Taskin Ahmed, IND vs BAN: অন্য কোনও কারণে নয়। বলের জন্যই ভারতের কাছে প্ৰথম টেস্টে পিছিয়ে পড়ছে। এমনই বিস্ফোরক অভিযোগ ভাসিয়ে দিলেন এবার তাসকিন আহমেদ। প্ৰথম ইনিংসে ব্যাট করতে নেমে সিরাজ-বুমরা-আকাশ দীপদের সামনে ধসে যায় বাংলাদেশের ব্যাটিং। ভারতের ৩৭৬ রানের জবাবে পুরো ৫০ ওভার-ও টিকতে পারেনি বাংলাদেশের ব্যাটিং।
ভারতীয় পেসাররাই দখল করেন ৮ উইকেট। ১৪৯-এ অলআউট হয়ে যাওয়ার পর মুখ খুলেছেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। "সবমিলিয়ে আমাদের ব্যাটিং বেশ হতাশাজনক হল। হ্যাঁ, পিচে ফাস্ট বোলারদের জন্য রসদ ছিল। তা স্বত্ত্বেও আমরা আরও ভালো খেলতে পারতাম। তাই আমরা সত্যিই হতাশ।" বলে দিয়েছেন বাংলাদেশি স্পিডস্টার।
বাংলাদেশের ইনিংসে ২০-র গন্ডি পেরিয়েছেন মাত্র চারজন। সাকিব আল হাসান করেছেন সর্বোচ্চ ৩২। মেহেদি হাসান মিরাজ ২৭ রানে অপরাজিত ছিলেন। লিটন দাস ২২ রানের বেশি করতে পারেননি। ম্যাচের শেষে প্রেস কনফারেন্স-এ তাসকিন বলে দিয়েছেন, "প্রথম ১০ ওভারেই আমরা অনেক বেশি উইকেট খুঁইয়ে ফেলেছি। ম্যাচে যা আমাদের ভুগিয়ে গেল।"
আরও পড়ুন: বুমরা-সিরাজদের খেলার সময় কামড় হেলমেটের ফিতেতে! সাকিবের রহস্যময় কাণ্ডের আসল রহস্য ফাঁস
ভারত দিন শেষ করেছে ৩ উইকেট হারানোর ফাঁকে ৮১ রান যোগ করে। এখনই লিড ছাড়িয়ে গিয়েছে ৩০০ প্লাস রানে। ভারতের প্ৰথম ইনিংসে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও শিকার করেছেন একটি উইকেট।
তারকা স্পিডস্টার বলছেন, ভারতের এসজি বলে খেলার অনভিজ্ঞতাই ফ্যাক্টর হয়ে গেল। "এসজি বলে খেলা সবসময় চ্যালেঞ্জের। বাচ্চা থেকেই ভারতীয়রা এমন বলে খেলে অভ্যস্ত। ওঁরা জানে, কীভাবে এই বলে ঠিকঠাক খেলতে হয়। এটাই ওঁদের কাছে বাড়তি সুবিধা এনে দিয়েছে।"
"আমরাও নতুন বলে কিছু ভুল করেছি। আমার মনে হয়েছে, এসজি বলে এমন কন্ডিশনে প্ৰথম ১০-১২ ওভার খেলা ভীষণ চ্যালেঞ্জিং। ঘরের মাঠে ভারত বরাবর কঠিন দল। সকলেই হোম কন্ডিশনের সুবিধা নেয়। আমরাও যেমনটা করি ঘরের মাঠে খেলার সময়।" অর্থাৎ তাসকিনের দাবি, স্কিলের ঘাটতি নয়, বরং পরিবেশ-পরিস্থিতি এবং বলের জন্যই ভারত ফায়দা নিয়েছে।
আরও পড়ুন: সুযোগ পেয়েও বাংলাদেশকে ফলো-অন করাল না ভারত! কেন, ক্যাপ্টেন রোহিতের তুখোড় স্ট্র্যাটেজি জেনে নিন
তাসকিন ভারতীয় বোলারদের কৃতিত্ব দিয়ে বলেছেন, "গতকাল (বৃহস্পতিবার) আমরা ভালো শুরু করেছিলাম। তবে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা ভালো ব্যাট করে গেল। এদিনের (শুক্রবার) ফার্স্ট সেশন-ও ভালো হয়েছিল। ৩৭ রানের মধ্যেই ওঁদের ৪ উইকেট তুলে নিয়েছিলাম। আমরা ভালোই বোলিং করেছি। এদিনের তুলনায় গতকাল পিচে বোলারদের জন্য আরও রসদ ছিল।"
ভারতীয় বোলারদের দুর্ধর্ষ বোলিং নিয়ে তাসকিন বলে দিয়েছেন, "কোনও সন্দেহ নেই যে ওঁরা বিশ্বমানের। লাইন এবং লেন্থ নিয়ে ওঁরা অনেক বেশি ধারাবাহিক ছিল। আর ভারতের বোলিং আক্রমণে বৈচিত্র্য অনেক।"
পাকিস্তানের মত ভালো পারফরম্যান্স কেন ভারতে খেলা সম্ভব হচ্ছে না, তাসকিনের ব্যাখ্যা, "আমরা পাকিস্তানে সমস্ত বিভাগে ভালো ক্রিকেট খেলেছিলাম। টেস্ট জয়ের জন্য সমস্ত বিভাগে ভালো পারফরম্যান্স মেলে ধরতে হয়। কিন্তু এখানের কন্ডিশন আলাদা।"
"দলের সকলেই বিষয়টি নিয়ে ওয়াকিবহাল। এবং এই নিয়ে পরিশ্রম করে চলছে। সকলেরই কিছু না কিছু শক্তি-দুর্বলতা রয়েছে। তবে নিজের পারফরম্যান্স উন্নতি করার কোনও সীমা নেই। আমাদের সেরাটা দিয়ে আমরা উন্নতি করার চেষ্টা করে যাচ্ছি। তবে দিনের শেষে আমরা পরিকল্পনা কতটা বাস্তবায়ন করতে পারছি, সেটাই আসল।"