Advertisment

IND vs BAN series: বয়কট করো বাংলাদেশ সিরিজ! 'মৃত্যু মিছিলের' প্রতিবাদে জয় শাহ, BCCI-এর কাছে চরম বার্তা

No Cricket with Bangladesh: বন্ধ করা হোক বাংলাদেশ সিরিজ! মৃতদেহের ওপর 'দাঁড়িয়ে' BCCI, জয় শাহকে কড়া বার্তা ক্রিকেট মহলের

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India vs Bangladesh, test series, ভারত বনাম বাংলাদেশ, টেস্ট সিরিজ,

India vs Bangladesh-test series: ভারতের মুখোমুখি হওয়ার আগে পাকিস্তানকে টেস্ট সিরিজে হারিয়ে বাংলাদেশ প্রমাণ করেছে, ক্রিকেট দক্ষতায় তাদের অগ্রগতি ঘটেছে। (ছবি-টুইটার)

India vs Bangladesh test series: টিম ইন্ডিয়ার অনুরাগী এবং নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় একটি তথাকথিত ধর্মীয় অবমাননামূলক পোস্টের কারণে থানায় এক হিন্দু যুবককে গণপিটুনির জন্য বিসিসিআইকে বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন হোম সিরিজ বাতিল করার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে অনুরাগীরা ভারতে বাংলাদেশ ক্রিকেট দলকে খেলতে না দেওয়ারও আবেদন জানিয়েছেন।

Advertisment

মিডিয়া রিপোর্ট অনুসারে, ১৫ বছর বয়সি হিন্দু ছেলেটি নবি মহম্মদ সম্পর্কে আপত্তিকর কথা বলেছিলেন। যার জেরে, একদল লোক তাঁকে বাংলাদেশের একটি থানায় গণপিটুনি দিয়েছে। হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিস এই ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি জারি করে লিখেছে,
'বাংলাদেশের খুলনা শহরে একজন কলেজ ছাত্র উৎসব মণ্ডল (একজন হিন্দু যুবক)-কে ইসলামপন্থীরা কুপিয়ে হত্যা করেছে। তাঁর (উৎসব) বিরুদ্ধে অভিযোগ, তিনি বিবৃতি পোস্ট করেছিলেন। যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ফরেনসিক প্রমাণ ছাড়াই তাঁকে পুলিশ আটক করেছিল। সেখানে পুলিশ ও সেনা সদস্যদের উপস্থিতিতে ইসলামপন্থী জনতা তাঁকে নিগ্রহ করে।'

সেনাবাহিনী দাবি করেছে যে তারা উৎসবকে উদ্ধারের জন্য সম্ভাব্য সব চেষ্টা করেছিল। কিন্তু, সেটা সম্ভব হয়নি। ঘটনাটি বাংলাদেশে উত্তেজনা বাড়িয়েছে। গত মাস থেকেই বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ। বৃহস্পতিবার, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস জোর দিয়ে বলেছেন যে সংখ্যালঘুদের ওপর হামলা কোনওভাবেই সাম্প্রদায়িক বিষয় নয়। এটা স্রেফ অপরাধ।

তবে, বাংলাদেশের হিন্দু সংগঠন এবং মুসলিম সংগঠনগুলোর একাংশের দাবি, উৎসব মণ্ডল এখনও বেঁচে আছে। সে গুরুতর আহত। তাঁর চিকিৎসা চলছে। পরিবার অবশ্য এখনও উৎসব মণ্ডলের দেহ পায়নি। ফলে, সে কী অবস্থায় রয়েছে, সেটা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। এই পরিস্থিতিতে গণেশ পুজোর আগের দিন এবং গণেশ পুজোর দিন বাংলাদেশে বিভিন্ন মন্দিরে হামলা হয়েছে। গণেশের মূর্তি ভাঙচুর করেছে ইসলামপন্থীরা। পাশাপাশি, গণেশের শোভাযাত্রায় গণেশের মূর্তির ওপর তারা নোংরা জলও ফেলে দিয়েছে বলে অভিযোগ। যার প্রতিবাদ করতে গিয়ে উলটে মারধর খেয়েছেন হিন্দু সম্প্রদায়ের বহু মানুষ। 

আরও পড়ুন- বাংলার স্পিডস্টার-ই আগুন ধরাবেন বাংলাদেশের বিরুদ্ধে! দলীপে ৯ উইকেটের ঝড় তারকার

এই পরিস্থিতিতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ভারতে খেলতে আসছে বাংলাদেশ ক্রিকেট দল। সম্প্রতি তারা পাকিস্তানের মাটিতে দুই টেস্টের সিরিজে পাকিস্তানকে ২-০ ব্যবধানে পরাজিত করেছে। যার ফলে, বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে আত্মবিশ্বাসে ভরপুর। তবে, বর্তমানে ছন্নছাড়া পাকিস্তান দল আর ভারতীয় ক্রিকেট টিম এক নয়। ভারতে এসে ভারতীয় দলের বিরুদ্ধে সিরিজ জেতা তাই সফরকারী দলের কাছে কঠিন চ্যালেঞ্জ। কারণ, ২০১২-১৩ সাল থেকে হোম সিরিজে টিম ইন্ডিয়া হারেনি।

 

BCCI Indian Cricket Team Bangladesh Cricket Team Jay Shah Team India
Advertisment