Advertisment

Riyan Parag bowling: ক্রিজের বাইরে থেকেই বেনজির বোলিং! রিয়ানের বোলিংকে নিষিদ্ধ ঘোষণা আম্পায়ারের, চালু চরম বিতর্ক

IND vs BAN 2nd t20: এবছরের শুরুতেই পরাগের জাতীয় ক্রিকেটে অভিষেক হয়েছে। এখনও পর্যন্ত ১টি একদিনের ম্যাচ এবং ৭টি টি২০ খেলেছেন। একদিনের ম্যাচে নিয়েছেন তিন উইকেট। টি২০ আন্তর্জাতিকে এখনও পর্যন্ত টেল এন্ডার হিসেবে ব্যাট করে ৭২ রান করেছেন।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Riyan Parag, রিয়ান পরাগ,

Riyan Parag: রিয়ানের সেই বিতর্কিত মুহূর্ত। (ছবি- স্ক্রিনগ্যাব)

Riyan Parag controversial bowling against Bangladesh: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টি২০ ম্যাচে টিম ইন্ডিয়া ৮৬ রানে জিতলেও, সেই জয়ের আনন্দ ছাপিয়ে গেল রিয়ান পরাগের অদ্ভুত বোলিং কৌশল বিতর্ক। সেই সময় ব্যাট করছিলেন বাংলাদেশের মাহমুদউল্লা। পরাগ তাঁর দিকে একটি স্লিং বোলিং অ্যাকশনের চেষ্টা করেন। কিন্তু, শরীরের পিছনের দিকটা ছিল লাইনের বাইরে। পা-ও ছিল পিচের বাইরে। যথারীতি আম্পায়ার সেটা মেনে নেননি। আর, পরাগের বলকে 'নো' বলে জানিয়ে দেন। 

Advertisment

অবশ্য পরাগ এরপর তাঁর বোলিং অ্যাকশন শুধরে নেন। মেহেদি হাসান মিরাজের উইকেটও পেয়েছেন। তবে, শুধু পরাগই নন। ভারতের সাতজন বোলারই একটি করে উইকেট নিয়েছেন এই ম্যাচে। যা ভারতীয় দলের ইতিহাসে নজির গড়ল। কিন্তু, সেসব ছাপিয়ে গেল পরাগের অদ্ভুত বোলিং কায়দা।

বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন, পরাগ নাকি কেদার যাদবের বোলিং অ্যাকশন নকলের চেষ্টা করেছিলেন। কিন্তু, মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) খেলার আইন গোটা বিশ্বে চলে। আর, সেই আইনের ২১.৫ ধারায় বলা আছে, 'বল করার সময় বোলারের পা যদি ক্রিজের বাইরে থাকে এবং কিছুটা অংশ ভিতরের দিকে মাটির ওপরে থাকে, তবে ফাস্ট বোলারদের ক্ষেত্রে সেটা নো বল হবে। আর, বল ছোড়ার সময় পা যদি রিটার্ন ক্রিজের সম্পূর্ণ ভিতরে না থাকে, তবে স্পিনারদের ক্ষেত্রে সেটা নো বল হবে।'

কিন্তু, পরাগ ওই বল করার সময় সেই নিয়ম মানেননি। যথারীতি আম্পায়ার তাঁকে 'নো' বল দিয়েছেন। তবে, দ্বিতীয় টি২০-র এই বাকি ম্যাচটা পরাগ অত্যন্ত ভালো খেলেছেন। সাত নম্বরে নেমে ব্যাটে ৬ বলে ১৫ রান করেছেন। মেরেছেন দুটো ছক্কা। যার ফলে ভারতীয় দলের রান বেড়ে হয়েছে ২২১। আর, বল হাতে মিরাজকে আউট করে তাঁর টি২০ কেরিয়ারের চার নম্বর উইকেটটাও নিয়েছেন। 

আরও পড়ুন- দিল্লির মাঠে সিরিজ-হারা হামাগুড়ি বাংলাদেশের! ছক্কায়-ছক্কায় টাইগারদের জান নিলেন নীতিশ-রিঙ্কু

এবছরের শুরুতেই পরাগের জাতীয় ক্রিকেটে অভিষেক হয়েছে। এখনও পর্যন্ত ১টি একদিনের ম্যাচ এবং ৭টি টি২০ খেলেছেন। একদিনের ম্যাচে নিয়েছেন তিন উইকেট। টি২০ আন্তর্জাতিকে এখনও পর্যন্ত টেল এন্ডার হিসেবে ব্যাট করে ৭২ রান করেছেন। যাইহোক, দ্বিতীয় ম্যাচ জয়ের ফলে ভারত টেস্ট সিরিজের মত বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজও জিতে নিল। সিরিজের ফলাফল এখন ২-০।  

T20 Indian Cricket Team Bangladesh Cricket Team Riyan Parag
Advertisment