IND Vs BAN Champions Trophy 2025 Playing XI: চ্যাম্পিয়ন্স ট্রফি: বাংলাদেশ ম্যাচে কী কারণে বদলে গেল সম্ভাব্য একাদশ? জানুন সত্যিটা

India Vs Bangladesh Playing 11 in Champions Trophy 2025: ওয়ানডেতে কুলদীপের অভিজ্ঞতার কারণে এবং বরুণের হালকা চোটের জন্য কুলদীপকে প্রাধান্য দেওয়ার সম্ভাবনা বেশি বলেই বিশেষজ্ঞরা জানিয়েছিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs BAN: টসের সময় ভারত ও বাংলাদেশ দলের অধিনায়করা

IND vs BAN: টসের সময় ভারত ও বাংলাদেশ দলের অধিনায়করা। (ছবি- ফেসবুক)

India Vs Bangladesh Playing 11 in Champions Trophy 2025: বৃহস্পতিবার, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-বাংলাদেশ ম্যাচ শুরুর আগে মনে করা হচ্ছিল, হর্ষিত রানা দল থেকে বাদ পড়ছেন। যদিও হর্ষিত ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর প্রথম ওয়ানডে সিরিজে নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন, তবে কলকাতা নাইট রাইডার্সের এই পেসার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে জায়গা পাবেন না। মহম্মদ শামি ও আর্শদীপ সিং খেলবেন বলেই মনে করা হচ্ছিল। দুবাইয়ের পিচে শামির বোলিং বৈচিত্র্য কার্যকর হতে পারে বলে আশা প্রথম থেকেই ছিল টিম ইন্ডিয়ার। তাই গোটা টুর্নামেন্টেই বাংলারে বোলারকে খেলানোর পরিকল্পনা করছে ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট। এই পরিস্থিতিতে অর্শদীপের নতুন বলে উইকেট নেওয়ার ক্ষমতা এবং ডেথ ওভারে বোলিং দক্ষতার জন্যও হর্ষিত রানার আগে তাঁকে দলে রাখা হবে বলে মনে করা হচ্ছিল।

Advertisment

পাশাপাশি, দলে কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীর মধ্যে প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে টক্কর চলবে বলেও মনে করা হচ্ছিল। 
ভারতীয় দলে কুলদীপ এবং বরুণ চক্রবর্তী বিশেষজ্ঞ স্পিনার হিসেবে স্কোয়াডে আছেন। যেখানে বাকি তিন জন স্পিনার কার্যত অলরাউন্ডার। তাঁরা হলেন- রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। তাঁদের ধরে তিন জন স্পিনার খেলানোর সম্ভাবনাই বেশি বলে মনে করছিলেন বিশেষজ্ঞরা। তাঁরা অনেকেই একথা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, ব্যাটিং দক্ষতার জন্য জাদেজা ও অক্ষর দলে থাকবেন। তবে, কুলদীপ ও বরুণের মধ্যে একটি প্রতিযোগিতা থাকবে। তবে ওয়ানডেতে কুলদীপের অভিজ্ঞতার কারণে এবং বরুণের হালকা চোটের জন্য কুলদীপকে প্রাধান্য দেওয়ার সম্ভাবনা বেশি বলেই তাঁরা জানিয়েছিলেন। শেষ পর্যন্ত দেখা গেল ব্যাপারটা তেমনই ঘটল।

কিন্তু, টস করতে এসে ভারত অধিনায়ক রোহিত শর্মা কিন্তু, অন্য কথা বললেন। তিনি বলেন, 'দলের সবাই ফিট এবং খেলার জন্য মুখিয়ে আছে। বরুণ চক্রবর্তী গত একদিনের ম্যাচের দল থেকে বাদ পড়েছে। জাদেজা দলে ঢুকেছে। অর্শদীপও বাদ পড়েছে। শামি দলে আছে।' যার অর্থ করলে দাঁড়ায়, বরুণ চক্রবর্তীর বদলে জাদেজা আর, অর্শদীপের বদলে দলে শামিকে নেওয়া হয়েছে।

শেষ পর্যন্ত এই ম্যাচে ভারত যে একাদশ নামিয়েছে, তা হল-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, মহম্মদ শামি, কুলদীপ যাদব।

Advertisment

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি, ভারত-বাংলাদেশ ওয়ানডে কেমন পিচে খেলা হবে, কেমন থাকবে আবহাওয়া?

বুমরার ব্যাপারেও মুখ খুলেছেন রোহিত

টিম ইন্ডিয়ার অধিনায়ক বলেন, 'সব সময় সবাইকে পাওয়া সম্ভব না। তবে আমি মনে করি, এই দলের মানও যথেষ্ট ভালো। দলের খেলোয়াড়দের টেকনিকের গভীরতা এবং অভিজ্ঞতা আছে। যা আমাদের আত্মবিশ্বাস অর্জনে সাহায্য করবে। আমাদের পরিকল্পনা রূপায়ণ করতেও সহায়ক হবে।'

Champions Trophy Cricket News Indian Cricket Team Bangladesh Cricket Team Team India