Bangladesh Squad for India Test Series: ভারতের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ জনের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক জয় ছিনিয়ে দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত-ই।
বাংলাদেশের বিপক্ষে টেস্টের মাধ্যমেই হোম সিজনের সূচনা করছে টিম ইন্ডিয়া। ১৯ তারিখ প্রথম টেস্ট চেন্নাইয়ে। দ্বিতীয় টেস্টের আসর বসবে কানপুরের গ্রিন পার্কে। ভারত কয়েকদিন আগেই বাংলাদেশ সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে। কোহলি-রোহিত শর্মাদের নিয়ে পূর্ণশক্তির দল নামবে ভারতের।
আরও পড়ুন: বিশ্বকাপ আয়োজন করে হাজার হাজার কোটি টাকা আয়! মোদির ভারতের অর্থপ্রাপ্তি নিয়ে ICC-র রিপোর্ট প্রকাশ্যে
বর্তমানে ভারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে রয়েছে। অন্যদিকে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ লিগ তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে। পাকিস্তানের বিরুদ্ধে স্কোয়াড-ই অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ। একটি জায়গা বাদে। চোট পাওয়া শরিফুল ইসলামের বদলে স্কোয়াডে জায়গা পেয়েছেন জাকের আলি।
পাকিস্তানের বিরুদ্ধে প্ৰথমবার টেস্ট জয়-ও জয়, টেস্ট সিরিজও জিতেছে বাংলাদেশ। ভারত এর আগে ২০১৯/২০ সিজনে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলেছিল। সেই সিরিজে ভারত ২-০ ব্যবধানে জয় লাভ করে। দুটো টেস্টের পর বাংলাদেশ ভারতের বিপক্ষে গোয়ালিয়র, দিল্লি এবং হায়দরাবাদে তিনটে টি২০-ও খেলবে।
ভারত টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, জাকের আলি, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।
প্রথম বাংলাদেশ টেস্টের জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), আর অশ্বিন, আর জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, জাসপ্রিত বুমরাহ, ইয়াশ দয়াল।
Read the full article in ENGLISH