Jaker Ali replaces Shoriful Islam in Bangladesh squad against India: ১৯ তারিখে শুরু হতে চলা টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ। তবে বাংলাদেশের ভারতের বিপক্ষে হাড্ডাহাড্ডি সিরিজে পাবে না দলের এক নম্বর বোলিং ভরসা শরিফুল ইসলামের সার্ভিস।
পাকিস্তান সিরিজে চোট পেয়েছিলেন তারকা পেসার। তাঁর চোট এখনও পুরোপুরি সারেনি। তাই তাঁকে ভারতের বিপক্ষে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে। গত কয়েক বছর ধরেই বাংলাদেশের বোলিংয়ে আক্রমণের স্তম্ভ হয়ে উঠেছেন শরিফুল। তিন ফরম্যাটেই তিনি অটোমেটিক বাছাই।
মুস্তাফিজুর রহমান সীমিত ওভারের ফরম্যাটে খেলেন। এদিকে তাসকিন আহমেদের ধারাবাহিকতার সমস্যা রয়েছে। এমন অবস্থায় বাংলাদেশের বোলিংয়ের মূল অস্ত্র হয়ে উঠেছিলেন শরিফুল। পাকিস্তানের বিরুদ্ধে প্ৰথম টেস্টেও দুর্ধর্ষ খেলেছিলেন। তবে দ্বিতীয় টেস্টে নামতে পারেননি তিনি চোট পাওয়ায়। স্কোয়াড ঘোষণার সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, "কুঁচকির চোট এখনও পুরোপুরি সেরে ওঠেনি শরিফুলের। তাই ভারতের বিপক্ষে সিরিজে ওঁকে পাওয়া যাবে না।"
আরও পড়ুন: বাবর-কোহলি, শাহিন-বুমরা এবার খেলবেন একই দলে! দুনিয়া কাঁপানো টুর্নামেন্ট নিয়ে বিস্ফোরক আপডেট
তাঁর জায়গায় জাকের আলিকে ডেকে নিয়েছে বাংলাদেশ। যিনি মূলত একজন মিডল অর্ডার ব্যাটার। বাংলাদেশ মিডল অর্ডার শক্তপোক্ত করতেই জাকের আলিকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশের বিপক্ষে টেস্টের মাধ্যমেই হোম সিজনের সূচনা করছে টিম ইন্ডিয়া।
১৯ তারিখ প্রথম টেস্ট চেন্নাইয়ে। দ্বিতীয় টেস্টের আসর বসবে কানপুরের গ্রিন পার্কে। ভারত কয়েকদিন আগেই বাংলাদেশ সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে। কোহলি-রোহিত শর্মাদের নিয়ে পূর্ণশক্তির দল নামবে ভারতের।
বর্তমানে ভারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে রয়েছে। অন্যদিকে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ লিগ তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে। পাকিস্তানের বিরুদ্ধে স্কোয়াড-ই অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ। পাকিস্তানের বিরুদ্ধে প্ৰথমবার টেস্ট জয়-ও জয়, টেস্ট সিরিজও জিতেছে বাংলাদেশ।
ভারত এর আগে ২০১৯/২০ সিজনে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলেছিল। সেই সিরিজে ভারত ২-০ ব্যবধানে জয় লাভ করে। দুটো টেস্টের পর বাংলাদেশ ভারতের বিপক্ষে গোয়ালিয়র, দিল্লি এবং হায়দরাবাদে তিনটে টি২০-ও খেলবে।
ভারত টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, জাকের আলি, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।