Bangladesh Super Fan Tiger Robi, IND vs BAN Kanpur Test: কানপুরে দ্বিতীয় টেস্টের প্ৰথম দিন ৩৩ ওভারের বেশি খেলা হয়নি। তবে ঘটনাবহুল দিনের সাক্ষী থেকেছে গ্রিনপার্ক স্টেডিয়াম। সাদমান ইসলামের ডিআরএস আউট বিতর্ক, রোহিতের প্রতিক্রিয়া, হনুমান তাড়াতে বাঁদরের ব্যবহার, মমিনুল হকের উচ্চতা নিয়ে খাটো করে পন্থের স্লেজিং হোক বা অশ্বিনকে দেওয়া তারকা কিপার-ব্যাটারের নিখুঁত পরামর্শ- একের পর এক ঘটনা ঘটেছে গ্রিনপার্কে।
তবে সবথেকে বিতর্কিত ঘটনা সম্ভবত বাংলাদেশ সমর্থক টাইগার রবিকে ঘিরে। ভারতীয় সমর্থকদের হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেছিলেন। সেই দাবি উড়িয়ে কানপুর পুলিশ শরীরে জল-হীনতার কথা বলেছিল। হাসপাতালে ভর্তি করার পর অভার ইউ টার্ন নিয়ে স্বীকার করে নেন ডিহাইড্রেশনের জন্যই নাকি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন।
টাইগার রবি প্ৰথম টেস্টে চেন্নাইয়ে গিয়েও ভারতীয় সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ভাসিয়ে দিয়েছিলেন বাংলাদেশের প্রচারমাধ্যমের কাছে। এবার কানপুরে একই ঘটনা ঘটতে রীতিমতো বিরক্ত টেস্ট সিরিজ কভার করতে ভারতে আসা বাংলাদেশের সাংবাদিকরাই।
টাইগার রবি অভিযোগ করেছিলেন সি গ্যালারি থাকার সময় ভারতীয় সমর্থকদের কাছে আক্রান্ত হন তিনি। ঘটনা হল, সি গ্যালারির ভঙ্গুর অবস্থার জন্য দর্শক প্রবেশে অনুমতিই দেয়নি উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাংলাদেশি সাংবাদিক প্রচারমাধ্যমে বলেছেন, "দৃষ্টি আকর্ষণের জন্য ও প্রায়ই এরকম করে থাকে। মেডিক্যাল ভিসায় ভারতে এসে ও সিরিজ দেখতে এসেছে। ভারতীয় ক্রিকেটারদের নামে ও অকথ্য গালি দিচ্ছিল চেন্নাইয়ে। বিশেষ করে মহম্মদ সিরাজকে।"
চেন্নাইয়ের ভারতীয়রা বাংলা ভাষা না বোঝায় সমস্যা হয়নি। কিন্তু কানপুরের লোকেরা বাংলা ভাষা অল্পবিস্তর বুঝতে পারে। কানপুর পুলিশ জানিয়েছে, ম্যাচ শুরুর আগের দিন পেটের সংক্রমণ এবং জল-শূন্যতার কারণে হাসপাতালে এসেছিলেন টাইগার রবি। একাধিক শারীরিক সমস্যা রয়েছে বাংলাদেশের এই সমর্থকের।
আরও পড়ুন: ভারত থেকে তাড়ানো হল সিরাজকে গাল পাড়া টাইগার রবিকে! একের পর এক বিস্ফোরক অভিযোগ
কানপুর পুলিশের তরফে সফরকারী দলের সমর্থকের স্বাস্থ্য নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ম্যাচ শেষের পর সন্ধ্যার দিকে কানপুর পুলিশের তরফে আরও একটা ভিডিও প্ৰকাশ করা হয়, যেখানে তাঁকে পেটে হাত দিয়ে বসে থাকতে দেখা গিয়েছে। পুলিশই তাঁকে সাহায্যের জন্য এগিয়ে যায়।
তবে পুলিশের তরফে সতর্ক করে বলা হয়েছে, ফের ভুলভাল অভিযোগ করলে সোজা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে রবিকে। স্টেডিয়ামে সিসিটিভি ফুটেজে রবিকে হেনস্থার কোনও অভিযোগের সারবত্তা মেলেনি। বিসিসিআইয়ের তরফে সংশ্লিষ্ট বাংলাদেশি সমর্থককে 'প্রচার পেতে মরিয়া' বলে দাগিয়ে দেওয়া হচ্ছে।
বোর্ডের এক আধিকারিক সংবাদ সংস্থা আইএএনএস-এর কাছে রীতিমতো সন্দেহ প্রকাশ বলে দিয়েছিলেন, তামিল ভাষা না বোঝে না ও নিজেই স্বীকার করে নিয়েছিল। তারপরেই কীভাবে ও হেনস্তার অভিযোগ আনল! কানপুরে গ্যালারিতে একমাত্র দর্শক হিসাবে হাজির থেকেও মারধোরের অভিযোগ আনেন। পুলিশের কাছে সাহায্য চান। সবমিলিয়ে অস্থিরতা ছড়ানোর অভিযোগে টাইগার রবিকে পদ্মাপাড়ে ফেরত পাঠানো হলেও আশ্চর্যের কিছু থাকবে না।