Advertisment

Bangladesh Cricket Fan: বাংলাদেশের পতাকা ওড়ালেই পেটাচ্ছে ভারতীয়রা! চেন্নাইয়ে টাইগার সমর্থককে চরম হেনস্তার অভিযোগ, দেখুন ভিডিও

India vs Bangladesh 1st Test: চেন্নাই ম্যাচ দেখতে এসে নাকি তিক্ত অভিজ্ঞতার মুখে পড়েছেন টাইগার সমর্থক। বাংলাদেশি মিডিয়ার কাছে ক্ষোভ উজাড় করে দিলেন তিনি।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India vs Bangladesh, IND vs BAN, ভারত বনাম বাংলাদেশ

IND vs BAN: চেন্নাইয়ের দর্শকদের কাছে হেনস্তার অভিযোগ বাংলাদেশ সমর্থক টাইগার রবির (টুইটার এবং বিডিক্রিকটাইম-এর ইউটিউব ভিডিও স্ক্রিনগ্র্যাব)

IND vs BAN: ভারত বনাম বাংলাদেশ ধুন্ধুমার সিরিজ নিয়ে উত্তেজনার কমতি ছিল না। তবে সদ্য হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে এখনও অরাজকতা বিদ্যমান। এমন টালমাটাল সময়ে ভারতীয় দূতাবাসের তরফে ভিসায় বাংলাদেশি পর্যটকদের ওপর কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে।

Advertisment

এতেই চেন্নাই টেস্টে বাংলাদেশি সমর্থকদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে কমে গিয়েছে। এমন অবস্থায় স্বল্প সংখ্যক যে কয়েকজন বাংলাদেশি সমর্থক চেন্নাইয়ের চিপকে হাজির ছিলেন তাঁদের মধ্যেই অন্যতম টাইগার রবি। গোটা দেহে হলুদ ডোরাকাটা রং এঁকে যাঁকে প্রায়ই বিশ্বের বিভিন্ন স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে গলা ফাটাতে দেখা যায়।

সেই টাইগার রবিই এবার ভারতীয় সমর্থকদের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ আনলেন। বলে দিলেন, ভারতে বিভিন্নভাবে তাঁকে লাঞ্ছনার শিকার হতে হচ্ছে তাঁকে। স্টেডিয়ামে বাংলাদেশের জাতীয় পতাকা ওড়াতে দেওয়া হচ্ছে না। এমনকি ভারতীয় সমর্থকরা নাকি টোন টিটকিরি করছেন। তাঁকে দেখতে পেলেই নাকি 'মওকা মওকা' বিদ্রূপে ভরিয়ে দেওয়া হচ্ছে।

চেন্নাইয়ে হাজির হওয়া বাংলাদেশের এক প্রচারমাধ্যমকে (বিডিক্রিকটাইম) তিনি ক্ষোভ উগরে দিয়েছেন। বলেছেন, "রাস্তায় আমি হাঁটতে গেলে আমাকে মওকা মওকা বলে গালি দিচ্ছে এঁরা। আমি হিন্দি ভাষা কিছুটা বুঝি, কিন্তু চেন্নাইয়ে তামিল ভাষায় গালি দিচ্ছে সেটা কিছুই বুঝি না। একজন বাঙালি ছিল তিনিই আমাকে বুঝিয়ে বলেছেন আপনাকে ভীষণ খারাপ ভাষায় গালি দিচ্ছে।"

"আমাকে পতাকা ওড়াতে দিচ্ছে না। আমি ওঁদের দেখিয়েছি যে আমি টিকিট নিয়ে এসে মাঠে ঢুকেছি। আমিও আইসিসি ফ্যামিলি মেম্বার। তারপরও আমি টিকিট দিয়ে ঢুকেছি। মুশফিকুর রহিম আমাকে টিকিট দিয়েছে। বাংলাদেশ কিংবা অন্য যে কোনও দেশে আমার ও শোয়েবের টিকিট লাগে না। তারপরও আমি আইনকে সম্মান করি। টিকিট দিয়ে ঢোকার পরও সেই ইজ্জত পাইনি।"

"তারা (ভারত) কোনওদিন বাংলাদেশের ভালো চায় না। প্রয়োজনে আফগানিস্তানকে সাপোর্ট করেন সেটা অনেক ভালো, কিন্তু ভারতকে করবেন না। আমি নিরাপত্তারক্ষীর কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু পাইনি। কিন্তু ওঁরা বাংলাদেশে গেলে অনেক সাহায্য করি, সুধীরকেও করি। ভারতীয়রা আমার মা-বোন তুলে গালাগালি করেছে।"

"আমি লাল-সবুজের পতাকা উড়াবোই, তাতে যদি আমার বুকে গুলিও চালায়। আমি সহ্য করতে না পেরে একটা সময় বলেছি, আমি আমার মার দোয়া নিয়ে এসেছি, আপনারা গুলি চালান, গুলি চালান, তবুও আমার পতাকা উড়ানো থামবে না। যদি ওঁরা গুলি চালায় চেন্নাইয়ের মাঠে আমি পতাকা উড়াবোই। যে কোনো কিছুর বিনিময়ে।"

"আপনারা আল্লাহর কাছে দোয়া করেন যেন জয়টা নিয়ে ফিরতে পারি। এতে আমার কোনো দুঃখ-কষ্ট থাকবে না। মাইর খেলেও দুঃখ থাকবে না। মরে গেলেও কোনো দুঃখ নেই। দেশের জয় চাই।"

"বাংলাদেশ সর্বকালের সেরা দল করেছে। আম্পায়ার দুটি কল দেয়নি। আমরা ১৩ জনের বিপক্ষে খেলছি। পুরো ভারতের বিপক্ষে খেলছি। আইসিসি মানেই ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল।"

যাইহোক, ভারত চেন্নাই টেস্টে এখন চালকের আসনে। ব্যাটিং বিপর্যয়কে সঙ্গী করেই ভারত প্ৰথম ইনিংসে ৩৭৬ তুলে দিয়েছিল রবিচন্দ্রন অশ্বিনের শতরান এবং রবীন্দ্র জাদেজার ৮৮ রানে ভর করে। জবাবে বাংলাদেশ ভারতের বোলিং শক্তির কাছে স্রেফ পিষে গিয়েছে। পুরো ৫০ ওভার ব্যাট করার আগেই ১৪৯-এ অলআউট হয়ে গিয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন: বলের সাহায্যেই বাড়তি সুবিধা পাচ্ছে ভারত! ভয়ঙ্কর অজুহাত নিয়ে চরম বিতর্কের ধোঁয়া ওড়ালেন তাসকিন

বুমরা, সিরাজ, আকাশ দীপদের সামনে ন্যূনতম প্রতিরোধও গড়ে তুলতে পারেনি বাংলাদেশ। বুমরা চার উইকেট শিকার করেছে লেন। দুটো করে উইকেট নিয়েছেন আকাশ দীপ, সিরাজ এবং রবীন্দ্র জাদেজা। ২২৭ রানে প্ৰথম ইনিংসে লিড নিলেও ভারত ফলো অন করায়নি বাংলাদেশকে। ভারত দ্বিতীয় ইনিংসে ৮১ রান যোগ করার ফাঁকেই হারিয়েছে ৩ উইকেট। ক্রিজে ব্যাট করছেন ঋষভ পন্থ এবং শুভমান গিল।

Indian Team Bangladesh Cricket Indian Cricket Team Team India India Cricket Team Bangladesh Cricket Team
Advertisment