs Bangladesh 1st Test: পরপর তিন উইকেট পতনের পর ভারতীয় ইনিংসের হাল ধরেছিলেন যশস্বী জয়সওয়াল এবং ঋষভ পন্থ। দুজনে ৬৬ রানের পার্টনারশিপ গড়ে যান।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Yashasvi Jaiswal, Rishabh Pant, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ,

Yashasvi Jaiswal-Rishabh Pant: ভারতের প্রথম ইনিংসের ধস রুখতে বড় ভূমিকা নেন যশস্বী ও ঋষভ। (ছবি- টুইটার)

India vs Bangladesh 1st Test, Yashasvi Jaiswal Rishabh Pant: চেন্নাই টেস্ট-এর প্রথম ইনিংসে কোনওক্রমে রান আউট থেকে বাঁচলেন যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্থ। তা-ও একবার নয় দু'বার। দুই বাঁহাতি বৃহস্পতিবার ভারতকে বড় বিপদের হাত থেকে রক্ষা করেন। পরপর রোহিত, শুভমান এবং কোহলির উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া যখন বিপাকে, সেই সময় পন্থ আর জয়সওয়াল দলের ইনিংসের হাল ধরেন। চেন্নাইয়ের পেসার বান্ধব পিচে হাসান মেহমুদদের আক্রমণ সামলে ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যান। কিন্তু, তাঁদের রানিং বিটুইন দ্য উইকেট যে আগামী দিনে ভারতকে মস্ত বিপাকে ফেলতে চলেছে তার আভাস বৃহস্পতিবার মিলল।

Advertisment

যার প্রথমটি ঘটে ম্যাচের ১২তম ওভারে। হাসান মেহমুদের ডেলিভারি ফ্লিক করেছিলেন ঋষভ। তিনি হয়তো ভেবেছিলেন, বাউন্ডারি হয়ে যাবে। কিন্তু, তার আগেই বলটা গতি হারায়। ততক্ষণে পন্থ প্রথম রান নিয়ে নিয়েছেন। বলটা যে বাউন্ডারি হবে না বুঝে তিনি দ্বিতীয় রান নেওয়ার চেষ্টা চালান। মিড উইকেটে নাহিদ রানা বলটা ঠিকমতো তুলতে গিয়ে না পারায় পন্থ সুযোগ পেয়ে যান। তিনি তৃতীয় রান নেওয়ার চেষ্টা চালান। যা দেখে জয়সওয়ালের দৌড়নো ছাড়া উপায় ছিল না। পন্থের সৌভাগ্য, নাহিদ বলটা কিপার লিটনের দিকে ছুড়েছিলেন। কারণ, তিনি বেশ কষ্ট করেই উইকেটের কাছে পৌঁছন। 

প্রায় দুই বছর পর টেস্ট ক্রিকেটে ফিরলেন পন্থ। মধ্যে গাড়ি দুর্ঘটনার জন্য তিনি খেলার বাইরে ছিলেন। তিনি বেঁচে গেলেও, জয়সওয়ালকেও বেশ কষ্ট করেই কিপারের এন্ডে পৌঁছতে হয়। এরপর দুই জনে ক্রিজের মধ্যেখানে এলে দুই ব্যাটারের কথা শুরু হয়। শোনা যায়, জয়সওয়াল ঋষভকে বলছে, 'আমি পিছলে গিয়েছিলাম।' সেই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন দীনেশ কার্তিক। তিনি দুই ব্যাটারের তীব্র সমালোচনা করেন। কার্তিক বলেন, 'পন্থ আর জয়সওয়াল যেন বুঝতেই পারছিলেন না, তাঁরা ঠিক কী করবেন। দু'জনেই যেন অবাক হয়ে গিয়েছিলেন!'  

এতেই শেষ নয়। আরেকবার দেখা গেল, জয়সওয়াল ক্রিজে পৌঁছনোর জন্য মরিয়া হয়ে ডাইভ দিলেন। সেই সময় আবার পন্থকে বলতে শোনা গেল, 'যাক, কোনওরকমে বেঁচে গেছ তো!' কিন্তু, এই বেঁচে যাওয়া না হয় প্রথম ইনিংসের জন্য ঠিক ছিল। এরপর দ্বিতীয় ইনিংস আছে। তারপর দ্বিতীয় টেস্ট আছে। বারবার কি এমনভাবে বেঁচে যেতে পারবেন ভারতের দুই তারকা ব্যাটার? সেই প্রশ্নটাই কিন্তু, তুলে দিল বৃহস্পতিবারের চেন্নাই। 

আরও পড়ুন- কোহলি আউট হতেই চাপা ক্ষোভ রোহিতের, চেন্নাই টেস্টে দুই মহারথীকে ঘিরে বিতর্কের ঝড়, দেখুন ভিডিও

এদিন ভারতের হয়ে বেশ কিছু দুর্দান্ত স্ট্রোক খেলতে দেখা যায় যশস্বী এবং ঋষভকে। যার দৌলতে লাঞ্চের আগেই তাঁরা ভারতকে ৩ উইকেটে ৮৮ রানে পৌঁছে দেন। দুই ব্যাটার যখন জুটি তৈরি করেন, সেই সময় ভারত ছিল ৩ উইকেটে ৩৪। সেখান থেকে ঘুরে দাঁড় করানোর সাফল্যই এদিন রানিং বিটুইন দ্য উইকেটে যশস্বী ও ঋষভের ব্যর্থতাকে ঢেকে দিয়েছে।

 

Rishabh Pant Dinesh Karthik Indian Cricket Team Yashasvi Jaiswal
Advertisment