India vs Bangladesh 2nd Test: শুক্রবার থেকে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। দুই দলই টেস্ট জিততে মরিয়া। সিরিজে চেন্নাইয়ে প্রথম টেস্ট জিতে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে আছে। বাংলাদেশ সমতা ফেরাতে চায়। আর, ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখেই ২-০ ব্যবধানে সিরিজ পকেটে পুরতে মরিয়া। এতদূর পর্যন্ত কোনও অসুবিধা নেই। কারণ, কানপুরের ক্রিকেট পরিসংখ্যানও ভারতের পক্ষে। তবে, টিম ইন্ডিয়াকে চিন্তায় রেখেছে বৃষ্টি। দেশের বিভিন্ন অংশে এখনও বৃষ্টি হচ্ছে। সম্প্রতি বৃষ্টির জন্য উত্তরপ্রদেশেই নিউজিল্যান্ড এবং আফগানিস্তান ম্যাচে মাঠে বল গড়ায়নি। যার ফলে ম্যাচে বাতিল করতে হয়েছে। আর, উভয় দলই ভাগাভাগি করে পয়েন্ট পেয়ে গিয়েছে। কানপুরে শেষ পর্যন্ত কী হয়, সেটাই এখন চিন্তায় রেখেছে রোহিতদের।
আর, সেই চিন্তা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে আবহাওয়ার পূর্বাভাস। অ্যাকু ওয়েদার (AccuWeather) অ্যাপ বলছে ম্যাচ চলাকালীন বজ্রপাত-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝড় আর মেঘলা হাওয়ারও পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার, অর্থাৎ ম্যাচের তৃতীয় দিনের সকালেও ভালো পরিমাণে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানাচ্ছে আবহাওয়ার অ্যাপ। সাধারণত এই অ্যাপ ঠিকঠাকই পূর্বাভাস দেয়। আর, সেই কারণেই চিন্তায় টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট। কারণ, ম্যাচের তিনটে দিনই যদি ঠিকঠাক খেলা না হয়, তবে কার্যত খেলা বাতিল ঘোষণাও হতে পারে। সেক্ষেত্রে না খেলেই পয়েন্ট পেয়ে যাবে ভারত আর বাংলাদেশ। তবে, টিম ইন্ডিয়া জিতলে যতটা পয়েন্ট পেত, পয়েন্ট ভাগাভাগি হলে ততটা জুটবে না। সেই কম পয়েন্টও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে বাধা হতে পারে, এই চিন্তাই এখন ভাবাচ্ছে রোহিতবাহিনীকে।
এই সবের মধ্যে আবার গ্রিনপার্ক স্টেডিয়ামের খারাপ হাল নিয়েও চিন্তায় উদ্যোক্তারা। উত্তরপ্রদেশ পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (পিডব্লিউডি) ব্যালকনি সি স্ট্যান্ড বা গ্যালারির ওই অংশ নিয়ে চিন্তিত। এই ব্যাপারে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (UPCA) সিইও অঙ্কিত চ্যাটার্জি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, 'আমাদের সি স্ট্যান্ডের মাত্র ১,৭০০টিকিট বিক্রি করতে বলা হয়েছে। ওখানে ৪,৮০০ দর্শক ধরে। কিন্তু, পিডব্লিউডি জানিয়েছে, ওই স্ট্যান্ডে বেশকিছু সমস্যা আছে। সেই কারণে আমরা সব টিকিট বিক্রি করব না। ওখানে মেরামতি চলবে।'
আরও পড়ুন- জোড়া বদল ঘটিয়েই বাংলাদেশকে ওয়াশ করবে ভারত! কানপুরে এই এগারো নামাচ্ছে টিম ইন্ডিয়া
ইতিমধ্যেই পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা ওই স্ট্যান্ড দেখে গিয়েছেন। ছয় ঘণ্টা ধরে তাঁরা সব খুঁটিয়ে দেখেছেন। তারপরই কম টিকিট বিক্রি করতে বলেছেন বলে জানিয়েছেন উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তা।