Team India t20 squad against Bangladesh, Ruturaj Gaikwad Ishan Kishan snub: বাংলাদেশ হোম টি২০ সিরিজের স্কোয়াডে ঈশান কিষান, রুতুরাজ গায়কোয়াড়কে বাদ দেওয়ায় নেটিজেনদের তীব্র ক্ষোভের মুখে বিসিসিআই। তিন ম্যাচের টি২০ সিরিজের খেলাগুলো হবে ৬, ৯ এবং ১২ অক্টোবর যথাক্রমে গোয়ালিয়র, দিল্লি এবং হায়দরাবাদে। অনুরাগীদের অভিযোগ, টিম ইন্ডিয়ার নতুন প্রধান কোচ গৌতম গম্ভীরের অপছন্দের তালিকায় থাকার জন্য এই সিরিজে বাদ পড়েছেন দুই ক্রিকেটার ঈশান ও রুতুরাজ। দল বাছাইয়ে এই বৈষম্য নিয়ে বিসিসিআই নির্বাচকমণ্ডলীর প্রধান অজিত আগরকারকেও রীতিমতো তুলোধনা করেছেন নেটিজেনদের একাংশ।
শনিবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টি২০ সিরিজের দল ঘোষণা করেছে। মায়াঙ্ক যাদব, ২০২৪ আইপিএলে ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করেছেন। স্কোয়াডে তিনি ডাক পেয়েছেন। ২০২৪ আইপিএলে কেকেআরের হয়ে দুর্দান্ত খেলেছেন স্পিনার বরুণ চক্রবর্তী। তিনিও ডাক পেয়েছে বাংলাদেশ সিরিজে। ২০২১-এ বাংলাদেশের হয়ে শেষবার টি২০ খেলেছিলেন বরুণ।
What's your problem @BCCI
— HomeLander_Raj (@RajHomelander) September 28, 2024
STOP SIDELINING ISHAN KISHAN https://t.co/0RBdZD88KE
This is not Ruturaj's loss, this is BCCI's loss pic.twitter.com/N46ncL1tw1 https://t.co/mqwKeFDbdB
— AM` 👑 (@Tapashwimaharaj) September 28, 2024
আগামী মাসেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম টেস্ট সিরিজ আছে। সেই সিরিজের কথা মাথায় রেখেই সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টি২০ স্কোয়াড থেকে শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল ও মহম্মদ সিরাজদের বিশ্রাম দেওয়া হয়েছে। তবে, দলে রাখা হয়েছে হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রিংকু সিং, রবি বিষ্ণোই ও আরশদীপ সিংয়ের মত কিছু নিয়মিত খেলোয়াড়কে। সব মিলিয়ে নতুন পুরোনোদের মিশিয়ে বাংলাদেশের বিরুদ্ধে টি২০ স্কোয়াড তৈরির চেষ্টা হয়েছে।
NEWS 🚨 - #TeamIndia’s squad for T20I series against Bangladesh announced.
