Advertisment

IND vs BAN: ব্যাট না করেই ইনিংস ডিক্লেয়ার করতে চেয়েছিল টিম ইন্ডিয়া! বাংলাদেশ ম্যাচে রোহিতদের চরম প্ল্যানিং ফাঁস

Team India wanted to forfeit innings: দরকার হলে প্ৰথম ইনিংসে ব্যাট না করেই ডিক্লেয়ার করতে রাজি ছিলেন ক্যাপ্টেন রোহিত। তবে বোলারদের ধকলের কথা ভেবে পিছিয়ে আসেন।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India, Bangladesh, Kanpur Test, ভারত, বাংলাদেশ, কানপুর টেস্ট,

India-Bangladesh Kanpur Test: সবাই যখন ভেবেছিল কানপুর টেস্ট ড্র হবে, সেই সময় ভারত ম্যাচটা জিতে নিয়েছে। (ছবি- টুইটার)

India vs Bangladesh Kanpur Test: কানপুর টেস্ট-এ বৃষ্টির জন্য দু'দিন খেলা বানচাল হওয়ায় জিততে মরিয়া ভারতীয় দল ইনিংস ডিক্লেয়ার করে ফের ঝাঁপিয়ে পড়তে চেয়েছিল টাইগারদের বিরুদ্ধে। বৃষ্টিতে খেলা বন্ধ ছিল, তারপর খেলা ফের শুরু হওয়ার পর ম্যাচ শেষ হতে বাকি ছিল দু'দিন। তার মধ্যেই জয় নিশ্চিত করতে মরিয়া হয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছিল রোহিতবাহিনী। কারণ, বাংলাদেশের বিরুদ্ধে এই সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে এককদম এগিয়ে থাকতে চেয়েছিল টিম ইন্ডিয়া। 

Advertisment

বাংলাদেশ চতুর্থ দিনে ৩ উইকেটে ১০৭ রান নিয়ে তাঁদের প্রথম ইনিংস খেলা ফের শুরু করে। শেষ পর্যন্ত চতুর্থ দিনে ভারতীয় বোলারদের সৌজন্যে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট হয়ে যায়। আর, এই সময়ই টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট ভাবনাচিন্তা শুরু করেছিল, প্রথম ইনিংসে ব্যাট না করে বাংলাদেশকে যাতে ফের ব্যাট করতে পাঠানো হয়। টিম ইন্ডিয়া ভাবছিল, দুই ইনিংসে বাংলাদেশ যত রান করবে, সেই রান একেবারে এক ইনিংসেই তুলে নিতে। 

তাঁর দলের সেই পরিকল্পনার কথা এবার ফাঁস করে দিলেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। তিনি জানিয়েছেন, শেষ পর্যন্ত প্রচণ্ড গরমে বোলারদের ওপর ব্যাপক চাপ পড়বে ভেবেই পরিকল্পনা বাতিল করেন রোহিত-গম্ভীররা। পাশাপাশি, প্রথম ইনিংসে ভারতের ব্যাট না করার ভাবনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছিলেন বুমরাহ এবং অশ্বিনও।

এই ব্যাপারে অশ্বিন বলেন, 'প্রথম ইনিংসটায় ব্যাট না করেই ডিক্লেয়ার দেওয়া নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছিল। ওই গরমে ওভাবে খেলায় আমরা আপত্তি করেছিলাম। এমন অবস্থা যে দিনে চারবার টি শার্ট বদলাতে হচ্ছিল। এমন অবস্থায় পেসার বল করবে কীভাবে? তাছাড়া ওদেরকে ২০০-র মধ্যে আটকে দিলেও ব্যাটারদের হাতে বেশি সময় থাকত না। সেই জন্যই আমরা ঠিক করে নিই, আগে ব্যাটিংটা করি, পরে বোলিং করা যাবে।'

এই পরিস্থিতিতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলের লক্ষ্যটা পরিষ্কার করে দেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি ধুমধাড়াক্কা ব্যাটিং শুরু করেন। ক্যাপ্টেনকে প্রথম ওভার থেকে ওভাবে পেটাতে দেখে অশ্বিনরাও তখন ঠিক করে ফেলেন, যে করেই ম্যাচটা জিততে হবে। শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৮৫ রানে ইনিংস ডিক্লেয়ার দেয় টিম ইন্ডিয়া।

আরও পড়ুন- কোটি কোটি টাকার ভয়ঙ্কর আর্থিক দুর্নীতি! টিম ইন্ডিয়ার অতীতের তারকা অধিনায়ককে ডাক ইডির

বাংলাদেশ সিরিজে অশ্বিনকে 'প্লেয়ার অফ দ্য সিরিজ' পুরস্কার দেওয়া হয়েছে। এই নিয়ে ১১ টেস্ট সিরিজে 'প্লেয়ার অফ দ্য সিরিজ' হলেন অশ্বিন। এই কৃতিত্ব আছে কিংবদন্তি শ্রীলঙ্কান মুত্তিয়া মুরালিধরনেরও। তবে, অশ্বিন নিজেকে মুরালিধরনের সঙ্গে তুলনা করতে চাইছেন না। অশ্বিনের কথায়, 'আমি নিজেকে মুরালিধরনের সঙ্গে তুলনা করতে চাইছি না। তবে, যা পেয়েছি, দুর্দান্ত মাইলফলক। এতেই আমি সন্তুষ্ট। দিনের শেষে, খেলা সবার পছন্দ হয়েছে। এই-ই যথেষ্ট। এটাই আমাকে অনুপ্রেরণা দেয়। এর বেশি কিছু চাই না।' 

 

Test cricket Cricket News Indian Cricket Team Bangladesh Cricket Team
Advertisment