IND vs BAN 2nd Test: চেন্নাইয়ে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ মিটতে না মিটতেই শুরু হয়েছে দ্বিতীয় টেস্ট ম্যাচের তোড়জোর। কানপুরে দ্বিতীয় টেস্ট। তার সময়সূচি সম্পর্কে এখন ক্রিকেট অনুরাগীরা জানতে চান। ২৭ সেপ্টেম্বর কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ভারত-বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট শুরু হবে। চেন্নাই টেস্ট-এ ২৮০ রানে জিতে ভারত এখন সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে।
ম্যাচ শুরু হবে সকাল ৯টা ৩০ থেকে। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে শেষ টেস্ট হয়েছিল ২০২১ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচ ড্র হয়েছিল। কানপুরের ওই স্টেডিয়ামে ভারত শেষবার হেরেছিল ৪১ বছর আগে ১৯৮৩ সালে। সেইবার টিম ইন্ডিয়া হেরেছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে। সেটাই ছিল গ্রিন পার্ক স্টেডিয়ামে ভারতের একমাত্র টেস্ট পরাজয়।
বিসিসিআই রবিবার প্রথম টেস্ট জয়ের পরই জানিয়ে দিয়েছে, প্রথম টেস্ট-এর স্কোয়াড অপরিবর্তিত থাকবে। তবে, দলীপ ট্রফির দুই ভালো পারফরম্যান্স করা তারকা অভিমন্যু ঈশ্বরন ও সঞ্জু স্যামসন টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়ায় ভক্তদের একাংশ হতাশ। ঈশ্বরন দলীপ ট্রফিতে পরপর দুটি সেঞ্চুরি করেছেন। আর, সঞ্জুও শেষ ম্যাচে সেঞ্চুরি করেছেন। এসব দেখে ভক্তদের একাংশ আশাবাদী ছিলেন যে, ঈশ্বরন এবং স্যামসন হয়তো দ্বিতীয় টেস্ট দলে জায়গা পাবেন।
কিন্তু, বিসিসিআইয়ের ঘোষণা সেই ভক্তদের আশায় ছাই ফেলেছে। একনজরে দেখে নেওয়া যাক কানপুরে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট-এর স্কোয়াড। ভারতীয় একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রিত বুমরাহ, যশ দয়াল।
আরও পড়ুন- পাকিস্তান ভেবেছিলে নাকি! ভারতের কাছে কচুকাটা হতেই বাংলাদেশকে দুয়ো ধ্বনি প্রকাশ্যে
চেন্নাই টেস্ট-এ রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়াল, শুভমান গিলরা হয় প্রথম ইনিংস, নতুবা দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত খেলেছেন। মহম্মদ সিরাজও দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বল করেছেন। কিন্তু, ভাগ্য তাঁর সঙ্গ দেয়নি বলে উইকেট পাননি। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।