Advertisment

Bangladesh Super Fan: কানপুরে বেধড়ক ঠ্যাঙানি খেয়ে হাসপাতালে টাইগার রবি, পুলিশ মিথ্যাবাদী বলল বাংলাদেশ সমর্থককে

IND vs BAN 2nd Test: কানপুরে শুরু হয়েছে ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্ট। সেই ম্যাচেই বাংলাদেশি সমর্থক টাইগার রবি অভিযোগ করলেন তাঁকে নাকি পেটানো হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Bangladesh super fan Tiger Robi assaulted by Kanpur crowd

IND vs BAN: কানপুরে টাইগার রবিকে হেনস্থার অভিযোগ (প্রত্যূষ রাজ)

Bangladesh Super Fan Tiger Robi, IND vs BAN Kanpur Test: ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্টেই অনভিপ্রেত ঘটনা। বাংলাদেশের সুপার ফ্যান টাইগার রবি অভিযোগ করলেন কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ১৫ জন ভারতীয় সমর্থকদের এক গ্রুপ তাঁকে নাকি শারীরিকভাবে হেনস্থা করেছেন।

Advertisment

যদিও টাইগার রবির দাবি উড়িয়ে দিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। বলে দিয়েছে, শরীরে জল ঘাটতির জন্য অসুস্থ হয়ে পড়েছে টাইগার রবি। কেউই শারীরিক নির্যাতন করেনি রবিকে।

রবির বক্তব্য অনুযায়ী ঘটনার সূত্রপাত লাঞ্চ ব্রেকের আগে। "সকাল থেকেই কয়েকজন আমাকে গালিগালাজ করছিলেন।লাঞ্চ ঘোষণার পরেই আমি নাজমুল শান্ত এবং মমিনুল হকের নাম ধরে চিৎকার করতে থাকি। এরপরে ওঁরা আমাকে ঠেলাঠেলি করতে থাকে। আমার টাইগার প্রতীক, দেশের পতাকা ছিঁড়ে দেওয়ার চেষ্টা করে। আমি রুখে দাঁড়াতেই ওঁরা মারমুখী হয়ে ওঠে।"

যদিও ঘটনার সময় প্রত্যক্ষদর্শী একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন, "ও শরীরে জল ঘাটতির জন্য লুটিয়ে পড়েছিল। কেউই ওঁকে শারীরিকভাবে হেনস্থা করেনি।" রবিকে এরপরে পুলিশের তরফে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: বাংলাদেশের পতাকা ওড়ালেই পেটাচ্ছে ভারতীয়রা! চেন্নাইয়ে টাইগার সমর্থককে চরম হেনস্তার অভিযোগ, দেখুন ভিডিও

ব্যালকনিতে একমাত্র বাংলাদেশি সমর্থক হিসেবে হাজির ছিলেন টাইগার রবি। যে গ্যালারিতে আবার দর্শক নিরাপত্তার খাতিরে কাউকে প্রবেশিকাধার দেওয়া হয়নি। টাইগার রবি বলছিলেন, "একজন পুলিশ আমাকে সেই ব্লকে দাঁড়াতে নিষেধ করেছিলেন। আমি ভয় পেয়ে ওখানে দাঁড়াতে বাধ্য হয়েছিলাম। সকাল থেকেই ওঁরা আমাকে গালিগালাজ করছিল। ওঁদের ভাষা বুঝতে পেরেছি কারণ অনেক বলিউড সিনেমা দেখেছি। টানা ওঁরা আমাকে গালি দিয়ে যাচ্ছিল। নিজের দেশকে সমর্থন করা কি অপরাধ?"

