Advertisment

Arshdeep Singh stare: বোল্ড করেই লাল চোখ ব্যাটারকে! বাংলাদেশি তারকার সঙ্গে মাঠেই সংঘাত, ঝড় অর্শদীপের, দেখুন ভিডিও

IND vs BAN 2nd t20: মাঠেই ঝড় তোলা বিতর্কের জন্ম দিয়ে গেলেন অর্শদীপ সি। পারভেজ বলটা বুঝতেই পারেননি। বড় রানের জন্য ব্যাট চালিয়েছিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Arshdeep Singh, অর্শদীপ সিং

Arshdeep Singh: অর্শদীপ সিং এই ম্যাচে একটা উইকেটই পেয়েছেন। (ছবি- স্ক্রিনগ্যাব)

Arshdeep Singh death stare during IND vs BAN 2nd two: দ্বিতীয় টি২০ ম্যাচে বাংলাদেশের ব্যাটার পারভেজ হোসেন ইমনকে আউট করার পর ভারতীয় পেসার অর্শদীপ সিং যেভাবে তাকালেন, রীতিমতো ভয় ধরিয়ে দেওয়ার মত। একটা পুরো ঠান্ডা চোখ। যেন ঠান্ডা মাথার খুনি মেজাজ। বাঁহাতি পারভেজ, অর্শদীপের বলটা বুঝতে পারেননি। বড় রানের লক্ষ্যে ব্যাট চালিয়েছিলেন। কিন্তু, সেই বলটাই কাট করে তাঁর উইকেট ছিটকে দেয়। বোল্ড হওয়ার পর পারভেজ নিজেও কিছুটা যেন হতভম্ব হয়ে গিয়েছিলেন। হতভম্ব চোখেই একঝলক তাকিয়েছিলেন বোলারের দিকে। আর, তারপরই ক্যামেরায় ধরা পড়ল অর্শদীপের সেই ঠান্ডা মাথার খুনি মেজাজের চোখ। ভারত-বাংলাদেশ দ্বিতীয় টি২০ ম্যাচ, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বুধবার এভাবেই বাড়িয়ে দিয়ে গেল শরতের উত্তাপ।  

Advertisment

দ্বিতীয় এই টি২০ ম্যাচে, বাংলাদেশ টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল। ভারতীয় সাইড যথারীতি ২০০ পেরিয়ে যায়। জয়ের জন্য ২২২ টার্গেট করে মাঠে নেমে বাংলাদেশ ওপেনার লিটন দাস ও পারভেজ হোসেন ইমন দুই ওভারেই ২০ রান তুলে নেন। প্রথম ওভারে অর্শদীপকে তিনটে বাউন্ডারি মেরে তাঁরা ১৪ রান তোলেন। সেই শোধটাই অর্শদীপ যেন তাঁর পরের ওভার করতে এসে নিলেন। পারভেজের স্ট্যাম্প ছিটকে দেয় তাঁর লেগ কাটার।   

হেরে গেলেও এই ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়েছে। ভারতেরটাই বরং মুখ থুবড়ে পড়েছিল। সঞ্জু স্যামসন ৭ বলে ১০, অভিষেক শর্মা ১১ বলে ১৫, সূর্যকুমার যাদব ১০ বলে ৮ রানে বিদায় নেওয়ার পর ভারতের স্কোর ছিল ৫.৩ ওভারে তিন উইকেটে ৪১। এই সময় রিংকু সিং ও নীতীশকুমার রেড্ডি দলের হাল সামলান। রেড্ডি আন্তর্জাতিক ক্রিকেটে টি২০-তে তাঁর প্রথম অর্ধশতক পূর্ণ করেন। মারকাটারি ব্যাটিং করে ৩৪ বলে তোলেন ৭৪। যাতে ছিল সাতটা ছয় আর চারটি চার। রিংকুও আন্তর্জাতিকে তাঁর তৃতীয় অর্ধশতক করেন। ২৯ বলে করেন ৫৩। যাতে ছিল তিনটে ছয় ও পাঁচটি চার। এই জুটির দৌলতে, চতুর্থ উইকেটে ভারত ৪৯ বলে তোলে ১০৮ রান। ভারতের স্কোর চলে যায় ১৪০ রানে।   

আরও পড়ুন- ক্রিজের বাইরে থেকেই বেনজির বোলিং! রিয়ানের বোলিংকে নিষিদ্ধ ঘোষণা আম্পায়ারের, চালু চরম বিতর্ক

তাতে আরও কিছুটা রান জুড়ে দেন হার্দিক পান্ডিয়া আর রিয়ান পরাগ। হার্দিক ১৯ বলে ৩২ রান করেছেন। আর পরাগ তুলেছেন ৬ বলে ১৫ রান। যার ওপর ভর করে, টিম ইন্ডিয়া ২০ ওভারে ৯ উইকেটে তোলে ২২১ রান। 

T20 Indian Cricket Team Bangladesh Cricket Team Arshdeep Singh
Advertisment