— BCCI (@BCCI) September 28, 2024
More details here - https://t.co/7OJdTgkU5q #INDvBAN @IDFCFIRSTBank pic.twitter.com/DOyz5XGMs5
Abhishek sharma is the only opener in the squad but why not ruturaj da clown @BCCI https://t.co/YfQK5HKKQv
— Batman🦇 (@ordinaryguy07_) September 28, 2024
তবে, সেই দল থেকে ঈশান কিষান ও রুতুরাজ গায়কোয়াড় বাদ পড়ায় নেটিজেনরা ক্ষুব্ধ। তাঁরা ব্যাপারটার ওপর কড়া নজর রেখেছিলেন। কারণ, বুচিবাবু ট্রফিতে কিষান ভালো খেলেছেন। সদ্যসমাপ্ত দলীপ ট্রফিতেও কিষান আর রুতুরাজ দু'জনেই নজর কেড়েছেন। বিশেষজ্ঞ ওপেনার হিসেবে স্কোয়াডে রাখা হয়েছে অভিষেক শর্মাকে। তাঁর সঙ্গে রুতুরাজকে নিলে সংখ্যাটা বাড়ত। সেদিকে নির্বাচকরা নজরই দেননি বলে নেটিজেনদের অভিযোগ।
What shameful behaviour bcci
— soniya🩷🫶🏻 (@sunskie_1877) September 28, 2024
Not giving chance to deserving ones
STOP SIDELINING ISHAN KISHAN https://t.co/4iyZYAGLv1
Nitish, Mayank and Harshit 🔥
— Saurabh Malhotra (@MalhotraSaurabh) September 28, 2024
Varun Chakaravarthy back, interesting. Clearly the Gambhir influence. https://t.co/DJH1GyZgbH
ঈশান ভারতীয় দলের হয়ে শেষবার ২০২৩-এ খেলেছেন। পরে বোর্ডের নির্দেশ অমান্য করে বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েন। গত মাসে বুচিবাবু টুর্নামেন্টে কিষান সেঞ্চুরি করেছেন। দলীপ ট্রফিতে ভারত সি দলের হয়ে ১১১ করেছেন। তাঁর এই ধারাবাহিক পারফরম্যান্সই বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে কিষানের প্রত্যাবর্তনের সম্ভাবনা বাড়িয়েছিল। তার মধ্যেই শোনা যাচ্ছিল যে ঋষভ পন্থকে বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে বিশ্রাম দেওয়া হবে। সেকথা মাথায় রেখে ভক্তদের অনেকেই আশা করেছিলেন যে কিষান টি২০ সিরিজে ঢুকছেন।
Varun chakravarti is back
— MJ (@mj_alwayss) September 28, 2024
GG ke hone ka faida 😭 https://t.co/XcKqPl4Fyz pic.twitter.com/ScKhVDR0uG
Varun Chakravarthy return....Wow
— Varun Giri (@Varungiri0) September 28, 2024
The Gautam Gambhir effect is evident.
I’ve always felt Varun was unfairly treated and scapegoated for the early exit from the T20 World Cup,he wasn't even fully fit.
It's great to see him back! https://t.co/NRDtRehq44
আর রুতুরাজ গায়কোয়াড় জুলাই মাসে জিম্বাবুয়েতে টি২০ সিরিজে অপরাজিত ৭৭ এবং ৪৯ রান করেছিলেন। ভারত সি-এর হয়ে দলীপ ট্রফিতে দুটি হাফ সেঞ্চুরি-সহ ২৩২ করেছেন। তিনিও স্কোয়াড থেকে বাদ পড়ায় ভক্তরা স্বভাবতই ক্ষুব্ধ। নেটিজেনদের ধারণা, 'গৌতম গম্ভীরের প্রভাব'-এ তিন বছর পর ভারতীয় দলে ফিরেছেন বরুণ চক্রবর্তী। আইপিএলে বরুণ খেলেছেন কেকেআর-এ। সেই দলের মেন্টর ছিলেন গম্ভীর। তবে, বরুণের পারফরম্যান্সটাও দুর্দান্ত ছিল। ১৪ ম্যাচে ২১ উইকেট তুলে আইপিএল ২০২৪-এ দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হন বরুণ।
আরও পড়ুন- এ কোটি টাকার ম্যাচ ফি! জয় শাহের ঐতিহাসিক ঘোষণায় শনিবারই নাচ শুরু ক্রিকেটারদের
স্কোয়াডে ডাক পেয়েছেন কেকেআরের হর্ষিত রানাও। তিনি আইপিএলে দুর্দান্ত খেলেছেন। ১৩ ম্যাচে ১৯ উইকেট নিয়েছিলেন। ডাক পেয়েছেন মায়াঙ্ক যাদবও। গত বছর আইপিএলে গম্ভীর লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন। সেই দলে মায়াঙ্কও ছিলেন। ফলে, দল নির্বাচনে গম্ভীরের প্রভাব যথেষ্ট কাজ করেছে বলেই নেটিজেনদের বিশ্বাস।