India vs Bangladesh 2nd Test: শুক্রবার থেকে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচের ভারত-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট। চেন্নাইয়ে প্রথম ম্যাচে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়ে রোহিতবাহিনী সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে। কানপুরের গ্রিন পার্কের ফলাফল বরাবরই ভারতের পক্ষে। এখানকার কালো মাটির পিচ একটু স্লো এবং ঢালু। এই পিচে বাউন্স কম এবং স্পিনার সহায়ক। একথা মাথায় রাখছে টিম ইন্ডিয়া।
সম্ভাব্য ভারতীয় একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল/কুলদীপ যাদব, জসপ্রিত বুমরা, আকাশ দীপ/মহম্মদ সিরাজ।
সম্ভাব্য বাংলাদেশ একাদশ
শাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, নাহিদ রানা।
ভারত এবং বাংলাদেশ এখনও পর্যন্ত ১৪টি টেস্ট খেলেছে। তার মধ্যে ভারত ১২টিতেই জিতেছে। ২টি টেস্ট ড্র হয়েছে। তবে, কানপুরে এই প্রথমবার ভারত-বাংলাদেশ মুখোমুখি হবে। এখানে এখনও পর্যন্ত হওয়া ২৩ টেস্ট ম্যাচে ভারত মাত্র তিনবার হেরেছে। তবে, এই পিচে ভারতের জয়ের পরিসংখ্যানও কিন্তু খুব একটা ভালো নয়। কানপুরে ভারত মাত্র ৭টি টেস্ট জিতেছে। আর, ড্রয়ের সংখ্যা রেকর্ড সংখ্যক। ১৩টি টেস্ট ড্র হয়েছে।
📍 Kanpur#TeamIndia hit the ground running ahead of the 2nd #INDvBAN Test 🙌@IDFCFIRSTBank pic.twitter.com/EMPiOa8HII
— BCCI (@BCCI) September 26, 2024
তবে কানপুরে ভারত যদি ড্র-ও করে, তবে সিরিজ টিম ইন্ডিয়াই জিতবে। কিন্তু, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে ভারত কানপুর টেস্ট জিততে মরিয়া। পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানকে হারিয়ে এলেও বাংলাদেশ মোটের ওপর দুর্বল দল। তাদের সঙ্গে জিতে এগিয়ে থাকতে না পারলে, পরবর্তীতে অস্ট্রেলিয়ার মত দলের বিরুদ্ধে সবকয়টি ম্যাচেই যে ভারত জিতবে, সেটা নিশ্চিত করে বলা সম্ভব নয়। তার ওপর ওই ম্যাচগুলো হবে অস্ট্রেলিয়ার মাটিতে। সেই কারণে কানপুরে ঘরের মাটিতে ভারত জিততে চায়।
আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় ধাওয়া করেছিলেন অভিনেত্রী, রাতেই সাক্ষাৎ! নিজের জীবনের রঙিন পর্দা খুলে বেফাঁস যুবরাজ
এই জন্য টিম ইন্ডিয়া স্পিনার সহায়ক পিচে স্পিনারের সংখ্য়া বাড়াতে চায় বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে। সেই স্পিনার হতে পারেন কুলদীপ যাদব। এছাড়াও অপর স্পিনার অক্ষর প্যাটেলকেও দ্বিতীয় টেস্ট-এ নামাতে পারে টিম ইন্ডিয়া। সেক্ষেত্রে সম্ভবত রিজার্ভে বসতে হতে পারে মহম্মদ সিরাজ ও আকাশ দীপকে। কানপুরের পিচ ব্যাটিং সহায়ক। প্রথম একাদশ বাছাইয়ের ক্ষেত্রে সেই ব্যাপারটাও মাথায় রাখছে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট।