IND vs BAN Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি: বাংলাদেশকে লজ্জা থেকে বাঁচালেন তৌহিদ হৃদয়, জাকির আলি

IND vs BAN Champions Trophy: অক্ষর হ্যাটট্রিকই করতেন। কিন্তু টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা স্লিপে তৌহিদ হৃদয়ের ক্যাচ ফেলে দেওয়ায় অক্ষরের সেই সুযোগ হাতছাড়া হয়।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দল

Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দল। (ছবি- ফেসবুক)

IND vs BAN Champions Trophy: তৌহিদ হৃদয় এবং জাকির আলি যৌথভাবে বড় পার্টনারশিপ গড়ে বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে লজ্জাজনক স্কোর থেকে রক্ষা করলেন। দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল। এই সময় তৌহিদ ও জাকির মিলে দলকে ১৫০ রানের ওপরে নিয়ে যান। রীতিমতো ধৈর্যের পরিচয় দিয়ে দুই ব্যাটারই দলের ৪০ ওভারের অনেক আগেই অর্ধশতক পূর্ণ করেন। তার আগে, অক্ষর প্যাটেল টানা দুই বলে তানজিদ হাসান ও মুশফিকুর রহিমের উইকেট নেন। অক্ষর হ্যাটট্রিকই করতেন। কিন্তু টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা স্লিপে জাকির আলির ক্যাচ ফেলে দেওয়ায় অক্ষরের সেই সুযোগ হাতছাড়া হয়।

Advertisment

তার আগে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির এই ম্যাচে ভারতের বিরুদ্ধে মাত্র ২৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল। মহম্মদ শামি সৌম্য সরকার এবং মেহেদি হাসান মিরাজের উইকেট নেন। আর হর্ষিত রানা অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে আউট করেন। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পর বাংলাদেশ তাদের ইনিংসের শুরুতেই ভয়াবহ পরিস্থিতিতে পড়ে। প্রথম ওভারে ১ রানে প্রথম উইকেট এবং দ্বিতীয় ওভারে মাত্র ২ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছিল তারা।

জসপ্রীত বুমরাহীন ভারতীয় দল রেকর্ড তৃতীয়বারের মত এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার চেষ্টা চালাচ্ছে। এই টুর্নামেন্টে ভারত ও বাংলাদেশ একবারই মুখোমুখি হয়েছে—২০১৭ সালের সেমিফাইনালে, সেবার ভারত বাংলাদেশকে হারিয়েছিল। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের সময় রোহিত শর্মা ও বিরাট কোহলি ফর্মে ফিরেছেন। 'মেন ইন ব্লু' সেই পারফরম্যান্স ধরে রাখার চেষ্টা চালাচ্ছে। টিম ইন্ডিয়ার আশা, দুই অভিজ্ঞ তারকা ২০২৩ বিশ্বকাপের ফর্মের ঝলক চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখাবেন। আর, সেটা যদি তাঁরা দেখাতে না পারেন, তবে রীতিমতো সংকটে পড়তে পারে বিরাট ও রোহিতের কেরিয়ার। সঙ্গে, এমন জল্পনাও চলছে। 

Advertisment

আরও পড়ুন-  চ্যাম্পিয়ন্স ট্রফি: বাংলাদেশ ম্যাচে কী কারণে বদলে গেল সম্ভাব্য একাদশ? জানুন সত্যিটা

বাংলাদেশ একাদশ: 
তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মেহেদি হাসান মিরাজ, জাকির আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

ভারতের একাদশ: 
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, মহম্মদ শামি, কুলদীপ যাদব।

Indian Cricket Team Bangladesh Cricket Team Team India Team India