/indian-express-bangla/media/media_files/BqddoiYO0o05V702U31q.jpg)
Bangladesh super fan Tiger Robi assaulted by Kanpur crowd: ভারতীয় সমর্থকদের কাছে হেনস্থার অভিযোগ তুলেছিলেন বাংলাদেশি সমর্থক টাইগার রবি। (ছবি সৌজন্যে প্রত্যুষ রাজ)
Bangladesh Super Fan Tiger Robi, IND vs BAN Kanpur Test: বাংলাদেশ ক্রিকেট দলের একজন অতিপরিচিত ভক্ত হলেন, টাইগার রবি। তিনি বাংলাদেশের ম্যাচে বাঘের মত সেজে মাঠে উপস্থিত থাকেন। আর খেলা চলাকালীন অবিরত বাংলাদেশের জাতীয় পতাকা গ্যালারি থেকে নাড়িয়ে যান। সেই টাইগার রবি শুক্রবারও কানপুরে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত ছিলেন। তাঁর অভিযোগ, গ্যালারিতে তাঁকে নিগ্রহ করা হয়েছে। মাঠ থেকে বের করে দেওয়া হয়েছে। পরে অবশ্য হাসপাতালের শয্যা থেকে রবি এক বিবৃতিতে বলেছেন, তিনি অসুস্থ বোধ করছিলেন। তাই হাসপাতালে ভর্তি হয়েছেন। স্থানীয় পুলিশ তাঁকে প্রয়োজনীয় সহায়তা দিয়েছে। উত্তরপ্রদেশ পুলিশও তাদের অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে যে ম্যাচ চলাকালীন রবি অসুস্থ হয়ে পড়েছিলেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এই বাংলাদেশ সমর্থক টাইগার রবির ভারতের বিরুদ্ধে মিথ্য অভিযোগ করার একটি ইতিহাস আছে। তিনি 'ভারত সম্পর্কে অভিযোগ করে' আনন্দ পান। বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, টাইগার রবির আচরণ রীতিমতো স্পর্শকাতর। চেন্নাইয়ে প্রথম টেস্ট চলাকালীন তিনি স্থানীয় সমর্থকদের বিরুদ্ধে তাঁকে গালাগালি করার অভিযোগ করেছিলেন। পরে অবশ্য স্বীকার করেছেন যে তিনি তামিলের বিন্দুবিসর্গ বোঝেন না। শুধু তাই নয়, কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এমএ চিদাম্বরম স্টেডিয়াম থেকে তিনি ফেসবুক লাইভ করেছিলেন বলেও অভিযোগ।
আরও পড়ুন- ব্যাট নিয়ে তাড়া করে মারামারি, লাঠালাঠি, হাতাহাতি! ক্রিকেট মাঠে যুদ্ধের দাবানল, দেখুন ভিডিও
সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ, টাইগার রবিকে উসকে দিয়েছিলেন বেশ কিছু বাংলাদেশি সাংবাদিক। তবে, বাংলাদেশের নিউজ সংস্থা প্রথম আলোর এক সাংবাদিক জানিয়েছেন, 'টাইগার রবি আসলে মনোযোগ' আকর্ষণের জন্য এসব করেন। উত্তরপ্রদেশের কল্যাণপুরের এসিপি অভিষেক পাণ্ডে জানিয়েছেন, রবি অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল। এই প্রসঙ্গে পাণ্ডে বলেন, 'ম্যাচ চলাকালীন টাইগার রবি নামে এক দর্শক অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে ফার্স্ট এইড দেওয়া হয়েছিল। মেডিক্যাল টিম তাঁর চিকিৎসা করেছে। তাঁকে এরপর হাসপাতালে পাঠানো হয়। তবে, হামলার অভিযোগ ভিত্তিহীন। তিনি সম্ভবত পড়ে গিয়েছিলেন। একজন অফিসারকে তাঁর সঙ্গে যোগাযোগ রাখার দায়িত্ব দেওয়া হয়েছে।'