ঘটনাচক্রে, টাইগার রবিই চেন্নাইয়েও ভারতীয় সমর্থকদের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ করেছিলেন। বলে দিয়েছিলেন, ভারতে বিভিন্নভাবে তাঁকে লাঞ্ছনার শিকার হতে হচ্ছে তাঁকে। স্টেডিয়ামে বাংলাদেশের জাতীয় পতাকা ওড়াতে দেওয়া হচ্ছে না। এমনকি ভারতীয় সমর্থকরা নাকি টোন টিটকিরি করছেন। তাঁকে দেখতে পেলেই নাকি 'মওকা মওকা' বিদ্রূপে ভরিয়ে দেওয়া হচ্ছে।

চেন্নাইয়ে হাজির হওয়া বাংলাদেশের এক প্রচারমাধ্যমকে (বিডিক্রিকটাইম) তিনি ক্ষোভ উগরে দিয়েছেন। বলেছেন, "রাস্তায় আমি হাঁটতে গেলে আমাকে মওকা মওকা বলে গালি দিচ্ছে এঁরা। আমি হিন্দি ভাষা কিছুটা বুঝি, কিন্তু চেন্নাইয়ে তামিল ভাষায় গালি দিচ্ছে সেটা কিছুই বুঝি না। একজন বাঙালি ছিল তিনিই আমাকে বুঝিয়ে বলেছেন আপনাকে ভীষণ খারাপ ভাষায় গালি দিচ্ছে।"

ভারতীয় ভক্তদের অ'ত্যা'চারে কাঁদলেন টাইগার রবি; বললেন ভারত কখনো বন্ধু হতে পারে না

Posted by bdcrictime.com on Thursday, September 19, 2024

"আমাকে পতাকা ওড়াতে দিচ্ছে না। আমি ওঁদের দেখিয়েছি যে আমি টিকিট নিয়ে এসে মাঠে ঢুকেছি। আমিও আইসিসি ফ্যামিলি মেম্বার। তারপরও আমি টিকিট দিয়ে ঢুকেছি। মুশফিকুর রহিম আমাকে টিকিট দিয়েছে। বাংলাদেশ কিংবা অন্য যে কোনও দেশে আমার ও শোয়েবের টিকিট লাগে না। তারপরও আমি আইনকে সম্মান করি। টিকিট দিয়ে ঢোকার পরও সেই ইজ্জত পাইনি।"

"তারা (ভারত) কোনওদিন বাংলাদেশের ভালো চায় না। প্রয়োজনে আফগানিস্তানকে সাপোর্ট করেন সেটা অনেক ভালো, কিন্তু ভারতকে করবেন না। আমি নিরাপত্তারক্ষীর কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু পাইনি। কিন্তু ওঁরা বাংলাদেশে গেলে অনেক সাহায্য করি, সুধীরকেও করি। ভারতীয়রা আমার মা-বোন তুলে গালাগালি করেছে।"

"আমি লাল-সবুজের পতাকা উড়াবোই, তাতে যদি আমার বুকে গুলিও চালায়। আমি সহ্য করতে না পেরে একটা সময় বলেছি, আমি আমার মার দোয়া নিয়ে এসেছি, আপনারা গুলি চালান, গুলি চালান, তবুও আমার পতাকা উড়ানো থামবে না। যদি ওঁরা গুলি চালায় চেন্নাইয়ের মাঠে আমি পতাকা উড়াবোই। যে কোনো কিছুর বিনিময়ে।"

"আপনারা আল্লাহর কাছে দোয়া করেন যেন জয়টা নিয়ে ফিরতে পারি। এতে আমার কোনো দুঃখ-কষ্ট থাকবে না। মাইর খেলেও দুঃখ থাকবে না। মরে গেলেও কোনো দুঃখ নেই। দেশের জয় চাই।" "বাংলাদেশ সর্বকালের সেরা দল করেছে। আম্পায়ার দুটি কল দেয়নি। আমরা ১৩ জনের বিপক্ষে খেলছি। পুরো ভারতের বিপক্ষে খেলছি। আইসিসি মানেই ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল।"

READ THE FULL ARTICLE IN ENGLISH

Bangladesh Bangladesh Cricket Indian Cricket Team UP Police Kanpur Indian Team Kanpur assault case Bangladesh Cricket Team India Cricket Team Team India
Advertisment