/indian-express-bangla/media/media_files/xvg3qiIBUl6l2QDx0NSd.jpg)
Team India-Chandika Hathurusinghe: টিম ইন্ডিয়া টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছে। (ছবি- টুইটার)
Chandika Hathurusinghe on India vs Bangladesh: সম্প্রতি পাকিস্তানকে হারিয়ে ভারতে সিরিজ খেলতে এসেছে বাংলাদেশ। আর, পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারানোর পরই ভারতের মাটিতে ভারতকে হারানোর স্বপ্ন দেখতে শুরু করেছিল টাইগাররা। দলের অনেকে তো রীতিমতো হুঁশিয়ারিও দিয়ে দিয়েছিলেন টিম ইন্ডিয়াকে। যথারীতি রোহিতের বাহিনী সেই সব হুঁশিয়ারি সতর্কভাবে নেয়। কিন্তু, দুই টেস্ট-এর সিরিজে দুটো ম্যাচেই হারার পর এখন যেন সম্বিত ফিরে এসেছে বাংলাদেশের। অন্তত, দলের হেড কোচ চণ্ডিকা হাতুরুসিংহের কথা শুনে তেমনটাই মনে হওয়া স্বাভাবিক। বাংলাদেশের হেড কোচ জানিয়েছেন, তাঁদের দল ইতিমধ্যেই অনেক উন্নতি করেছে। কিন্তু, ভারতের লেভেল অনেকটাই বেশি। তাই রোহিতদের কাছে শান্তর বাহিনী হেরে গেছে। এই পরিস্থিতিতে কী করলে বাংলাদেশ ভারতের সঙ্গে সমকক্ষের মত প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, দলকে সেই পরামর্শও দিয়েছেন হাতুরুসিংহে।
কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের পর খেলার গতি দেখে অনেকেই ভেবে বসেছিলেন, ম্যাচ ড্র হতে যাচ্ছে। কিন্তু, ড্রয়ের দোরগোড়ায় চলে যাওয়া সেই ম্যাচকে জয়ের পথে ফিরিয়ে রোহিতের বাহিনী বুঝিয়ে দিলেন ক্রিকেট বরাবরের মত এখনও অনিশ্চয়তার খেলাই। আর, সেসব দেখেই যেন সম্বিত ফিরল বাংলাদেশের হেড কোচের। প্রথম টেস্ট ভারত জেতার পরও তিনি দ্বিতীয় টেস্ট ড্র করে মুখরক্ষার আশায় ছিলেন। কিন্তু, সাত উইকেটে হারের পর তাতেও ব্যর্থ হওয়ায় কার্যত আত্মসমর্পণের ভঙ্গিতে চণ্ডিকা হাতুরুসিংহে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বলেছেন, 'শুধুমাত্র এই বাংলাদেশ দলটার উন্নতি করলেই হবে না। এঁদের নীচে যাঁরা আছেন, তাঁদেরও অগ্রগতি দরকার। তাঁদেরও মান বাড়াতে হবে। আমাদের বেস না থাকলে ভালো পারফর্ম আশা করব কী করে?'
এরপরই হাতুরুসিংহে বলেন, 'আমাদের দলের যে উন্নতি হয়নি, তা না। অনেক উন্নতি হয়েছে। আমরা অন্যান্য দলের সঙ্গে ভালো খেলেছি। কিন্তু, ভারতের মানটা একটা অন্যস্তরে চলে গেছে। ওদের প্রথম একাদশই শুধু নয়, তার বাইরের খেলোয়াড়রাও বেশ যোগ্যতাসম্পন্ন। একাদশে যখন তখন জায়গা পেতে পারে। এমনভাবে ওরা নিজেদের গড়ে তুলেছে। আমরা এখন সেটাই শিখছি।'
তবে হাতুরুসিংহে যা বলছেন, সেটা বাংলাদেশ ক্রিকেট প্রশাসনের ব্যাপার। মাঠের হিসেবে বলা যায়, বাংলাদেশের ওপেনারদের এখনও অনেকখানি উন্নতি করতে হবে। দ্বিতীয় টেস্ট শেষে সেটা স্বীকারও করে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেছেন, 'দুটো টেস্ট-এই আমরা ভালো করতে পারিনি। আমাদের ভালো ব্যাটিং করতেই হবে। কিন্তু, আমাদের ব্যাটাররা ৩০-৪০ বল খেলেই আউট হয়ে গেছেন। টেস্ট ম্যাচে বড় রান করার জন্য ধৈর্য নিয়ে উইকেটে টিকে থাকা দরকার।'
আরও পড়ুন- ৫০ হাজার ডলার ক্ষতিপূরণের মুখে মোহনবাগান! নিরাপত্তা সঙ্কটে বেনজির সিদ্ধান্তের পথে সবুজ মেরুন
শান্ত, মুমিনুল হক ও শাদমান ইসলাম ছাড়া বাংলাদেশের আর কেউই দুই টেস্ট-এর চার ইনিংসে ৫০ পেরোতে পারেননি। উলটোপক্ষে, ভারতের তিনজন খেলোয়াড় চেন্নাইয়ে সেঞ্চুরি করেছেন। যশস্বী জয়সওয়াল সিরিজে তিনটি হাফ সেঞ্চুরি করেছেন। পাশাপাশি, কেএল রাহুল কানপুরে মারকাটারি ব্যাটিং করে ৬৮ রান করেছেন। যা ম্যাচে ফারাক গড়ে দিয়েছে।