Advertisment

IND vs BAN: বাংলাদেশ ভুলে গিয়েছিল টেস্ট ম্যাচ হচ্ছে! শান্তদের অশান্ত করে চরম বাণী এবার গাভাসকারের

Sunil Gavaskar on India vs Bangladesh: ভারতের বিপক্ষে বাংলাদেশ নির্বোধের মত খেলেছে। খুল্লামখুল্লা বলেই দিলেন সুনীল গাভাসকার।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Team India, Gavaskar, টিম ইন্ডিয়া, গাভাসকার,

Team India-Gavaskar: ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজে গাভাসকার ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন। (ছবি- টুইটার)

India vs Bangladesh Kanpur Test: পাকিস্তানে গিয়ে টেস্ট সিরিজে যে সম্মান কুড়িয়েছিলেন, ভারতের মাটিতে তা যেন খুইয়ে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। পরাজয়ের পর সমালোচনার তিরে বিদ্ধ বাংলাদেশ ক্রিকেট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বাহিনীর গুণমান নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। সমালোচকদের তালিকায় আছেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল মনোহর গাভাসকারও। উলটোদিকে অবিরাম বৃষ্টিতে ড্র হতে চলা একটা ম্যাচ জিতে রীতিমতো প্রশংসার শিরোনামে রোহিতবাহিনী।

Advertisment

গাভাসকার এই ম্যাচের ধারাভাষ্যকার ছিলেন। তিনি তো অন এয়ার বলেই বসেছেন, 'আমার মনে হচ্ছে, ওরা ভুলে গেছে এটা টেস্ট ম্যাচ। এটা ধরে খেলতে হয়। শান্তরা যেভাবে শট নিচ্ছে, রীতিমতো চিন্তার ব্যাপার! শাদমান তো হাফ সেঞ্চুরির পর অফ স্ট্যাম্পের বাইরে আলগা শট খেলল। ক্রিজে ধরে খেললে সেঞ্চুরি করতে পারত।' অথচ, যে ব্যাটারদের নিয়ে এত অভিযোগ, সেই ব্যাটাররাই পাকিস্তানে গিয়ে দুর্দান্ত খেলে বাংলাদেশকে দুটো টেস্ট ম্যাচের ওপর রীতিমতো দখল রেখে জিতিয়েছে। 

বাংলাদেশের কোচ চণ্ডিকা হাতুরুসিংহেও মেনে নিয়েছেন, তাঁর দলের ব্যাটারদের ব্যর্থতার কথা। চণ্ডিকার কথায়, 'ভারত যেভাবে খেলেছে, ওরা ঘাবড়ে গেছিল। এই হারটা সত্যিই আমাদের কষ্ট দিচ্ছে। বিশেষ করে পাকিস্তানে ওভাবে জিতে আসার পর এভাবে হার, ভাবা যায় না! আসলে আমরা ঠিকমতো খেলতে পারিনি।' একথা শোনার পর চণ্ডিকাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, তাঁর বোলাররা, নাকি ব্যাটাররা বেশি ডোবাল?

আরও পড়ুন- ব্যাট না করেই ইনিংস ডিক্লেয়ার করতে চেয়েছিল টিম ইন্ডিয়া! বাংলাদেশ ম্যাচে রোহিতদের চরম প্ল্যানিং ফাঁস

জবাবে বাংলাদেশের শ্রীলঙ্কান কোচ বলেছেন, 'আমি কোনও তুলনাতে যেতে চাই না। প্রত্যেকেই আমার খেলোয়াড়। ম্য়াচে হারা, সামগ্রিক ব্যর্থতা। আমরা এই ম্যাচ থেকে অনেক কিছুই শিখলাম। আগামিদিনে সেসব কাজে লাগাব। এখনও পর্যন্ত ভারতে যতবার খেলেছি, এই সিরিজটাই সবচেয়ে কঠিন লাগল। আমরাও বুঝে নিলাম, এখনও কতটা উন্নতি আমাদের করতে হবে।'

এই ম্যাচে ভারত ৫২ রানের লিড নিয়ে প্রথম ইনিংস শেষ করেছিল। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে মাত্র ১৪৬ রানেই অলআউট করে দেয় টিম ইন্ডিয়া। মাত্র তিন রানের ব্যবধানে বাংলাদেশের চার উইকেট পড়ে যায়। শেষ পর্যন্ত ১৭.২ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় ৯৫ রান তুলে সাত উইকেটে ম্যাচ জিতে নেয় রোহিতের দল।

Advertisment