Advertisment

Team India t20 squad: টিম ইন্ডিয়ায় কি KKR লবিবাজি চালু! ঈশান-রুতুরাজ বাদ পড়তেই বিস্ফোরক অভিযোগে বিদ্ধ কোচ গম্ভীর

BCCI announces Team India t20 squad against Bangladesh: ভারতের ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। তবে তাতে বিতর্ক এড়ানো যাচ্ছে না। রুতুরাজ গায়কোয়াড, ঈশান কিষানকে বাদ দেওয়া হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Team India, t20 squad, ভারতীয় দল, টি২০ স্কোয়াড

Team India t20 squad: টি২০ স্কোয়াডে ঈশান কিষানকে আশা করেছিলেন অনেকেই। (ছবি- টুইটার)

Team India t20 squad against Bangladesh, Ruturaj Gaikwad Ishan Kishan snub: বাংলাদেশ হোম টি২০ সিরিজের স্কোয়াডে ঈশান কিষান, রুতুরাজ গায়কোয়াড়কে বাদ দেওয়ায় নেটিজেনদের তীব্র ক্ষোভের মুখে বিসিসিআই। তিন ম্যাচের টি২০ সিরিজের খেলাগুলো হবে ৬, ৯ এবং ১২ অক্টোবর যথাক্রমে গোয়ালিয়র, দিল্লি এবং হায়দরাবাদে। অনুরাগীদের অভিযোগ, টিম ইন্ডিয়ার নতুন প্রধান কোচ গৌতম গম্ভীরের অপছন্দের তালিকায় থাকার জন্য এই সিরিজে বাদ পড়েছেন দুই ক্রিকেটার ঈশান ও রুতুরাজ। দল বাছাইয়ে এই বৈষম্য নিয়ে বিসিসিআই নির্বাচকমণ্ডলীর প্রধান অজিত আগরকারকেও রীতিমতো তুলোধনা করেছেন নেটিজেনদের একাংশ।  

Advertisment

শনিবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টি২০ সিরিজের দল ঘোষণা করেছে। মায়াঙ্ক যাদব, ২০২৪ আইপিএলে ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করেছেন। স্কোয়াডে তিনি ডাক পেয়েছেন। ২০২৪ আইপিএলে কেকেআরের হয়ে দুর্দান্ত খেলেছেন স্পিনার বরুণ চক্রবর্তী। তিনিও ডাক পেয়েছে বাংলাদেশ সিরিজে। ২০২১-এ বাংলাদেশের হয়ে শেষবার টি২০ খেলেছিলেন বরুণ।

আগামী মাসেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম টেস্ট সিরিজ আছে। সেই সিরিজের কথা মাথায় রেখেই সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টি২০ স্কোয়াড থেকে শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল ও মহম্মদ সিরাজদের বিশ্রাম দেওয়া হয়েছে। তবে, দলে রাখা হয়েছে হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রিংকু সিং, রবি বিষ্ণোই ও আরশদীপ সিংয়ের মত কিছু নিয়মিত খেলোয়াড়কে। সব মিলিয়ে নতুন পুরোনোদের মিশিয়ে বাংলাদেশের বিরুদ্ধে টি২০ স্কোয়াড তৈরির চেষ্টা হয়েছে।

তবে, সেই দল থেকে ঈশান কিষান ও রুতুরাজ গায়কোয়াড় বাদ পড়ায় নেটিজেনরা ক্ষুব্ধ। তাঁরা ব্যাপারটার ওপর কড়া নজর রেখেছিলেন। কারণ, বুচিবাবু ট্রফিতে কিষান ভালো খেলেছেন। সদ্যসমাপ্ত দলীপ ট্রফিতেও কিষান আর রুতুরাজ দু'জনেই নজর কেড়েছেন। বিশেষজ্ঞ ওপেনার হিসেবে স্কোয়াডে রাখা হয়েছে অভিষেক শর্মাকে। তাঁর সঙ্গে রুতুরাজকে নিলে সংখ্যাটা বাড়ত। সেদিকে নির্বাচকরা নজরই দেননি বলে নেটিজেনদের অভিযোগ। 

ঈশান ভারতীয় দলের হয়ে শেষবার ২০২৩-এ খেলেছেন। পরে বোর্ডের নির্দেশ অমান্য করে বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েন। গত মাসে বুচিবাবু টুর্নামেন্টে কিষান সেঞ্চুরি করেছেন। দলীপ ট্রফিতে ভারত সি দলের হয়ে ১১১ করেছেন। তাঁর এই ধারাবাহিক পারফরম্যান্সই বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে কিষানের প্রত্যাবর্তনের সম্ভাবনা বাড়িয়েছিল। তার মধ্যেই শোনা যাচ্ছিল যে ঋষভ পন্থকে বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে বিশ্রাম দেওয়া হবে। সেকথা মাথায় রেখে ভক্তদের অনেকেই আশা করেছিলেন যে কিষান টি২০ সিরিজে ঢুকছেন। 

আর রুতুরাজ গায়কোয়াড় জুলাই মাসে জিম্বাবুয়েতে টি২০ সিরিজে অপরাজিত ৭৭ এবং ৪৯ রান করেছিলেন। ভারত সি-এর হয়ে দলীপ ট্রফিতে দুটি হাফ সেঞ্চুরি-সহ ২৩২ করেছেন। তিনিও স্কোয়াড থেকে বাদ পড়ায় ভক্তরা স্বভাবতই ক্ষুব্ধ। নেটিজেনদের ধারণা, 'গৌতম গম্ভীরের প্রভাব'-এ তিন বছর পর ভারতীয় দলে ফিরেছেন বরুণ চক্রবর্তী। আইপিএলে বরুণ খেলেছেন কেকেআর-এ। সেই দলের মেন্টর ছিলেন গম্ভীর। তবে, বরুণের পারফরম্যান্সটাও দুর্দান্ত ছিল। ১৪ ম্যাচে ২১ উইকেট তুলে আইপিএল ২০২৪-এ দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হন বরুণ।

আরও পড়ুন- এ কোটি টাকার ম্যাচ ফি! জয় শাহের ঐতিহাসিক ঘোষণায় শনিবারই নাচ শুরু ক্রিকেটারদের

স্কোয়াডে ডাক পেয়েছেন কেকেআরের হর্ষিত রানাও। তিনি আইপিএলে দুর্দান্ত খেলেছেন। ১৩ ম্যাচে ১৯ উইকেট নিয়েছিলেন। ডাক পেয়েছেন মায়াঙ্ক যাদবও। গত বছর আইপিএলে গম্ভীর লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন। সেই দলে মায়াঙ্কও ছিলেন। ফলে, দল নির্বাচনে গম্ভীরের প্রভাব যথেষ্ট কাজ করেছে বলেই নেটিজেনদের বিশ্বাস।

T20 Ishan Kishan Gautam Gambhir Indian Cricket Team Ruturaj Gaikwad
Advertisment