Advertisment

হারের প্রতিশোধ নিতে বদ্ধপরিকর ভারত! জোড়া বদল ঘটিয়ে বাংলাদেশকে চূর্ণ করতে নামছেন রোহিতরা

প্ৰথম ম্যাচে বাংলাদেশের কাছে হারতে হয়েছিল ভারতকে

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

প্ৰথম ম্যাচেই ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ম্যাচে হার হজম করতে হয়েছে টিম ইন্ডিয়াকে। বুধবার সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচ খেলতে নামছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। ব্যাটিং বিপর্যয় যাতে পুনরায় না হয়, তা দ্বিতীয় ম্যাচে নিশ্চিত করতে চাইবে ভারত।

Advertisment

প্ৰথম ম্যাচে অক্ষর প্যাটেল খেলতে পারেননি। অনভিজ্ঞ শাহবাজ আহমেদের জায়গায় নিয়ে আসা হতে পারে অক্ষরকে। কুলদীপ সেন প্ৰথম ম্যাচে নজর কাড়লেও দ্বিতীয় ম্যাচে সম্ভবত উমরান মালিককে জায়গা করে দিতে হবে।

আরও পড়ুন: বিশ্বকাপ ব্যর্থতায় বলির পাঁঠা হচ্ছেন দ্রাবিড়! নতুন বছর শুরুর আগেই বিরাট ঘোষনার পথে BCCI

ঋষভ পন্থকে পুরো সিরিজ থেকেই রিলিজ করে দেওয়া হয়েছে। সঞ্জু স্যামসনকে পরিবর্ত হিসাবে নেওয়া হয়েছে। উইকেটকিপার ব্যাটসম্যান হিসাবে প্ৰথম ওয়ানডেতে খেলানো হয়েছিল কেএল রাহুলকে। ম্যাচের মোক্ষম সময়ে মেহেদি হাসান মিরাজের ক্যাচ মিস করে দলকে ডুবিয়েছিলেন তিনি। তা সত্ত্বেও সঞ্জু স্যামসন নয়, উইকেটকিপার হিসাবে দ্বিতীয় ম্যাচেও দেখা যেতে চলেছে রাহুলকে। সঞ্জুকে সেই বাইরেই বসতে হবে।

শ্রেয়স আইয়ারের শর্ট বলে দুর্বলতা বারবার প্রকট হচ্ছে। রবিবার শ্রেয়সের এই দুর্বলতা কাজে লাগিয়ে আউট করেছিলেন এবাদত হোসেন। ক্রিজে শ্রেয়স নামতেই ক্রমাগত শর্ট বল করে চাপে ফেলে দিয়েছিলেন কেকেআর ক্যাপ্টেনকে। সেই চাপের মুখেই আউট হয়ে যান শ্রেয়স। ২০২২-এ জাতীয় দলের হয়ে ওয়ানডেতে শ্রেয়স আইয়ার সবথেকে ধারাবাহিক পারফর্ম করেছেন। ৫৮.৩৩ গড়ে করেছেন ৬৩৯ রান। মিডল অর্ডারে শ্রেয়স, কেএল রাহুল এখনও টিম ম্যানেজমেন্টের ফার্স্ট চয়েস ব্যাটসম্যান।

আরও পড়ুন: ছাঁটাই জাতীয় দলের হেড স্যার! কানিতকরকে কোচ করল বিসিসিআই

ওপেনিং ভারতের মাথা ব্যথা হয়ে দাঁড়াচ্ছে প্রত্যেক ম্যাচে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অকল্যান্ডে ভালো ওপেনিং পার্টনারশিপ বাদে ভারতের শুরুটা বারবার হোঁচট খেতে খেতে হয়েছে। ওয়ানডেতে শিখর ধাওয়ানের স্ট্রাইক রেট ক্রমাগত নিম্নমুখী। গোটা বছরে ২০ ওয়ানডেতে ধাওয়ানের স্ট্রাইক রেট মাত্র ৭৫। গড় ভীষণই খারাপ। মাত্র ৩৮। দীর্ঘদিন ধরে রানের মধ্যে নেই অধিনায়ক রোহিত শর্মাও। এতেই ভারতের টপ অর্ডারের ভঙ্গুর দশা বারবার বেআব্রু হয়ে পড়ছে। বিশ্বকাপের মাথা রেখে এখন থেকেই ভারতের ওপেনিং কম্বিনেশন ঠিক করে ফেলতে হবে টিম ইন্ডিয়াকে।

ভারতের সম্ভাব্য একাদশ দ্বিতীয় ম্যাচে:

রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, শিখর ধাওয়ান, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, শার্দূল ঠাকুর, উমরান মালিক, মহম্মদ সিরাজ

Bangladesh Cricket Indian Cricket Team
Advertisment